খড়গপুর 17 ই অক্টোবর: রেল শহর খড়গপুরে ফের দুঃসাহসিক ডাকাতি মুদিখানা দোকানে (Robbery in Kharagpur) ৷ দোকানির মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় এক লক্ষ টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা । রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের গোলবাজারে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, রবিবার রাতে দু’টি গাড়িতে করে ওই মুদিখানা দোকানে হানা দেয় 6 জন দুষ্কৃতীর একটি দল ৷ অভিযোগ, এদিন রাত সোয়া ন’টা নাগাদ ওই ব্যবসায়ী ও তার ভাইয়ের উপর হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতী দলটি ৷ ব্যবসায়ী এবং তাঁর ভাইয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় 1 লক্ষ টাকা-সহ সোনা ও রুপোর আংটি লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ এমনটাই অভিযোগ দোকানের মালিক নবীন আগরওয়ালের। খবর দেওয়া হয় পুলিশে।
আরও পড়ুন: শিশুর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি জগৎবল্লভপুরে
ঘটনাস্থলে আসেন খড়গপুরের এসডিপিও ও খড়গপুর টাউন থানার আইসি ৷ দোকানের সিসিটিভি খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। তদন্তে নেমে দোকান থেকে একটি কালো রঙের জামা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে খড়গপুর পৌরসভার চেয়ারম্যানও ঘটনাস্থলে যান। ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তাঁকে আশ্বস্ত করেন । পাশাপাশি পুলিশের কাছে দুষ্কৃতীদের অবিলম্বে ধরার জন্য আবেদন করেন তিনি।