ETV Bharat / city

ফিল্মি ডায়লগে মনোনয়ন জমা হিরনের - বিধানসভা ভোট 2021

খড়গপুর সদর 224 নম্বর বিধানসভা কেন্দ্রে মনোনয়ন দাখিল করলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় । মূলত হিরণ কে কেন্দ্র করে বিভিন্ন জল্পনা চলছিল রেল শহর খড়গপুরে । জয়ের বিষয়ে আশাবাদী হিরণ বলেন, বিজেপি গত লোকসভা নির্বাচনে এখানে জিতে গিয়েছেন । এখন শুধু 2 মে এর অপেক্ষামাত্র ।

ফিল্মি ডায়লগে মনোনয়ন জমা হিরনের
ফিল্মি ডায়লগে মনোনয়ন জমা হিরনের
author img

By

Published : Mar 12, 2021, 7:39 PM IST

খড়গপুর, 12 মার্চ : রাজনীতির মাঠে এখন চাঁদের হাট । বিজেপির ব্রিগেড মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তী হোক, কিনবা তৃণমূলের প্রচারে গিয়ে অভিনেত্রী সায়ন্তিকা । প্রচারে নেমে সবাই ফিল্মি কায়দায় সিনেমার ডায়লগ দিয়ে জনগণের মন জয় করতে চাইছেন । আর সেই পথেই হাঁটলেন হিরণ চট্টোপাধ্যায় । রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে মনোনয়ন জমা দিতে এলেন বিজেপির খড়গপুরের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় । মনোনয়ন জমার পর সাংবাদিকদের জানান, "এখানে তৃণমূল মারবে যত বাড়বে তত দেখ তাকিয়ে আছে কত শ্রী রামের ভক্ত" ।

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খড়গপুর সদর 224 নম্বর বিধানসভা কেন্দ্রে মনোনয়ন দাখিল করলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় । মূলত হিরণ কে কেন্দ্র করে বিভিন্ন জল্পনা চলছিল রেল শহর খড়গপুরে । সেই সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের বিরুদ্ধে খড়গপুরে লড়াই করতে নামলেন হিরণ । এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর হাত ধরে পদযাত্রা করে খড়গপুর প্রদর্শন করে অভিনেতা । এরপরই মহকুমা দফতরে এসে মনোনয়ন জমা দেন হিরণ । প্রসঙ্গত রেল শহর খড়গপুর সদর বিধানসভা আসনের প্রার্থী হিসেবে রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের নাম উঠে আসছিল বারবার । একই সঙ্গে জল্পনা ছিল তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী এবং বিজেপি রাজ্য সম্পাদক তুষার মুখার্জির নামও । এছাড়াও ব্রিগেডের পর মিঠুন চক্রবর্তীর নামও উঠে আসছিল এই আসনের জন্য । তবে শেষ পর্যন্ত হিরণের নামেই সিলমোহর দেয় বিজেপি । যদিও তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার এখানে শুধু ‘ভূমিপুত্র’ ই নন একেবারে ‘ঘরের ছেলে, কাজের ছেলে’ হিসাবে পরিচিত । স্বাভাবিকভাবেই হিরণ কিংবা বিজেপির পক্ষে লড়াই রীতিমতো কঠিন হবে তা বলাই বাহুল্য !

ফিল্মি ডায়লগে মনোনয়ন জমা হিরনের

আরও পড়ুন : প্রধানমন্ত্রী খোঁজ নেননি আহত মমতার, সাংবাদিক সম্মেলনে সরব পার্থ

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন হিরণ চট্টোপাধ্যায় । জয়ের বিষয়ে আশাবাদী হিরণ বলেন, বিজেপি গত লোকসভা নির্বাচনে এখানে জিতে গিয়েছেন । এখন শুধু 2 মে এর অপেক্ষামাত্র । এদিন তিনি বলেন, 'মারবি যত ঝরবে তত,দেখ এখানে কত আছে শ্রী রামের ভক্ত ।" এছাড়াও রাজ্য নিয়ে তিনি বলেন, "এখানে কোনও কাজ নেই । এখানে সব ছেলেমেয়েরা পড়াশোনা করে বাইরে চলে যায় কাজের জন্য । তাই এখানে উন্নয়ন করতে এবং উন্নততর রাজ্য করতে বিজেপিকে দরকার ।" তবে সূত্রের খবর হিরণের প্রচারে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ফলে এই লড়াই যে কঠিন হবে তা নিঃসন্দেহে বলা যায় ।

