ETV Bharat / city

কেন্দ্রের বিষয় সত্ত্বেও কেজি প্রতি পিঁয়াজে ভর্তুকি দিচ্ছে রাজ্য : মমতা

আজ খড়গপুরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের তরফে প্রতি কেজি পিঁয়াজে 50 টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছে ৷ সেইসঙ্গে কেজি প্রতি 59 টাকা দরে সাধারণ মানুষকে পিঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷

per kg onion at rupees 59 sold by state government said Mamata Banerjee
মমতা ব্যানার্জি
author img

By

Published : Dec 9, 2019, 10:10 PM IST

Updated : Dec 10, 2019, 12:00 AM IST

খড়গপুর, 9 ডিসেম্বর : "আজকে পিঁয়াজের দাম কেজি প্রতি 140 টাকা ৷ পিঁয়াজ হল কেন্দ্রীয় সরকারের বিষয় ৷ কিন্তু কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার ? ক'টা মিটিং করেছে ? আজকে আলুর দাম যখন বাড়ে, আমরা ভর্তুকির ব্যবস্থা করি ৷" আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে প্রশাসনিক সভা থেকে পিঁয়াজের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তিনি বলেন, "বাংলায় পিঁয়াজের চাষ হত না ৷ আমরা সেখানে আজ পিঁয়াজের উৎপাদন 6 লাখ মেট্রিক টনে নিয়ে গেছি ৷ রাজ্যের সব জায়গায় পিঁয়াজ হয় না ৷ আমরা আগামীদিনে বাকি জায়গাতেও চাষের ব্যবস্থা করব ৷ যতক্ষণ না হচ্ছে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি করেছি ৷ আমাদের 200 মেট্রিক টন পিঁয়াজ দেওয়ার কথা ছিল ৷ 10 মেট্রিক টন দিয়েছে ৷ আরও 10 মেট্রিক টন দিয়েছিল, সেটা পচা ৷ অর্থাৎ আমি আরও 180 মেট্রিক টন পাই ৷ আমি তা পাইনি এখনও ৷ "

দেখুন ভিডিয়ো...

তিনি আরও বলেন, "তা সত্ত্বেও আমরা একমাত্র রাজ্য কেজি প্রতি 50 টাকা করে ভর্তুকি দিচ্ছি ৷ আজ পর্যন্ত 800টি দোকান পাচ্ছে ৷ কাল থেকে সংখ্যাটা আরও বেশি হবে ৷ 1100টি দোকান পাবে ৷ আমরা কেজি প্রতি 59 টাকা দামে জনসাধারণকে পিঁয়াজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷ CPI(M)-এর 50 হাজার কোটি টাকার দেনা শোধ করেও আমরা উন্নয়ন করেছি ৷ আমরা আরও অনেক কাজ করব ৷ "

খড়গপুর, 9 ডিসেম্বর : "আজকে পিঁয়াজের দাম কেজি প্রতি 140 টাকা ৷ পিঁয়াজ হল কেন্দ্রীয় সরকারের বিষয় ৷ কিন্তু কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার ? ক'টা মিটিং করেছে ? আজকে আলুর দাম যখন বাড়ে, আমরা ভর্তুকির ব্যবস্থা করি ৷" আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে প্রশাসনিক সভা থেকে পিঁয়াজের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তিনি বলেন, "বাংলায় পিঁয়াজের চাষ হত না ৷ আমরা সেখানে আজ পিঁয়াজের উৎপাদন 6 লাখ মেট্রিক টনে নিয়ে গেছি ৷ রাজ্যের সব জায়গায় পিঁয়াজ হয় না ৷ আমরা আগামীদিনে বাকি জায়গাতেও চাষের ব্যবস্থা করব ৷ যতক্ষণ না হচ্ছে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি করেছি ৷ আমাদের 200 মেট্রিক টন পিঁয়াজ দেওয়ার কথা ছিল ৷ 10 মেট্রিক টন দিয়েছে ৷ আরও 10 মেট্রিক টন দিয়েছিল, সেটা পচা ৷ অর্থাৎ আমি আরও 180 মেট্রিক টন পাই ৷ আমি তা পাইনি এখনও ৷ "

দেখুন ভিডিয়ো...

তিনি আরও বলেন, "তা সত্ত্বেও আমরা একমাত্র রাজ্য কেজি প্রতি 50 টাকা করে ভর্তুকি দিচ্ছি ৷ আজ পর্যন্ত 800টি দোকান পাচ্ছে ৷ কাল থেকে সংখ্যাটা আরও বেশি হবে ৷ 1100টি দোকান পাবে ৷ আমরা কেজি প্রতি 59 টাকা দামে জনসাধারণকে পিঁয়াজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷ CPI(M)-এর 50 হাজার কোটি টাকার দেনা শোধ করেও আমরা উন্নয়ন করেছি ৷ আমরা আরও অনেক কাজ করব ৷ "

Intro:পেঁয়াজ সেন্টাল গভমেন্টের সাবজেক্ট ,আমার কিছু করার নেই, আলু হলে আমি তার সাবসিটির ব্যবস্থা করেছিলাম বক্তা মমতা ব্যানার্জি পাশাপাশি তিনি বলেন আগে মেদিনীপুরে শুধু নর কঙ্কাল এর দেখা যেত আমরা এসে সমস্ত ব্যবস্থার আমূল পরিবর্তন করিয়েছি উন্নয়ন দিয়ে ,এখনো পর্যন্ত সিপিএমের করা 50 হাজার কোটি টাকা কেটে নিয়ে সেন্ট্রাল গভমেন্ট আমাদের কাছে তার পরেও আমরা উন্নয়ন করছি ।



