হাওড়া, 9 ডিসেম্বর : বহিরাগত প্রসঙ্গে কয়েকদিন আগে দলেরই কর্মীদের সমালোচনা করেছিলেন বালির বিধায়ক বৈশালি ডালমিয়া ৷ তিনি বলেছিলেন,"এরা(তৃণমূলের একাংশ) তো দেশের প্রধানমন্ত্রীকেই বহিরাগত বলেন ।" আজ সরাসরি দলের প্রাক্তন পৌর প্রতিনিধিকেই গুন্ডা, অপদার্থ বলে উল্লেখ করলেন তিনি । এমনকী দল ছাড়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি ।
বুধবার সকালে বালিতে 16 জন প্রাক্তন কাউন্সিলরকে নিয়ে বৈঠক করেন টিম পিকে । সেই বৈঠকে ডাকা হয়নি বালির বিধায়ক বৈশালি ডালমিয়াকে । এমনই অভিযোগ তুলে মিটিং-এর শেষ মুহূর্তে সেখানে উপস্থিত হয় বালি ব্লকের প্রাক্তন সভানেত্রী বিজয় লক্ষ্মী রাও । তখনই সেখানে উপস্থিত বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলর তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ । এমনকী 63 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা শোভাদেবী মারধর করেছে বলেও অভিযোগ তোলেন বালির বিধায়ক । এর পরিপ্রেক্ষিতে ফেসবুক পোস্ট করেন বৈশালি । যেখানে তিনি তাঁরই দলের প্রাক্তন পৌর প্রতিনিধিদের গুন্ডা বলে উল্লেখ করেন। শুধু এখানেই থেমে থাকেননি ৷ ওই প্রাক্তন পৌরপ্রতিনিধিরা অপদার্থ ও দুর্নীতিগ্রস্ত বলেও দাবি করেন । পাশাপাশি এই সমস্ত লোকেরা যদি দল চালায় তাহলে তিনি দল থেকে সরে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন । একইসঙ্গে দলকে তাঁর প্রশ্ন, দলের পুরোনো কর্মী ও প্রকৃত দলকে যাঁরা ভালবাসেন তাঁরা কি শুধুই চোখের জল ফেলবে এবং এক ঘরে হয়ে থাকবে ?
আরও পড়ুন :কৈলাস, দিলীপ সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের
এই বিষয়ে শাসকদলের কড়া সমালোচনা করেন হাওড়া জেলা (সদর) বিজেপি সভাপতি সুরজিৎ সাহা । তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের শেষের শুরু হয়ে গিয়েছে । শাসক দলকে কটাক্ষ করে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসে পিকে নামের কোনও পদ আছে বলে তার জানা নেই ।"