ETV Bharat / city

নাম না করে পীরজাদা আব্বাস সিদ্দিকিদের বিজেপির দালাল বললেন তৃণমূলের বিধায়ক - BJP agent

নাম না করে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকিকে তীব্র সমালোচনা করলেন তৃণমূলের পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। তাঁকে বিজেপির দালাল বলে সম্বোধন করেন এই তৃণমূল বিধায়ক ৷ কিছুদিন আগে পীরজাদা আব্বাস সিদ্দিকি নতুন রাজনৈতিক দল তৈরির কথা ঘোষণা করেন ৷ আর এরফলে আসন্ন বিধানসভা নির্বাচনে হাওড়া, দুই 24 পরগনা ও হুগলিতে তৃণমূলের সংখ্যালঘু ভোটে থাবা বসাবে সিদ্দিকির দল ৷এই আশঙ্কা থেকেই পাঁচলার বিধায়কের এই সমালোচনা বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

gulsan mallick
গুলশান মল্লিক
author img

By

Published : Dec 2, 2020, 9:19 PM IST

হাওড়া, 2 ডিসেম্বর : ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির নাম না করে তাঁকে বিজেপির দালাল বলে সম্বোধন করলেন তৃণমূলের পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। তিনি দাবি করেন, "ফুরফুরা শরিফের নেতারা বিজেপির থেকে কোটি কোটি টাকা নিয়েছে। আর সেই টাকা নিয়েই তারা তৃণমূলের ক্ষতি করতে চাইছে। এভাবে দাগ কাটা সম্ভব নয়। পাঁচলার মানুষ জানে কাকে দিয়ে কাজ হবে।" তিনি আরও বলেন, ওই বিধানসভা এলাকায় তাঁর জেতা হারা সবটাই নির্ভর করে পাঁচলার মানুষের উপরে। পয়সা রোজগারের ধান্দায় নামা এই দল কোণঠাসা হয়ে এইসব কথা বলছে।

কিছুদিন আগে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি তৃণমূলকে হঁশিয়ারি দিয়ে নতুন রাজনৈতিক দল তৈরির কথা ঘোষণা করেন ৷ডিসেম্বরেই এই দল আত্মপ্রকাশ করবে বলে পীরজাদা আব্বাস সিদ্দিকি ঘোষণা করেন। ভাঙড়ের সভা থেকে তিনি জানান উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া ও হুগলি থেকে তাঁর দল রাজ্যে বিধানসভা নির্বাচলে লড়াই করবে ৷হাওড়ার পাঁচলায় পীরজাদা আব্বাস সিদ্দিকির প্রার্থী দেবার কথা শোনা যাচ্ছে ৷ তাঁরা প্রার্থী দিলে সংখ্যালঘু মুসলমান ভোট ভাগ হওয়ার সম্ভাবনা প্রবল ৷ এরফলে খুব স্বাভাবিকভাবে বিজেপির সুবিধা হবে বলে রাজনৈতিক মহলের ধারণা ৷ সেজন্যই আগেভাগে পীরজাদা আব্বাস সিদ্দিকিদের সমালোচনা করলেন তৃণমূলের পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক।

ফুরফুরা শরিফের এই নেতাদের প্রতি তিনি অভিযোগ করে বলেন, "ধর্মীয় নেতারা মানুষকে সৎ বুদ্ধি দেবে। তাঁদের কাজ মানুষকে ধর্মের পথ দেখানো। তার পরিবর্তে বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করছে এঁরা। যদিও এতে ফুরফুরা শরিফ বা বিজেপির কেউই সুবিধা করতে পারবে না।" ফুরফুরা শরিফকে দেওয়া রাজ্য সরকারের সাহায্যের প্রসঙ্গ টেনে এনে গুনশন মল্লিক বলেন, "যখন 200 কোটি টাকা উন্নয়নের জন্য দেওয়া হয়, তখন ধর্মগুরুরা কোনও কথা বলেন না।" তবে সবশেষে ভোটের ময়দানে দেখে নেওয়ার কথাও বলেন পাঁচলার শাসক দলের বিধায়ক।


প্রসঙ্গত গতকাল বিকেলে ফুরফুরাশরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকের ভাইপো নৌশাদ সিদ্দিকি একটি সভা করে পাঁচলা বিধানসভা এলাকায়। সেখানে তিনি পাঁচলার বিধায়ককে হারিয়ে দেওয়ার চ্যালেঞ্জ দেন। পাশাপাশি আরও দাবি করেন এই বিধানসভায় যদি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাঁড়ান তাঁকেও হারাবার ক্ষমতা তাঁদের আছে।