Body:পেঁয়াজ সেন্টাল গভমেন্টের সাবজেক্ট ,আমার কিছু করার নেই, আলু হলে আমি তার সাবসিটির ব্যবস্থা করেছিলাম বক্তা মমতা ব্যানার্জি পাশাপাশি তিনি বলেন আগে মেদিনীপুরে শুধু নর কঙ্কাল এর দেখা যেত আমরা এসে সমস্ত ব্যবস্থার আমূল পরিবর্তন করিয়েছি উন্নয়ন দিয়ে ,এখনো পর্যন্ত সিপিএমের করা 50 হাজার কোটি টাকা কেটে নিয়ে সেন্ট্রাল গভমেন্ট আমাদের কাছে তার পরেও আমরা উন্নয়ন করছি ।



রাজ্যের তিনটি উপ নির্বাচনে তৃণমূলের জয়জয়কার হয় তার মধ্যে অন্যতম রেল শহর খড়গপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার জিতে যাওয়ায় ব্যাপক খুশি তৃণমূল নেত্রী । বিশেষ করে এখানে বিধানসভার বিধায়ক ছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গতবারে । কিন্তু তিনি সাংসদ হিসেবে 2019 সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে যায় । সেই সিটে উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝাঁ কে 21 হাজার ভোটে পরাজিত করে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার । তাই খড়গপুর মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য খড়গপুর গিরি ময়দান রাবণ পুড়ার মাঠে সভা করতে এলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি । এ দিন তিনি নির্ধারিত সময় খড়গপুর সভা স্থলে পৌঁছে যান । প্রথম থেকেই তিনি বক্তব্য রাখতে শুরু করেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে । বিশেষ করে পেঁয়াজের ক্রমবর্ধমান দাম বাড়ার বিরোধিতা করেন তিনি । তিনি বলেন পিঁয়াজ কেন্দ্র সরকারের সাবজেক্ট ,কেন্দ্র সরকার পিঁয়াজের দাম কমাতে ব্যর্থ । তাই আজ দেড়শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ । আলু হলে আমরা তার সাবসিটি দিয়ে বিক্রি করার ব্যবস্থা করেছিলাম । জনগণের কষ্টে উপশম করেছিলাম আমরা কিন্তু কেন্দ্র সরকার পেঁয়াজের দাম কমাতে পাশাপাশি জনগণকে উপকৃত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ । আমরা রাজ্যের অনেকখানি চেষ্টা করছি বিশেষ করে আমরা 800 স্টল তৈরি করেছি যেখানে 59 টাকা দরে পেঁয়াজ বিক্রি করব । এখন 800 থাকলেও আগামী দিনে 1100 স্টলে পরিণত হবে । সেখান থেকে আমরা 59 টাকা কেজি দরে পেঁয়াজ জনসাধারণকে দেব । আমরা পেঁয়াজ চাষ করার ব্যবস্থা করে নিয়েছি । আমরা ছয় মেট্রিকটন পেঁয়াজ চাষ করেছি এবছর । এরপর তিনি রাজ্যের উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন বিগত বামফ্রন্ট সরকার শুধু রাজ্যকে নয় এই জেলাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল । যেখানে তাকাতাম সেখানে শুধু মাথা আর মাথা ,শুধু নর কঙ্কাল দিয়ে ভরে তুলেছিল । যা এখনো রয়ে গেছে সিঙ্গুর-নন্দীগ্রামে । বহু মানুষকে কেটে জলে ভাসিয়ে দিয়েছে যার এখনো পর্যন্ত কোন হদিস নেই । শুধু মানুষের কঙ্কাল পাওয়া গেছে তাই নয় রাজ্যের দেনা হওয়া 50 হাজার কোটি টাকা আমরা এখনো গুনে চলছি । সেন্ট্রাল গভমেন্ট আমাদের কাছে 50 হাজার কোটি টাকা করে নিয়ে যায় । এই ধার শোধ করার পরও আমরা উন্নয়নের চেষ্টা করছি এবং রাজ্যের অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছি । বিশেষ করে সমস্ত দিকে ।


Conclusion:পেঁয়াজ সেন্টাল গভমেন্টের সাবজেক্ট ,আমার কিছু করার নেই, আলু হলে আমি তার সাবসিটির ব্যবস্থা করেছিলাম বক্তা মমতা ব্যানার্জি পাশাপাশি তিনি বলেন আগে মেদিনীপুরে শুধু নর কঙ্কাল এর দেখা যেত আমরা এসে সমস্ত ব্যবস্থার আমূল পরিবর্তন করিয়েছি উন্নয়ন দিয়ে ,এখনো পর্যন্ত সিপিএমের করা 50 হাজার কোটি টাকা কেটে নিয়ে সেন্ট্রাল গভমেন্ট আমাদের কাছে তার পরেও আমরা উন্নয়ন করছি ।
Last Updated : Dec 10, 2019, 12:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.