কলকাতা, 30 নভেম্বর: বৃহস্পতিবার কালীঘাটে দুই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে ৷ অভিযুক্তদের একজন 23 বছরের যুবক । তার নাম কাজল । এছাড়া দুই নাবালক সেই ঘটনায় জড়িত বলে জানা যায় । গতকাল পুলিশ কাজল ও এক নাবালককে গ্রেপ্তার করেছিল । আজ আরও এক নাবালককে গ্রেপ্তার করে ।
অভিযোগ, গতকাল দুপুরে কাজল ও ওই দুই নাবালক কালীঘাট মন্দিরের সামনে থেকে দুই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় আদি গঙ্গার পাশে মা চণ্ডী আশ্রমে ৷ তারপর সেখানে তারা দুই নাবালিকাকে ধর্ষণ করে ৷ ধর্ষণের পর ওই দুই নাবালিকা কালীঘাট থানায় অভিযোগ দায়ের করে ৷ তদন্তে নেমে পুলিশ CCTV ফুটেজের সাহায্য নেয় ৷
CCTV ফুটেজের মাধ্যমে কাজল ও দুই নাবালককে শনাক্ত করে ৷ গতকাল কাজল সহ এক নাবালককে গ্রেপ্তার করে পুলিশ ৷ খোঁজ চলছিল আরও এক নাবালকের ৷ আজ তাকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা যায়, দুই নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হবে ৷ কাজলকে তোলা হবে আলিপুর আদালতে ৷