ETV Bharat / city

রেললাইন ধরে হাঁটতে গিয়ে ইঞ্জিনের ধাক্কায় মৃত মা-মেয়ে - howrah

রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় মৃত্যু হল মা এবং মেয়ের । ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হয় তাঁদের । মেয়ে প্রিয়াঙ্কার ঘটনাস্থানেই মৃত্যু হয় । পম্পা সিংহকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাঁর মৃত্যু হয় । ঘটনার তদন্ত শুরু করছে বালি থানার পুলিশ ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 5, 2020, 8:15 PM IST

বালি, 5 জুন : রেললাইনের উপর দিয়ে হাঁটার সময় ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হল দু'জনের । মৃত মা ও মেয়ের নাম পম্পা সিংহ ( 42 )এবং প্রিয়াঙ্কা সিংহ (12) । তাঁরা বাগুইহাটির হেলা বটতলার বাসিন্দা । আর্থিক অনটনের জেরে ছেলে ঋত্বিক সিংহের সঙ্গে সুদের টাকা নেওয়ার জন্য বালি হল্ট স্টেশনে এসেছিলেন তাঁরা ।

রেললাইনের উপর দিয়ে যেতে গিয়েই এই বিপত্তি । বালি হল্ট স্টেশন থেকে শিয়ালদা দিকে যাওয়ার পথে ট্রেন ইঞ্জিনের ধাক্কা লেগে মৃত্যু হয় তাঁদের । যেহেতু বাগুইহাটির দিকে ট্রেন চলাচল খুবই কম , তাই জন্য রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন তাঁরা ।

মেয়ে প্রিয়াঙ্কার ঘটনাস্থানেই মৃত্যু হয় । পম্পা সিংহকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাঁর মৃত্যু হয় । ঘটনার তদন্ত শুরু করছে বালি থানার পুলিশ । উত্তরপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে আহত ছেলে ঋত্বিক সিংহকেও । তিনি কলকাতায় পাসপোর্ট অফিসে অস্থায়ী কর্মী ।

বালি, 5 জুন : রেললাইনের উপর দিয়ে হাঁটার সময় ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হল দু'জনের । মৃত মা ও মেয়ের নাম পম্পা সিংহ ( 42 )এবং প্রিয়াঙ্কা সিংহ (12) । তাঁরা বাগুইহাটির হেলা বটতলার বাসিন্দা । আর্থিক অনটনের জেরে ছেলে ঋত্বিক সিংহের সঙ্গে সুদের টাকা নেওয়ার জন্য বালি হল্ট স্টেশনে এসেছিলেন তাঁরা ।

রেললাইনের উপর দিয়ে যেতে গিয়েই এই বিপত্তি । বালি হল্ট স্টেশন থেকে শিয়ালদা দিকে যাওয়ার পথে ট্রেন ইঞ্জিনের ধাক্কা লেগে মৃত্যু হয় তাঁদের । যেহেতু বাগুইহাটির দিকে ট্রেন চলাচল খুবই কম , তাই জন্য রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন তাঁরা ।

মেয়ে প্রিয়াঙ্কার ঘটনাস্থানেই মৃত্যু হয় । পম্পা সিংহকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাঁর মৃত্যু হয় । ঘটনার তদন্ত শুরু করছে বালি থানার পুলিশ । উত্তরপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে আহত ছেলে ঋত্বিক সিংহকেও । তিনি কলকাতায় পাসপোর্ট অফিসে অস্থায়ী কর্মী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.