ETV Bharat / city

Helpline for Pregnant Women : গর্ভবতীদের জন্য 24 ঘণ্টার হেল্পলাইন চালু করলেন চেয়ারপার্সন

গর্ভবতীদের পরিষেবা দিতে 24 ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পৌরনিগমের 10 নম্বর বরো (24 Hours Helpline for Pregnant Women in Borough 10 of KMC) ৷ চেয়ারপার্সন জুঁই বিশ্বাস এই উদ্যোগ নিয়েছেন ৷ বরো অফিসে শুক্রবার করে 12টি ওয়ার্ডের নাগরিকরা

24 Hours Helpline for Pregnant Women in Borough 10 of KMC
24 Hours Helpline for Pregnant Women in Borough 10 of KMC
author img

By

Published : Jun 3, 2022, 6:41 PM IST

কলকাতা, 3 জুন : গর্ভবতীদের জন্য কলকাতা পৌরনিগমের 10 নম্বর বরোয় চালু হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর ৷ 9748973085-এই নম্বর 24 ঘণ্টা খোলা থাকবে ৷ 10 নম্বর বরো চেয়ারপার্সন জুঁই বিশ্বাসের উদ্যোগে সেখানকার 12টি ওয়ার্ডের সন্তানসম্ভবাদের জন্য এই হেল্পলাইন চালু হয়েছে (24 Hours Helpline for Pregnant Women in Borough 10 of KMC) ৷ জানা গিয়েছে, সরাসরি ওই ফোন নম্বরে যোগাযোগ করলে গর্ববতীদের যে কোনও ধরনের সমস্যার সমাধান পাওয়া যাবে ৷ অ্যাম্বুলেন্স থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা, টেস্ট, বেডের ব্যবস্থা, ওষুধ এমনকি প্রয়োজনে গর্ভবতীর সঙ্গে বাড়ির লোক যেতে না পারলে, লোকবলের সাহায্য মিলবে ৷

এর পাশাপাশি আজ থেকে প্রতি শুক্রবার 10 নম্বর বরোর নাগরিকদের জন্য বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে ৷ বিকেল 5টা থেকে বরোর দফতরে প্রায় ঘণ্টাখানেক এই পরিষেবা পাওয়া যাবে ৷ সমস্যায় পড়লে মোটা টাকা খরচ করে ছুটতে হবে না কোনও আইনজীবীর চেম্বারে ৷ 10 নম্বর বরোয় এই পরিষেবার উদ্যোগ নিয়েছেন খোদ চেয়ারপার্সন জুঁই বিশ্বাস ৷ আইনি পরামর্শ দেবেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা ৷

24 Hours Helpline for Pregnant Women in Borough 10 of KMC
গর্ভবতীদের পরিষেবা দিতে 24 ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পৌরনিগমের 10 নম্বর বরো

আরও পড়ুন : COVID 19 Cause Pregnancy Risks : উপসর্গহীন কোভিডও গর্ভবতীদের জন্য় মারাত্মক হতে পারে: গবেষণা

জুঁই বিশ্বাস এ বিষয় জানান, এই বরোর অধীনে থাকা 12টি ওয়ার্ডের বাসিন্দারা এই পরিষেবা পাবেন ৷ সাধারণ মানুষের বহু আইনি সমস্যা থাকে ৷ যা একজন কাউন্সিলরের পক্ষে মেটানো সম্ভব নয় ৷ যেখানে বাড়িওয়ালা-ভাড়াটিয়া বিবাদ থেকে শুরু করে, অপরাধ সংক্রান্ত আইনি সমস্যা অনেক কিছুই থাকে ৷ সেই সব সমস্যার সমাধানের জন্য পরামর্শ দেবেন আইনজীবীরা ৷ অনেক সময় সঠিক আইনজীবী না পাওয়ায় সমস্যায় পড়তে হয় নাগরিকদের ৷ শুধুমাত্র অর্থের কারণে যাতে, আইনি পরিষেবা থেকে কোনওভাবেই 10 নম্বর বরো এলাকার মানুষ বঞ্চিত না হন, শেই লক্ষ্যেই এই পরিষেবা চালু করা হয়েছে ৷

কলকাতা, 3 জুন : গর্ভবতীদের জন্য কলকাতা পৌরনিগমের 10 নম্বর বরোয় চালু হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর ৷ 9748973085-এই নম্বর 24 ঘণ্টা খোলা থাকবে ৷ 10 নম্বর বরো চেয়ারপার্সন জুঁই বিশ্বাসের উদ্যোগে সেখানকার 12টি ওয়ার্ডের সন্তানসম্ভবাদের জন্য এই হেল্পলাইন চালু হয়েছে (24 Hours Helpline for Pregnant Women in Borough 10 of KMC) ৷ জানা গিয়েছে, সরাসরি ওই ফোন নম্বরে যোগাযোগ করলে গর্ববতীদের যে কোনও ধরনের সমস্যার সমাধান পাওয়া যাবে ৷ অ্যাম্বুলেন্স থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা, টেস্ট, বেডের ব্যবস্থা, ওষুধ এমনকি প্রয়োজনে গর্ভবতীর সঙ্গে বাড়ির লোক যেতে না পারলে, লোকবলের সাহায্য মিলবে ৷

এর পাশাপাশি আজ থেকে প্রতি শুক্রবার 10 নম্বর বরোর নাগরিকদের জন্য বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে ৷ বিকেল 5টা থেকে বরোর দফতরে প্রায় ঘণ্টাখানেক এই পরিষেবা পাওয়া যাবে ৷ সমস্যায় পড়লে মোটা টাকা খরচ করে ছুটতে হবে না কোনও আইনজীবীর চেম্বারে ৷ 10 নম্বর বরোয় এই পরিষেবার উদ্যোগ নিয়েছেন খোদ চেয়ারপার্সন জুঁই বিশ্বাস ৷ আইনি পরামর্শ দেবেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা ৷

24 Hours Helpline for Pregnant Women in Borough 10 of KMC
গর্ভবতীদের পরিষেবা দিতে 24 ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পৌরনিগমের 10 নম্বর বরো

আরও পড়ুন : COVID 19 Cause Pregnancy Risks : উপসর্গহীন কোভিডও গর্ভবতীদের জন্য় মারাত্মক হতে পারে: গবেষণা

জুঁই বিশ্বাস এ বিষয় জানান, এই বরোর অধীনে থাকা 12টি ওয়ার্ডের বাসিন্দারা এই পরিষেবা পাবেন ৷ সাধারণ মানুষের বহু আইনি সমস্যা থাকে ৷ যা একজন কাউন্সিলরের পক্ষে মেটানো সম্ভব নয় ৷ যেখানে বাড়িওয়ালা-ভাড়াটিয়া বিবাদ থেকে শুরু করে, অপরাধ সংক্রান্ত আইনি সমস্যা অনেক কিছুই থাকে ৷ সেই সব সমস্যার সমাধানের জন্য পরামর্শ দেবেন আইনজীবীরা ৷ অনেক সময় সঠিক আইনজীবী না পাওয়ায় সমস্যায় পড়তে হয় নাগরিকদের ৷ শুধুমাত্র অর্থের কারণে যাতে, আইনি পরিষেবা থেকে কোনওভাবেই 10 নম্বর বরো এলাকার মানুষ বঞ্চিত না হন, শেই লক্ষ্যেই এই পরিষেবা চালু করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.