কলকাতা, 19 মে: একদিনে রাজ্যে নতুন করে কোরোনা সংক্রমিত হলেন 136 জন ৷ আজকের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 2961 ৷ গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ছয়জন ৷
একলাফে ফের বাড়ল রাজ্যে আক্রান্তের সংখ্যা ৷ তিন হাজারের দোরগোড়ায় দাঁড়িয়ে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ কোরোনা ভাইরাসে আজ রাজ্যে ফের আক্রান্ত হলেন 136 জন ৷ অন্যদিকে বেড়েছে মৃতের সংখ্যাও ৷ আজ ছয়জনের মৃত্যু নিয়ে রাজ্যে কোরোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছাল 184 ৷ কো-মর্ডিবিটিতে মৃত্যু হয়েছে 72 জনের ৷
আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 68 জন কোরোনা আক্রান্ত ৷ বর্তমানে রাজ্যে অ্যাকটিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 1699 ৷ রাজ্যে কোরোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার 36.27 শতাংশ ৷
আজ মোট 8712টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে রাজ্যের বিভিন্ন ল্যাবে ৷ কোরোনা ভাইরাস নির্ণয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট এক লাখ 2282টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে ৷
রাজ্যে 69টি হাসপাতাল কেবল কোরোনা চিকিৎসার জন্য চিহ্নিত করা হয়েছে ৷ এরমধ্যে 16টি সরকারি হাসপাতাল ও 53টি বেসরকারি হাসপাতালে কোরোনা আক্রান্তদের চিকিৎসা চলছে ৷