ETV Bharat / city

কালীঘাটে দুই নাবালিকাকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আরও এক নাবালক - কলকাতা

দুই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় গতকাল পুলিশ কাজল ও এক নাবালককে গ্রেপ্তার করেছিল । আজ আরও এক নাবালককে গ্রেপ্তার করে ।

Rape case in kolkata
Rape case
author img

By

Published : Nov 30, 2019, 2:11 PM IST

কলকাতা, 30 নভেম্বর: বৃহস্পতিবার কালীঘাটে দুই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে ৷ অভিযুক্তদের একজন 23 বছরের যুবক । তার নাম কাজল । এছাড়া দুই নাবালক সেই ঘটনায় জড়িত বলে জানা যায় । গতকাল পুলিশ কাজল ও এক নাবালককে গ্রেপ্তার করেছিল । আজ আরও এক নাবালককে গ্রেপ্তার করে ।

অভিযোগ, গতকাল দুপুরে কাজল ও ওই দুই নাবালক কালীঘাট মন্দিরের সামনে থেকে দুই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় আদি গঙ্গার পাশে মা চণ্ডী আশ্রমে ৷ তারপর সেখানে তারা দুই নাবালিকাকে ধর্ষণ করে ৷ ধর্ষণের পর ওই দুই নাবালিকা কালীঘাট থানায় অভিযোগ দায়ের করে ৷ তদন্তে নেমে পুলিশ CCTV ফুটেজের সাহায্য নেয় ৷


CCTV ফুটেজের মাধ্যমে কাজল ও দুই নাবালককে শনাক্ত করে ৷ গতকাল কাজল সহ এক নাবালককে গ্রেপ্তার করে পুলিশ ৷ খোঁজ চলছিল আরও এক নাবালকের ৷ আজ তাকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা যায়, দুই নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হবে ৷ কাজলকে তোলা হবে আলিপুর আদালতে ৷

কলকাতা, 30 নভেম্বর: বৃহস্পতিবার কালীঘাটে দুই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে ৷ অভিযুক্তদের একজন 23 বছরের যুবক । তার নাম কাজল । এছাড়া দুই নাবালক সেই ঘটনায় জড়িত বলে জানা যায় । গতকাল পুলিশ কাজল ও এক নাবালককে গ্রেপ্তার করেছিল । আজ আরও এক নাবালককে গ্রেপ্তার করে ।

অভিযোগ, গতকাল দুপুরে কাজল ও ওই দুই নাবালক কালীঘাট মন্দিরের সামনে থেকে দুই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় আদি গঙ্গার পাশে মা চণ্ডী আশ্রমে ৷ তারপর সেখানে তারা দুই নাবালিকাকে ধর্ষণ করে ৷ ধর্ষণের পর ওই দুই নাবালিকা কালীঘাট থানায় অভিযোগ দায়ের করে ৷ তদন্তে নেমে পুলিশ CCTV ফুটেজের সাহায্য নেয় ৷


CCTV ফুটেজের মাধ্যমে কাজল ও দুই নাবালককে শনাক্ত করে ৷ গতকাল কাজল সহ এক নাবালককে গ্রেপ্তার করে পুলিশ ৷ খোঁজ চলছিল আরও এক নাবালকের ৷ আজ তাকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা যায়, দুই নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হবে ৷ কাজলকে তোলা হবে আলিপুর আদালতে ৷

Intro:
কলকাতা, 29 নভেম্বর: মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্ব। কালীঘাটে দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গতকাল এক যুবক সহ এক নাবালককে গ্রেপ্তার করেছিল পুলিশ। ঘটনায় আরও এক নাবালককে গ্রেপ্তার করা হল।



Body:
ঘটনা বৃহস্পতিবার দুপুরের। কাজল নামে 23 বছরের এক যুবকের সঙ্গে দুই নাবালক কালীঘাট মন্দিরের সামনে থেকে দুই নাবালিকাকে অপহরণ করে। অন্তত অভিযোগ তেমনটাই। অপহরণ করে তাদের নিয়ে যায় আদি গঙ্গার পাশে মা চন্ডী আশ্রমে। তারপর সেখানে তাদের ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের পর ওই দুই নাবালিকা সোজা কালীঘাট থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ সাহায্য নেয় সিসিটিভি ফুটেজের। দেখা যায় অভিযোগ সত্যি। ওই যুবকসহ নাবালকদের চিহ্নিত করে পুলিশ। গতকাল কাজল এবং এক নাবালককে গ্রেপ্তার করে পুলিশ। খোঁজ চলছিল আর এক নাবালকের।



Conclusion:আজ দ্বিতীয় নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে। কাজলকে তোলা হবে আলিপুর আদালতে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.