কলকাতা, 17 জুন: রাজ্যে নতুন করে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস (Cops of KP Corona Positive)। বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ এ বার সংক্রমণ ছড়াল কলকাতা পুলিশেও ৷ কোভিডে আক্রান্ত হলেন কলকাতা পুলিশের দুই কর্মচারী । তাঁদের কোভিড রিপোর্ট পজিটিভি এসেছে (Corona in West Bengal)৷
এই দুই পুলিশ কর্মীর মধ্যে একজন বুস্টার ডোজ ইতিমধ্যেই নিয়েছেন বলে লালবাজার সূত্রের খবর । তাঁদের মধ্যে একজন কালীগঞ্জ থানার কনস্টেবল, অপরজন আলিপুর বডি লাইনের কনস্টেবল । বর্তমানে এই দুই পুলিশ কর্মী আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন লালবাজারের এক শীর্ষ কর্তা ।
2020 সালে যখন করোনাভাইরাসের প্রকোপ মারাত্মক আকার নেয়, সেই সময় কলকাতা পুলিশের মোট 6 হাজার 200 জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন । তাছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একাধিক পুলিশকর্মীর মৃত্যু পর্যন্ত হয়েছিল (cops of Kolkata police test positive for Coronavirus)।
আরও পড়ুন: Corona Update in Bengal : 2 শতাংশের উপরেই রাজ্যে করোনা সংক্রমণের হার, আক্রান্ত আরও 198
সেই সময়ে বিভিন্ন নির্দেশিকা জারি করেছিল লালবাজার । পাশাপাশি পুলিশকর্মীদের ডিউটির ক্ষেত্রেও একাধিক বাধ্যবাধকতা তৈরি করা হয়েছিল । তবে ধীরে ধীরে করোনার প্রকোপ কমায় সেই সমস্ত বিধি-নিষেধ প্রায় তুলে নেওয়া হয়েছিল । কিন্তু সম্প্রতি রাজ্যে ফের নতুন করে চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস ৷ আগাম ব্যবস্থা নিতে ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্য সরকার একাধিক বৈঠক করেছে ৷