ETV Bharat / city

Bhowanipore Double Murder case : ভবানীপুর জোড়া খুন কাণ্ডে ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজত

ভবানীপুর জোড়া খুনের ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে (Three people arrested)৷ পুলিশের দাবি, এক আত্মীয়ের ষড়যন্ত্রেই প্রাণ খোয়াতে হয় ওই দম্পতিকে ৷ রীতিমতো পরিকল্পনা করে খুন করা হয় তাঁদের (Bhowanipore Double Murder case)৷

14 days police custody of accused in Bhowanipore Double Murder case
Bhowanipore Double Murder case
author img

By

Published : Jun 9, 2022, 8:58 PM IST

কলকাতা, 9 জুন : ভবানীপুর গুজরাতি দম্পতি খুনের ঘটনায় ধৃত তিনজনকে আজ আলিপুর পুলিশ আদালতে পেশ করা হয় (Bhowanipore Gujarati Couple Murder)। সেখানেই বিচারক তাদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

ধৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তকারীরা জানতে পেরেছেন, এই ঘটনায় আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে । পুলিশের অনুমান, অভিযুক্তরা ঘটনার দিন প্রথম ভবানীপুর থেকে বাস বা ট্যাক্সি করে লিলুয়ায় যায় ৷ এরপর সেখান থেকে যায় হাওড়ার শালিমার স্টেশন ৷ তারপর তারা ট্রেন ধরে ভিন রাজ্যে পাড়ি দেয় । ইতিমধ্যেই বিহার, ওড়িশা এবং গুজরাতের পুলিশের সঙ্গে যোগাযোগ করছে লালবাজারের গোয়েন্দারা । ফলে এদিন আদালতে পুলিশের তরফ থেকে দাবি করা হয় যে এই ঘটনায় অন্যান্য অভিযুক্ত বর্তমানে পলাতক । ধৃতদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় ফলে তাদের পুলিশ-হেফাজত দেওয়া হোক । এরপরই 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত (14 days police custody of accused in Bhowanipore Double Murder case)।

এই ঘটনায় ইতিমধ্যেই সুবোধ কুমার সিং, যতীন মেহতা এবং রত্নাকর নাথ নামে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে । কিন্তু পুলিশ কমিশনার বিনীত গোয়েল-এর দাবি, এই ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্ত অধরা । ফলে তাকে গ্রেফতারের জন্য ইতিমধ্যেই ভিন রাজ্যের পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে । ভবানীপুর জোড়া খুন কাণ্ডে মৃত গুজরাতি দম্পতির শ্বশুরবাড়ির দূরসম্পর্কের আত্মীয় ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে ।

আরও পড়ুন : Bhowanipore Gujarati Couple Murder: পরিকল্পনা করেই খুন গুজরাতি দম্পতি, জানালেন নগরপাল

পুলিশের তদন্তে জানা গিয়েছে, অশোক শাহ 2019 সালে মূল অভিযুক্তের ভাইকে এক লক্ষ টাকা ধার দিয়েছিলেন । কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মূল অভিযুক্তের সেই ভাই মারা যান । ফলে টাকা পরিশোধ করার জন্য অশোক শাহ মূল অভিযুক্তকে ক্রমাগত চাপ দিচ্ছিল । ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে আগ্নেয়াস্ত্র এবং ধারাল ছুরি নিয়ে অশোক শাহের বাড়িতে আসে অভিযুক্তরা । এরপরই এই খুনের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে ।

কলকাতা, 9 জুন : ভবানীপুর গুজরাতি দম্পতি খুনের ঘটনায় ধৃত তিনজনকে আজ আলিপুর পুলিশ আদালতে পেশ করা হয় (Bhowanipore Gujarati Couple Murder)। সেখানেই বিচারক তাদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

ধৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তকারীরা জানতে পেরেছেন, এই ঘটনায় আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে । পুলিশের অনুমান, অভিযুক্তরা ঘটনার দিন প্রথম ভবানীপুর থেকে বাস বা ট্যাক্সি করে লিলুয়ায় যায় ৷ এরপর সেখান থেকে যায় হাওড়ার শালিমার স্টেশন ৷ তারপর তারা ট্রেন ধরে ভিন রাজ্যে পাড়ি দেয় । ইতিমধ্যেই বিহার, ওড়িশা এবং গুজরাতের পুলিশের সঙ্গে যোগাযোগ করছে লালবাজারের গোয়েন্দারা । ফলে এদিন আদালতে পুলিশের তরফ থেকে দাবি করা হয় যে এই ঘটনায় অন্যান্য অভিযুক্ত বর্তমানে পলাতক । ধৃতদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় ফলে তাদের পুলিশ-হেফাজত দেওয়া হোক । এরপরই 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত (14 days police custody of accused in Bhowanipore Double Murder case)।

এই ঘটনায় ইতিমধ্যেই সুবোধ কুমার সিং, যতীন মেহতা এবং রত্নাকর নাথ নামে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে । কিন্তু পুলিশ কমিশনার বিনীত গোয়েল-এর দাবি, এই ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্ত অধরা । ফলে তাকে গ্রেফতারের জন্য ইতিমধ্যেই ভিন রাজ্যের পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে । ভবানীপুর জোড়া খুন কাণ্ডে মৃত গুজরাতি দম্পতির শ্বশুরবাড়ির দূরসম্পর্কের আত্মীয় ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে ।

আরও পড়ুন : Bhowanipore Gujarati Couple Murder: পরিকল্পনা করেই খুন গুজরাতি দম্পতি, জানালেন নগরপাল

পুলিশের তদন্তে জানা গিয়েছে, অশোক শাহ 2019 সালে মূল অভিযুক্তের ভাইকে এক লক্ষ টাকা ধার দিয়েছিলেন । কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মূল অভিযুক্তের সেই ভাই মারা যান । ফলে টাকা পরিশোধ করার জন্য অশোক শাহ মূল অভিযুক্তকে ক্রমাগত চাপ দিচ্ছিল । ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে আগ্নেয়াস্ত্র এবং ধারাল ছুরি নিয়ে অশোক শাহের বাড়িতে আসে অভিযুক্তরা । এরপরই এই খুনের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.