ETV Bharat / city

Demand for Govt Teachers DA : সরকারি শিক্ষকদেরও মহার্ঘ্য ভাতার দাবিতে 20টি সংগঠনের প্রতিবাদ

author img

By

Published : Jun 6, 2022, 10:07 PM IST

সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকারি শিক্ষকদেরও মহার্ঘ্য ভাতা দেওয়ার দাবিতে এক হল 20টি সংগঠন (Demand for Govt Teachers DA) ৷

20 organisations protested for govt teachers DA
Demand for Govt Teachers DA

কলকাতা, 6 জুন : কলকাতা হাইকোর্টের রায় হওয়া সত্ত্বেও প্রাইমারি শিক্ষক-সহ বাকি সরকারি কর্মচারীদের ন্যায্য বকেয়া মহার্ঘ্য ভাতা দেওয়ার দাবিতে আজ 20টি সংগঠন একত্রিত হয়ে প্রতিবাদ জানায় (20 organisations protested for govt teachers DA)। নতুন কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে মহার্ঘ ভাতার ফারাক নিয়ে 2016 সালে মামলা করে তিনটি সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট, এমপ্লয়েজ সরকারি কর্মচারী পরিষদ ও ইউনিটি ফোরাম ।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 34 শতাংশ হারে ডিএ পায় । যদিও এই রাজ্যের কর্মচারী ও শিক্ষাকর্মী পায় তিন শতাংশ হারে । তাদের অভিযোগ, আদালত রাজ্য সরকারি কর্মচারীদের এআইসিপিআই মেনে 2009 জুলাই থেকে ভাতা দেওয়ার নির্দেশ দেয় । আবার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া 31 শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দেয় স্যাট । 2022 সালে হাইকোর্টের রায়ে জানানো সত্ত্বেও, এখনও দেওয়া হল না টাকা । আদালত তাই 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে বলেছে রাজ্য সরকারকে ।

আরও পড়ুন : Land for Data Center of Aadni : সিলিকন ভ্যালিতে আদানি গোষ্ঠীকে জমি দিচ্ছে রাজ্য

দ্রুত এই টাকা দেওয়া শুরু করতে হবে (Demand for Govt Teachers DA)। এদিন তারই দাবিতে সরকারি কর্মচারী-সহ সরকারি শিক্ষকদের 20টি সংগঠন একত্রে প্রতিবাদ জানিয়ে একটি সাংবাদিক বৈঠক করে । এই বিষয় নিয়ে শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, "অবিলম্বে সরকারি কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকাদের ন্যায্য মহার্ঘ্য ভাতা দেওয়া হোক । পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ নিয়ে স্কুলে স্কুলে কন্ট্রাক্টওয়াল নিয়োগ বন্ধ করতে হবে ।"

কলকাতা, 6 জুন : কলকাতা হাইকোর্টের রায় হওয়া সত্ত্বেও প্রাইমারি শিক্ষক-সহ বাকি সরকারি কর্মচারীদের ন্যায্য বকেয়া মহার্ঘ্য ভাতা দেওয়ার দাবিতে আজ 20টি সংগঠন একত্রিত হয়ে প্রতিবাদ জানায় (20 organisations protested for govt teachers DA)। নতুন কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে মহার্ঘ ভাতার ফারাক নিয়ে 2016 সালে মামলা করে তিনটি সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট, এমপ্লয়েজ সরকারি কর্মচারী পরিষদ ও ইউনিটি ফোরাম ।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 34 শতাংশ হারে ডিএ পায় । যদিও এই রাজ্যের কর্মচারী ও শিক্ষাকর্মী পায় তিন শতাংশ হারে । তাদের অভিযোগ, আদালত রাজ্য সরকারি কর্মচারীদের এআইসিপিআই মেনে 2009 জুলাই থেকে ভাতা দেওয়ার নির্দেশ দেয় । আবার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া 31 শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দেয় স্যাট । 2022 সালে হাইকোর্টের রায়ে জানানো সত্ত্বেও, এখনও দেওয়া হল না টাকা । আদালত তাই 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে বলেছে রাজ্য সরকারকে ।

আরও পড়ুন : Land for Data Center of Aadni : সিলিকন ভ্যালিতে আদানি গোষ্ঠীকে জমি দিচ্ছে রাজ্য

দ্রুত এই টাকা দেওয়া শুরু করতে হবে (Demand for Govt Teachers DA)। এদিন তারই দাবিতে সরকারি কর্মচারী-সহ সরকারি শিক্ষকদের 20টি সংগঠন একত্রে প্রতিবাদ জানিয়ে একটি সাংবাদিক বৈঠক করে । এই বিষয় নিয়ে শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, "অবিলম্বে সরকারি কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকাদের ন্যায্য মহার্ঘ্য ভাতা দেওয়া হোক । পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ নিয়ে স্কুলে স্কুলে কন্ট্রাক্টওয়াল নিয়োগ বন্ধ করতে হবে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.