ETV Bharat / city

উদ্ধার 35 কোটির দুর্মূল‍্য মূর্তি - কলকাতার খবর

মোট 25 টি মূর্তি উদ্ধার করেছে কাস্টমস বিভাগ । মূর্তিগুলির আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় 35 কোটি 30 লাখ টাকা ।

দুর্মুল‍্য মূর্তি উদ্ধার
দুর্মুল‍্য মূর্তি উদ্ধার
author img

By

Published : Aug 26, 2020, 10:51 PM IST

কলকাতা, 26 অগাস্ট : পাচার বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল কলকাতা কাস্টমস বিভাগ । জানুয়ারি মাসের পর আরও একবার বড়সড় সাফল্য । উদ্ধার হল দুর্মূল‍্য সব মূর্তি । মোট 25 টি মূর্তি উদ্ধার করেছে কাস্টমস বিভাগ । মূর্তিগুলির আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় 35 কোটি 30 লাখ টাকা । কলকাতা কাস্টমস বিভাগ সূত্রে খবর ।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমসের প্রিভেনশন শাখার একটি দল দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জের কাছে বাংলাদেশগামী একটি লরিকে আটকায় । সেই লরিতেই 25 টি মূর্তি উদ্ধার হয় । খাদ্যশস্যের আড়ালে ওই মূর্তিগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছিল । আন্তর্জাতিক বাজারে যার মূল্য অপরিসীম । ওই মূর্তিগুলির মধ্যে রয়েছে কস্টিক পাথরের মনসা মূর্তি, বিষ্ণু মূর্তি, সূর্য সহ নানা দেবদেবীর মূর্তি । সাতটি ব্রোঞ্জ এবং অন্যান্য ধাতুর মূর্তি ছিল । ছিল 11 টি টেরাকোটার মূর্তি । মূলত হিন্দু এবং জৈন মন্দিরে এই মুর্তির পূজা হয় ।

কাস্টমসের তরফে এই মূর্তিগুলির বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য উত্তরবঙ্গের বিশেষজ্ঞ অক্ষয়কুমার মৈত্রের সাহায্য নেওয়া । তিনি শিলিগুড়ির হেরিটেজ মিউজ়িয়াম বিশেষজ্ঞ ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি সেগুলি পরীক্ষা-নিরীক্ষা করে জানান, এই 25 টি মূর্তি নয়ের দশক থেকে 16 দশকের মধ্যে তৈরি হয়েছে । ভারতের বাজারে এই মূর্তি গুলির মূল্য 35 কোটি 30 লাখ টাকা । যদিও আন্তর্জাতিক বাজারের নিলামে এগুলি দুর্মূল্য। কাস্টমসের দাবি, সাম্প্রতিক অতীতে এটাই সবথেকে বড় মূর্তি উদ্ধারের ঘটনা । এর আগে জানুয়ারি মাসে 11 কোটি টাকার মূর্তি উদ্ধার করেছিল কলকাতা কাস্টমস । নেপাল সীমান্ত সেগুলি উদ্ধার হয়েছিল । মূর্তি পাচারের কারা জড়িত সেই বিষয়ে খোঁজ-খবর শুরু হয়েছে।

কলকাতা, 26 অগাস্ট : পাচার বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল কলকাতা কাস্টমস বিভাগ । জানুয়ারি মাসের পর আরও একবার বড়সড় সাফল্য । উদ্ধার হল দুর্মূল‍্য সব মূর্তি । মোট 25 টি মূর্তি উদ্ধার করেছে কাস্টমস বিভাগ । মূর্তিগুলির আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় 35 কোটি 30 লাখ টাকা । কলকাতা কাস্টমস বিভাগ সূত্রে খবর ।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমসের প্রিভেনশন শাখার একটি দল দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জের কাছে বাংলাদেশগামী একটি লরিকে আটকায় । সেই লরিতেই 25 টি মূর্তি উদ্ধার হয় । খাদ্যশস্যের আড়ালে ওই মূর্তিগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছিল । আন্তর্জাতিক বাজারে যার মূল্য অপরিসীম । ওই মূর্তিগুলির মধ্যে রয়েছে কস্টিক পাথরের মনসা মূর্তি, বিষ্ণু মূর্তি, সূর্য সহ নানা দেবদেবীর মূর্তি । সাতটি ব্রোঞ্জ এবং অন্যান্য ধাতুর মূর্তি ছিল । ছিল 11 টি টেরাকোটার মূর্তি । মূলত হিন্দু এবং জৈন মন্দিরে এই মুর্তির পূজা হয় ।

কাস্টমসের তরফে এই মূর্তিগুলির বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য উত্তরবঙ্গের বিশেষজ্ঞ অক্ষয়কুমার মৈত্রের সাহায্য নেওয়া । তিনি শিলিগুড়ির হেরিটেজ মিউজ়িয়াম বিশেষজ্ঞ ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি সেগুলি পরীক্ষা-নিরীক্ষা করে জানান, এই 25 টি মূর্তি নয়ের দশক থেকে 16 দশকের মধ্যে তৈরি হয়েছে । ভারতের বাজারে এই মূর্তি গুলির মূল্য 35 কোটি 30 লাখ টাকা । যদিও আন্তর্জাতিক বাজারের নিলামে এগুলি দুর্মূল্য। কাস্টমসের দাবি, সাম্প্রতিক অতীতে এটাই সবথেকে বড় মূর্তি উদ্ধারের ঘটনা । এর আগে জানুয়ারি মাসে 11 কোটি টাকার মূর্তি উদ্ধার করেছিল কলকাতা কাস্টমস । নেপাল সীমান্ত সেগুলি উদ্ধার হয়েছিল । মূর্তি পাচারের কারা জড়িত সেই বিষয়ে খোঁজ-খবর শুরু হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.