ETV Bharat / city

একাধিক মন্দিরে চুরির কিনারা করল হাওড়া সিটি পুলিশ, ধৃত 3 - মন্দিরে চুরি

CCTV ফুটেজ দেখে তাদের শনাক্ত করা গিয়েছে বলে দাবি পুলিশের । সাংবাদিক বৈঠকে আজ হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ জবি থমাস কে জানান, গতরাতে স্বামী বিবেকানন্দ রোডের কাছে 6-7 জনের এই গ্যাংকে ধাওয়া করে হাওড়া সিটি পুলিশের নাইট পেট্রোলিং টিম । গ্রেপ্তার করা হয় তিনজনকে । তাদের নাম অজয় সিং, পাপাই সর্দার ও রাজ আনসারি । ধৃতরা প্রত্যেকেই হাওড়ারই বাসিন্দা । বাকিরা ঘটনাস্থান থেকে পলাতক ।

theft in temple, 3 held
মন্দিরে চুরির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করল হাওড়া সিটি পুলিশ
author img

By

Published : Jan 14, 2020, 6:39 PM IST

হাওড়া, 14 জানুয়ারি : একাধিক মন্দিরে চুরির কিনারা করল হাওড়া সিটি পুলিশ । সম্প্রতি হাওড়ার শিবপুর থানা এলাকার কসুন্দিয়ায় একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটে । ঘটনার তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করল হাওড়া পুলিশের গোয়েন্দারা ।

CCTV ফুটেজ দেখে তাদের শনাক্ত করা গিয়েছে বলে দাবি পুলিশের । সাংবাদিক বৈঠকে আজ হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ জবি থমাস কে জানান, গতরাতে স্বামী বিবেকানন্দ রোডের কাছে 6-7 জনের এই গ্যাংকে ধাওয়া করে হাওড়া সিটি পুলিশের নাইট পেট্রোলিং টিম । গ্রেপ্তার করা হয় তিনজনকে । তাদের নাম অজয় সিং, পাপাই সর্দার ও রাজ আনসারি । ধৃতরা প্রত্যেকেই হাওড়ারই বাসিন্দা । বাকিরা ঘটনাস্থান থেকে পলাতক ।

ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল, গুলি, স্ক্রু-ড্রাইভার সহ বেশ কিছু সামগ্রী পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ । অন্যদিকে, পলাতকদের ধরার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে । সদ্য ঘটে যাওয়া বেশ কিছু মন্দিরে চুরির ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা জেরার মুখে স্বীকার করেছে ধৃতরা । 43 হাজার টাকা ও কিছু গয়নাও উদ্ধার করা হয়েছে ধৃতদের কাছ থেকে । এছাড়াও পুলিশ জানায়, সম্প্রতি শহরের একাধিক ATM-এ ডাকাতির ঘটনার সঙ্গেও এই ধৃতদের কোনও যোগাযোগ আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে ।

হাওড়া, 14 জানুয়ারি : একাধিক মন্দিরে চুরির কিনারা করল হাওড়া সিটি পুলিশ । সম্প্রতি হাওড়ার শিবপুর থানা এলাকার কসুন্দিয়ায় একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটে । ঘটনার তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করল হাওড়া পুলিশের গোয়েন্দারা ।

CCTV ফুটেজ দেখে তাদের শনাক্ত করা গিয়েছে বলে দাবি পুলিশের । সাংবাদিক বৈঠকে আজ হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ জবি থমাস কে জানান, গতরাতে স্বামী বিবেকানন্দ রোডের কাছে 6-7 জনের এই গ্যাংকে ধাওয়া করে হাওড়া সিটি পুলিশের নাইট পেট্রোলিং টিম । গ্রেপ্তার করা হয় তিনজনকে । তাদের নাম অজয় সিং, পাপাই সর্দার ও রাজ আনসারি । ধৃতরা প্রত্যেকেই হাওড়ারই বাসিন্দা । বাকিরা ঘটনাস্থান থেকে পলাতক ।

ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল, গুলি, স্ক্রু-ড্রাইভার সহ বেশ কিছু সামগ্রী পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ । অন্যদিকে, পলাতকদের ধরার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে । সদ্য ঘটে যাওয়া বেশ কিছু মন্দিরে চুরির ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা জেরার মুখে স্বীকার করেছে ধৃতরা । 43 হাজার টাকা ও কিছু গয়নাও উদ্ধার করা হয়েছে ধৃতদের কাছ থেকে । এছাড়াও পুলিশ জানায়, সম্প্রতি শহরের একাধিক ATM-এ ডাকাতির ঘটনার সঙ্গেও এই ধৃতদের কোনও যোগাযোগ আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে ।

Intro:একাধিক মন্দিরে চুরির কিনারা করল হাওড়া সিটি পুলিশ। সম্প্রতি হাওড়ার শিবপুর থানা এলাকার কসুন্দিয়ায় একধিক মন্দিরে চুরির ঘটনা ঘটে। সেই কেসের তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করল হাওড়া পুলিশের গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা গিয়েছে বলে দাবি পুলিশের। আজ সাংবাদিক বৈঠক করে হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ 'জবি থমাস কে' জানান গতকাল রাতে স্বামী বিবেকানন্দ রোডের কাছে ৬-৭ জনের এই গ্যাংকে ধাওয়া করে হাওড়া সিটি পুলিশের নাইট পেট্রোলিং টিম। গ্রেফতার করা হয় তিনজনকে। তাদের নাম অজয় সিং, পাপাই সর্দার ও রাজ আনসারি। তারা প্রত্যেকেই হাওড়া সিটি পুলিশের এলাকারই বাসিন্দা। বাকিরা ঘটনাস্থল থেকে পলাতক। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল, একটি গুলি, স্ক্রু ড্রাইভার সহ বেশ কিছু সামগ্রী পাওয়া গিয়েছে। অন্যদিকে পলাতকদের ধরার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Body:পাশাপাশি ধৃতদের কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সদ্য ঘটে যাওয়া বেশ কিছু মন্দিরে চুরির ঘটনায় তারা জড়িত রয়েছে। ধৃতরা পুলিশি জেরার মুখে তা স্বীকারও করে।
তাদের থেকে ৪৩ হাজার টাকা, কিছু রূপর গয়নাও উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সম্প্রতি ঘটে যাওয়া শহরের একাধিক এটিএমের ডাকাতির ঘটনা প্রসঙ্গে তিনি জানান এখনো তাদের অনুসন্ধান চলছে। এই ধৃতদের ওই ঘটনার সাথে কোনো যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.