হাওড়া, 18 জুলাই : হনুমান চালিশা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করায় BJP যুবমোর্চার নেত্রী ইশরাত জাহানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ । গতকাল হনুমান চালিশা পাঠের আসরে অংশগ্রহণ করেছিলেন ইশরাত । সে কারণেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর । ইশরাতের আরও অভিযোগ, তাঁকে ঘরছাড়ার হুমকিও দেওয়া হয়েছে ।
হাওড়ার AC মার্কেট সংলগ্ন ডবসন রোডে হনুমান মন্দিরের সামনে গত পরশু হনুমান চালিশা পাঠের আসর বসে । সেখানেই যোগ দিয়েছিলেন ইশরাত । তাঁর অভিযোগ, সেই কারণে গতকাল তাঁর বাড়ির সামনে 60-70 জন জমায়েত করে বিক্ষোভ দেখায় । জমায়েত থেকেই তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় ।
ইশরাত জাহান বলেন, "ছেলেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার সময় বাড়ির নিচে মানুষের ভিড় দেখতে পাই । ওই জমায়েত থেকেই আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় । কারণ, হিসেবে বলা হয় আমি হনুমান চালিশা পাঠের আসরে যোগ দিয়েছি । তাতে না কি একটি সম্প্রদায়ের সম্মানহানি করেছি ।" BJP-র যুবমোর্চার ওই নেত্রী আরও বলেন, " আমি কোনও অন্যায় করিনি । আমি হনুমান চালিশা পাঠ করিনি, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম ।" গোটা বিষয়টি জানিয়ে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন ইশরাত জাহান ।