খড়গপুর, 12 মার্চ : রাজনীতির মাঠে এখন চাঁদের হাট । বিজেপির ব্রিগেড মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তী হোক, কিনবা তৃণমূলের প্রচারে গিয়ে অভিনেত্রী সায়ন্তিকা । প্রচারে নেমে সবাই ফিল্মি কায়দায় সিনেমার ডায়লগ দিয়ে জনগণের মন জয় করতে চাইছেন । আর সেই পথেই হাঁটলেন হিরণ চট্টোপাধ্যায় । রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে মনোনয়ন জমা দিতে এলেন বিজেপির খড়গপুরের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় । মনোনয়ন জমার পর সাংবাদিকদের জানান, "এখানে তৃণমূল মারবে যত বাড়বে তত দেখ তাকিয়ে আছে কত শ্রী রামের ভক্ত" ।

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খড়গপুর সদর 224 নম্বর বিধানসভা কেন্দ্রে মনোনয়ন দাখিল করলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় । মূলত হিরণ কে কেন্দ্র করে বিভিন্ন জল্পনা চলছিল রেল শহর খড়গপুরে । সেই সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের বিরুদ্ধে খড়গপুরে লড়াই করতে নামলেন হিরণ । এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর হাত ধরে পদযাত্রা করে খড়গপুর প্রদর্শন করে অভিনেতা । এরপরই মহকুমা দফতরে এসে মনোনয়ন জমা দেন হিরণ । প্রসঙ্গত রেল শহর খড়গপুর সদর বিধানসভা আসনের প্রার্থী হিসেবে রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের নাম উঠে আসছিল বারবার । একই সঙ্গে জল্পনা ছিল তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী এবং বিজেপি রাজ্য সম্পাদক তুষার মুখার্জির নামও । এছাড়াও ব্রিগেডের পর মিঠুন চক্রবর্তীর নামও উঠে আসছিল এই আসনের জন্য । তবে শেষ পর্যন্ত হিরণের নামেই সিলমোহর দেয় বিজেপি । যদিও তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার এখানে শুধু ‘ভূমিপুত্র’ ই নন একেবারে ‘ঘরের ছেলে, কাজের ছেলে’ হিসাবে পরিচিত । স্বাভাবিকভাবেই হিরণ কিংবা বিজেপির পক্ষে লড়াই রীতিমতো কঠিন হবে তা বলাই বাহুল্য !

ফিল্মি ডায়লগে মনোনয়ন জমা হিরনের

আরও পড়ুন : প্রধানমন্ত্রী খোঁজ নেননি আহত মমতার, সাংবাদিক সম্মেলনে সরব পার্থ

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন হিরণ চট্টোপাধ্যায় । জয়ের বিষয়ে আশাবাদী হিরণ বলেন, বিজেপি গত লোকসভা নির্বাচনে এখানে জিতে গিয়েছেন । এখন শুধু 2 মে এর অপেক্ষামাত্র । এদিন তিনি বলেন, 'মারবি যত ঝরবে তত,দেখ এখানে কত আছে শ্রী রামের ভক্ত ।" এছাড়াও রাজ্য নিয়ে তিনি বলেন, "এখানে কোনও কাজ নেই । এখানে সব ছেলেমেয়েরা পড়াশোনা করে বাইরে চলে যায় কাজের জন্য । তাই এখানে উন্নয়ন করতে এবং উন্নততর রাজ্য করতে বিজেপিকে দরকার ।" তবে সূত্রের খবর হিরণের প্রচারে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ফলে এই লড়াই যে কঠিন হবে তা নিঃসন্দেহে বলা যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.