ETV Bharat / city

University of Calcutta Result : কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকেও 100 শতাংশ পাশ - University of Calcutta Result : কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ফল প্রকাশ, পাশ 100 শতাংশ

কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) স্নাতকের ফলাফল প্রকাশিত হল এদিন ৷ 100 শতাংশ পরীক্ষার্থীই পাশ করেছেন বলে জানা যাচ্ছে ৷ বিশ্ববদ্যালয়ের দু'টি ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছে ৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ফল প্রকাশ
কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ফল প্রকাশ
author img

By

Published : Aug 31, 2021, 5:19 PM IST

কলকাতা, 31 অগস্ট : প্রকাশিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) স্নাতকের ফলাফল । মাধ্যমিক উচ্চমাধ্যমিকের মতো এখানেও পাশের হার 100 শতাংশ । বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (University Grants Commission- UGC) ও উচ্চশিক্ষা দফতরের নির্দেশ অনুসারেই মঙ্গলবার স্নাতকের ফল প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয় ।

বিএ (BA), বিএসসি (BSc), বিকম অনার্স (BCom), জেনারেল ও মেজরের ষষ্ঠ সেমেস্টারের ফল প্রকাশিত হল এদিন । যে পরীক্ষার্থীরা 1+1+1 পদ্ধতিতে পরীক্ষা দিয়েছেন তাঁদেরও ফল প্রকাশ হল আজ ৷ অনলাইনে প্রায় 1 লক্ষ পরীক্ষার্থীর ফল প্রকাশিত হয়েছে । আজ স্নাতকোত্তরের 68টি বিভাগেরই ফল প্রকাশ হয়েছে ।

এদিন বিকেল থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফলাফল ৷ যে ওয়েবসাইটগুলি থেকে ফলাফল দেখা যাচ্ছে সেগুলি হল থেকে- www.wbresults.nic.in এবং www.exametc.com । পরীক্ষার্থীদের নিজেদের রোল নম্বর দিয়ে দেখতে হবে রেজাল্ট । আগামিকাল অর্থাৎ বুধবার থেকে কলেজগুলিকে মার্কশিট দেওয়া হবে । করোনাকালে সংক্রমণ এড়াতে এই বছর পরীক্ষা হয়েছে অনলাইনে ।

গতবার এক সঙ্গে লক্ষ লক্ষ পরীক্ষার্থী ফলাফল দেখতে সাইটে লগ ইন করেছিলেন বলে কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল ৷ তবে এইবার সেই বিষয়ে আগেভাগেই সতর্কতা অবলম্বন করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "করোনাকালে সিবিএসই (CBSE) যে ভাবে ফল প্রকাশ করেছিল, সেই পদ্ধতি মেনেই এই প্রথম ফল প্রকাশিত হল । পুরো প্রক্রিয়াটাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জর মতো ছিল ।"

আরও পড়ুন : Calcutta University result : আজ প্রকাশিত হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ফল

কলকাতা, 31 অগস্ট : প্রকাশিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) স্নাতকের ফলাফল । মাধ্যমিক উচ্চমাধ্যমিকের মতো এখানেও পাশের হার 100 শতাংশ । বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (University Grants Commission- UGC) ও উচ্চশিক্ষা দফতরের নির্দেশ অনুসারেই মঙ্গলবার স্নাতকের ফল প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয় ।

বিএ (BA), বিএসসি (BSc), বিকম অনার্স (BCom), জেনারেল ও মেজরের ষষ্ঠ সেমেস্টারের ফল প্রকাশিত হল এদিন । যে পরীক্ষার্থীরা 1+1+1 পদ্ধতিতে পরীক্ষা দিয়েছেন তাঁদেরও ফল প্রকাশ হল আজ ৷ অনলাইনে প্রায় 1 লক্ষ পরীক্ষার্থীর ফল প্রকাশিত হয়েছে । আজ স্নাতকোত্তরের 68টি বিভাগেরই ফল প্রকাশ হয়েছে ।

এদিন বিকেল থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফলাফল ৷ যে ওয়েবসাইটগুলি থেকে ফলাফল দেখা যাচ্ছে সেগুলি হল থেকে- www.wbresults.nic.in এবং www.exametc.com । পরীক্ষার্থীদের নিজেদের রোল নম্বর দিয়ে দেখতে হবে রেজাল্ট । আগামিকাল অর্থাৎ বুধবার থেকে কলেজগুলিকে মার্কশিট দেওয়া হবে । করোনাকালে সংক্রমণ এড়াতে এই বছর পরীক্ষা হয়েছে অনলাইনে ।

গতবার এক সঙ্গে লক্ষ লক্ষ পরীক্ষার্থী ফলাফল দেখতে সাইটে লগ ইন করেছিলেন বলে কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল ৷ তবে এইবার সেই বিষয়ে আগেভাগেই সতর্কতা অবলম্বন করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "করোনাকালে সিবিএসই (CBSE) যে ভাবে ফল প্রকাশ করেছিল, সেই পদ্ধতি মেনেই এই প্রথম ফল প্রকাশিত হল । পুরো প্রক্রিয়াটাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জর মতো ছিল ।"

আরও পড়ুন : Calcutta University result : আজ প্রকাশিত হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ফল

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.