কলকাতা, ১৫ এপ্রিল: রাজ্যে কোরোনায় আক্রান্ত আরও দুই চিকিৎসক ৷ শহরের দুই প্রান্তের দুই বেসরকারি হাসপাতালের চিকিৎসকের দেহে মিলল কোরোনা ভাইরাসের খোঁজ ৷ আক্রান্তদের মধ্যে একজন মিন্টোপার্কের কাছে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের সিনিয়র চিকিৎসক ও অপরজন নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ৷
12 এপ্রিল রাজ্যের তিনজন চিকিৎসকের কোরোনা আক্রান্ত হওয়ার খোঁজ আগেই মিলেছিল ৷ কাল এই দুই চিকিৎসকের নমুনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে ৷
মিন্টোপার্কের কাছে অবস্থিত বেসরকারি হাসপাতালের আক্রান্ত ওই চিকিৎসককে সল্টলেকে অবস্থিত অন্য একটি বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
গত ১২ এপ্রিল রাজ্যে COVID-19-এ আক্রান্ত তিন জন চিকিৎসকের মধ্যে একজন ছিলেন হাওড়া হাসপাতালের চিকিৎসক । অন্য একজন নিউটাউনে অবস্থিত বেসরকারি হাসপাতালের চিকিৎসক এবং দক্ষিণ কলকাতায় শরৎ বোস রোডে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের এক চিকিৎসক ।
নিউটাউনের বেসরকারি হাসপাতালের ওই চিকিৎসক আক্রান্ত হওয়ায় বাকি চিকিৎসকদের রাখা হয়েছিল রাজারহাটে অবস্থিত চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সেকেন্ড ক্যাম্পাসের কোয়ারানটাইনে । কাল COVID-19-এর সংক্রমণ ধরা পড়ার পরে তাঁকে সেখানকার আইসোলেশন রাখা হয়েছে ।
তবে মিন্টোপার্কের বেসরকারি হাসপাতালের আক্রান্ত ওই চিকিৎসক কোয়ারানটাইনে ছিলেন না বলেই জানা গিয়েছে ৷