সম্প্রতি ফুরফুরা শরিফের আরও এক পীরজাদা ত্বহা সিদ্দিকির ভাইপো আব্বাস সিদ্দিকি তাঁর নিজের রাজনৈতিক দল ঘোষণার কথা জানান। তার পর থেকেই মুসলিম ভোট ভাগ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে তৃণমূল নেতারা বলে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা। বেশ কয়েকমাস ধরে ফুরফুরা শরিফের তরফে বেশ কিছু সভা অনুষ্ঠিত হয় হাওড়া গ্রামীন এলাকায়। তবে মুখ্যমন্ত্রীকে উদেশ্য করে এই ভাবে খোলা চ্যালেঞ্জ সম্প্রতি দেখা যায় নি।

হাওড়া, 2 ডিসেম্বর : ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির নাম না করে তাঁকে বিজেপির দালাল বলে সম্বোধন করলেন তৃণমূলের পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। তিনি দাবি করেন, "ফুরফুরা শরিফের নেতারা বিজেপির থেকে কোটি কোটি টাকা নিয়েছে। আর সেই টাকা নিয়েই তারা তৃণমূলের ক্ষতি করতে চাইছে। এভাবে দাগ কাটা সম্ভব নয়। পাঁচলার মানুষ জানে কাকে দিয়ে কাজ হবে।" তিনি আরও বলেন, ওই বিধানসভা এলাকায় তাঁর জেতা হারা সবটাই নির্ভর করে পাঁচলার মানুষের উপরে। পয়সা রোজগারের ধান্দায় নামা এই দল কোণঠাসা হয়ে এইসব কথা বলছে।

কিছুদিন আগে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি তৃণমূলকে হঁশিয়ারি দিয়ে নতুন রাজনৈতিক দল তৈরির কথা ঘোষণা করেন ৷ডিসেম্বরেই এই দল আত্মপ্রকাশ করবে বলে পীরজাদা আব্বাস সিদ্দিকি ঘোষণা করেন। ভাঙড়ের সভা থেকে তিনি জানান উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া ও হুগলি থেকে তাঁর দল রাজ্যে বিধানসভা নির্বাচলে লড়াই করবে ৷হাওড়ার পাঁচলায় পীরজাদা আব্বাস সিদ্দিকির প্রার্থী দেবার কথা শোনা যাচ্ছে ৷ তাঁরা প্রার্থী দিলে সংখ্যালঘু মুসলমান ভোট ভাগ হওয়ার সম্ভাবনা প্রবল ৷ এরফলে খুব স্বাভাবিকভাবে বিজেপির সুবিধা হবে বলে রাজনৈতিক মহলের ধারণা ৷ সেজন্যই আগেভাগে পীরজাদা আব্বাস সিদ্দিকিদের সমালোচনা করলেন তৃণমূলের পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক।

ফুরফুরা শরিফের এই নেতাদের প্রতি তিনি অভিযোগ করে বলেন, "ধর্মীয় নেতারা মানুষকে সৎ বুদ্ধি দেবে। তাঁদের কাজ মানুষকে ধর্মের পথ দেখানো। তার পরিবর্তে বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করছে এঁরা। যদিও এতে ফুরফুরা শরিফ বা বিজেপির কেউই সুবিধা করতে পারবে না।" ফুরফুরা শরিফকে দেওয়া রাজ্য সরকারের সাহায্যের প্রসঙ্গ টেনে এনে গুনশন মল্লিক বলেন, "যখন 200 কোটি টাকা উন্নয়নের জন্য দেওয়া হয়, তখন ধর্মগুরুরা কোনও কথা বলেন না।" তবে সবশেষে ভোটের ময়দানে দেখে নেওয়ার কথাও বলেন পাঁচলার শাসক দলের বিধায়ক।


প্রসঙ্গত গতকাল বিকেলে ফুরফুরাশরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকের ভাইপো নৌশাদ সিদ্দিকি একটি সভা করে পাঁচলা বিধানসভা এলাকায়। সেখানে তিনি পাঁচলার বিধায়ককে হারিয়ে দেওয়ার চ্যালেঞ্জ দেন। পাশাপাশি আরও দাবি করেন এই বিধানসভায় যদি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাঁড়ান তাঁকেও হারাবার ক্ষমতা তাঁদের আছে।

সম্প্রতি ফুরফুরা শরিফের আরও এক পীরজাদা ত্বহা সিদ্দিকির ভাইপো আব্বাস সিদ্দিকি তাঁর নিজের রাজনৈতিক দল ঘোষণার কথা জানান। তার পর থেকেই মুসলিম ভোট ভাগ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে তৃণমূল নেতারা বলে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা। বেশ কয়েকমাস ধরে ফুরফুরা শরিফের তরফে বেশ কিছু সভা অনুষ্ঠিত হয় হাওড়া গ্রামীন এলাকায়। তবে মুখ্যমন্ত্রীকে উদেশ্য করে এই ভাবে খোলা চ্যালেঞ্জ সম্প্রতি দেখা যায় নি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.