খড়গপুর, 9 ডিসেম্বর : "আজকে পিঁয়াজের দাম কেজি প্রতি 140 টাকা ৷ পিঁয়াজ হল কেন্দ্রীয় সরকারের বিষয় ৷ কিন্তু কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার ? ক'টা মিটিং করেছে ? আজকে আলুর দাম যখন বাড়ে, আমরা ভর্তুকির ব্যবস্থা করি ৷" আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে প্রশাসনিক সভা থেকে পিঁয়াজের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
তিনি বলেন, "বাংলায় পিঁয়াজের চাষ হত না ৷ আমরা সেখানে আজ পিঁয়াজের উৎপাদন 6 লাখ মেট্রিক টনে নিয়ে গেছি ৷ রাজ্যের সব জায়গায় পিঁয়াজ হয় না ৷ আমরা আগামীদিনে বাকি জায়গাতেও চাষের ব্যবস্থা করব ৷ যতক্ষণ না হচ্ছে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি করেছি ৷ আমাদের 200 মেট্রিক টন পিঁয়াজ দেওয়ার কথা ছিল ৷ 10 মেট্রিক টন দিয়েছে ৷ আরও 10 মেট্রিক টন দিয়েছিল, সেটা পচা ৷ অর্থাৎ আমি আরও 180 মেট্রিক টন পাই ৷ আমি তা পাইনি এখনও ৷ "
তিনি আরও বলেন, "তা সত্ত্বেও আমরা একমাত্র রাজ্য কেজি প্রতি 50 টাকা করে ভর্তুকি দিচ্ছি ৷ আজ পর্যন্ত 800টি দোকান পাচ্ছে ৷ কাল থেকে সংখ্যাটা আরও বেশি হবে ৷ 1100টি দোকান পাবে ৷ আমরা কেজি প্রতি 59 টাকা দামে জনসাধারণকে পিঁয়াজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷ CPI(M)-এর 50 হাজার কোটি টাকার দেনা শোধ করেও আমরা উন্নয়ন করেছি ৷ আমরা আরও অনেক কাজ করব ৷ "