কলকাতা, 11 এপ্রিল : একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল । জেনেরাল ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর মৃত্যুর পর জানা গেল রোগী COVID-19-এ আক্রান্ত হয়েছিলেন । নীলরতন সরকার মেডিকেল কলেজ অর্থাৎ NRS--এর পর এবার RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে । হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর পরে জানা যায়, রোগী COVID-19 -এ আক্রান্ত হয়েছিলেন । হাসপাতাল সূত্রে খবর, কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন অন্য এক রোগীরও মৃত্যু হয়েছে । তিনিও COVID-19-এ আক্রান্ত হয়েছিলেন ৷
RG কর মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, দুই রোগীর মৃত্যুর ঘটনায় কার্ডিওলজি এবং মেডিসিন বিভাগের ওয়ার্ড আপাতত বন্ধ রাখা হয়েছে । এই দুই ওয়ার্ড থেকে রোগীদের সরিয়ে জীবাণুমুক্ত করার কাজ চলছে । মৃত রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন যে সব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, তাঁদের কোয়ারান্টাইনে রাখা হচ্ছে । তাঁদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হবে । ওয়ার্ডের অন্য রোগীদের নমুনাও পরীক্ষার জন্য সংগ্রহ করা হবে ৷
NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনায় সেখানকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ মোট 79 জনকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে । সেই রোগীকে প্রথমে মেডিসিন বিভাগের ওয়ার্ডে রাখা হয়েছিল । পরে তাঁকে CCU-তে রাখা হয় । এই রোগীর মৃত্যুর পরে জানা যায় তিনি COVID-19 - এ আক্রান্ত হয়েছিলেন ।
কয়েকদিন আগে RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে COVID-19 - এ আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছিল । মৃত্যুর পরে জানা যায় এই রোগীর COVID-19 পজ়িটিভ । তবে, এই রোগী আইসোলেশন ওয়ার্ডেই ছিলেন । এ বার সেই RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে, কোরোনা আক্রান্ত ছিলেন তাঁরা, একথা মৃত্যুর পর জানা গেছে । NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো এই দুই রোগী RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জেনেরাল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ।
দুই রোগীর মৃত্যুর ঘটনায় RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি এবং মেডিসিন ওয়ার্ডের রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ আজ ওই দুই ওয়ার্ডে জীবাণুমুক্ত করার কাজ হয় । সূত্রের খবর, এই দুই রোগীর চিকিৎসার সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে । সূত্রের খবর, মেডিসিন বিভাগের ওয়ার্ডের রোগীর মৃত্যুর ঘটনায় সেখানকার চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে 15 জনকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে । তাঁদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে । ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন 10 জন রোগী ৷ তাঁদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে । ওই দুই রোগী মৃত্যুর ঘটনায় কোয়ারান্টাইনে পাঠানো চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে । গোটা বিষয় খতিয়ে দেখছে স্বাস্থ্যভবন । ওই দুই রোগী মৃত্যুর বিষয়ে RG কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি । তবে, সূত্রের খবর, কার্ডিওলজি এবং মেডিসিন বিভাগের ওই দুই ওয়ার্ড আগামী সোমবার আবার চালু করা সম্ভব হবে বলে আশায় রয়েছে কর্তৃপক্ষ ।