কলকাতা, ২৫ জুলাই : উত্তর কলকাতার বাগবাজারে পাওয়া গেল চার্টার্ড অ্যাকাউটেন্ট (CA) পরীক্ষার ২৪০ টি খাতা ৷ যে পরীক্ষা নিয়েছিল ICAI । ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাঁরা দোষ স্বীকার করেছেন ৷ আজ তাঁদের আদালতে তোলা হবে ৷
বিশেষ সূত্রে পুলিশ খবর পায়, বাগবাজারের রাধামাধব গোস্বামী লেনে পবিত্র রায়ের বাড়িতে রয়েছে চাটার্ড অ্যাকাউটেন্ট পরীক্ষার খাতা । ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ । জানতে পারে, হাইপ্রোফাইল এই পরীক্ষায় বড়সড় দুর্নীতি ঘটছে । শ্যামপুকুর থানার পুলিশ গতকাল আটক করে পবিত্র রায়কে । তল্লাশি চালিয়ে ৫ সি রাধামাধব গোস্বামী লেন থেকে উদ্ধার হয় ২৪০টি খাতা । তা দেখে তাজ্জব বনে যান তদন্তকারীরা । কারণ, দেশের যে ক'টি কঠিন পরীক্ষা আছে তার একটি এই পরীক্ষা । হিসাবপত্র পরীক্ষা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে CA-র গুরুত্ব অসীম ।
তদন্তকারীরা পবিত্রকে জেরা করে জানতে পারেন, ওই খাতা তাঁর কাছে রাখার কোনও অধিকার নেই । কারণ, তিনি CA-র পরীক্ষক নন । জিজ্ঞাসাবাদে পবিত্র জানান, ওই খাতা তাঁকে দিয়েছে চাটার্ড অ্যাকাউটেন্ট সুরজিৎ দত্ত । তিনি ICAI-র শিক্ষক ও স্বীকৃত পরীক্ষক । এবার শ্যামপুকুর থানা এবং গোয়েন্দা বিভাগের যৌথ দল নরেন্দ্রপুরে সুরজিৎ দত্তের বাড়িতে হানা দেয় । সেখানে পবিত্রর কাছে পাওয়া একই সিরিজ়ের ৩০০টি খাতা পাওয়া যায় । সঙ্গে সঙ্গে সেই খাতা বাজেয়াপ্ত করে পুলিশ । জিজ্ঞাসাবাদে সুরজিৎ পুলিশকে জানায়, তিনি তাঁর ছেলেকে পবিত্রর বাড়িতে ওই খাতা পৌঁছে দিতে বলেছিলেন । পুলিশের দাবি, নিজের দোষ কবুল করে নিয়েছেন সুরজিৎ । তারপরেই পবিত্র এবং সুরজিৎকে গ্রেপ্তার করেছে শ্যামপুকুর থানা ।
সূত্রের খবর, এই বিষয়ে পুলিশের তরফে ICAI কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় । বলা হয়, প্রয়োজনীয় সাহায্য করতে । কিন্তু পুরো পরীক্ষা বানচালের আশঙ্কায় ICAI কর্তৃপক্ষ নাকি অভিযোগ জানাতে চায়নি । যদিও এই বিষয়ে ICAI-র কোনও বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি । পুলিশ মনে করছে, এই ঘটনায় কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের সন্ধান পাওয়া যেতে পারে ।