কলকাতা, 12 ডিসেম্বর : পুরভোটের আগে জরুরি ভিত্তিতে কলকাতায় পা রাখল লখনউ পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। লালবাজার গুন্ডাদমন শাখার আধিকারিকদের সঙ্গে নিয়ে আনন্দপুর থানা এলাকা থেকে অভিযান চালিয়ে 21 জন বাংলাদেশি নাগরিককে আটক করল এটিএস (21 Bangladeshi citizens detained by Lucknow police ATS at Anandapur for trespassing)। তাদের মধ্যে একজন মানুষ পাচার চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে দাবি পুলিশের। যদিও এনিয়ে কলকাতা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক মুখ খুলতে চাননি। লালবাজার সূত্রে খবর, প্রয়োজনে আটক হওয়া 21 জন বাংলাদেশিকে লখনউ পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের হাতে তুলে দেওয়া হতে পারে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি লখনউ পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের গোয়েন্দাদের তরফে কলকাতা পুলিশের হেড কোয়ার্টারে যোগাযোগ করা হয় (Lucknow police ATS contacted Lalbazar recently)। পুরভোটের আগে শহরে জঙ্গি অনুপ্রবেশের খবর পেয়ে নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। লখনউ থেকে সেখানকার পুলিশের এটিএস পা রাখে কলকাতায়। এরপর যৌথ অভিযানে কলকাতা পুলিশ এবং লখনউ পুলিশের এটিএস হানা দেয় দক্ষিণ কলকাতার আনন্দপুরে। আনন্দপুর থানা এলাকায় গুলশান কলোনিতে এই দুইয়ের অভিযানে সাহায্য করে আনন্দপুর থানার পুলিশ।
আরও পড়ুন : KMC election 2021 : চিহ্নিত অতিস্পর্শকাতর এলাকা, পৌর নির্বাচনে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তৎপর লালবাজার
গুলশন কলোনির একটি মাদ্রাসায় হানা দেয় তারা ৷ মাদ্রাসার বেশ কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলেও তারা কোনও সদুত্তর দিতে পারেনি পুলিশকে। তাদের থেকে বৈধ কাগজপত্র এবং নাগরিকত্বের পরিচয় দেখতে চাওয়া হলে সেগুলিও দিতে পারেনি তারা। ঘটনাক্রমে জানা যায়, তারা প্রত্যেকেই বাংলাদেশি। কিছুদিন আগেই কলকাতায় অবৈধভাবে ঢুকেছে সকলে। এরপরই তড়িঘড়ি ওই 21 জনকে আটক করে কলকাতা পুলিশ।