ETV Bharat / city

রামকৃষ্ণলোকে স্বামী বাগীশনন্দজী মহারাজ, শোকের ছায়া বেলুড় মঠে - swami bagishanandaji of belur math passed away

শুক্রবার সন্ধ্যায় বেলুরমঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সন্ধ্যা 7টা 10 মিনিটে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-অধ্যক্ষ স্বামী বাগীশনন্দজী মহারাজ রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷

রামকৃষ্ণলোকে স্বামী বাগীশনন্দজী মহারাজ, শোকের ছায়া বেলুড় মঠে
রামকৃষ্ণলোকে স্বামী বাগীশনন্দজী মহারাজ, শোকের ছায়া বেলুড় মঠে
author img

By

Published : Mar 12, 2021, 10:43 PM IST

হাওড়া, 12 মার্চ : দেহত্যাগ করলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-অধ্যক্ষ স্বামী বাগীশনন্দজী মহারাজ । এই ঘটনায় শোকের ছায়া বেলুড় মঠে ।

আজ, শুক্রবার সন্ধ্যায় বেলুরমঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয় এই খবর ৷ এদিন সন্ধ্যা 7টা 10 মিনিটে তিনি রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর ।

মহারাজের পার্থিব শরীর আজ রাত ১০টা থেকে আগামিকাল, শনিবার সকাল সাড়ে 8টা পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত ও অনুরাগীদের শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাখা থাকবে । মহারাজের দেহ তারপরে বেলুড় মঠে নিয়ে আসা হবে এবং সংস্কৃতি ভবনে শায়িত থাকবে । ভক্ত ও অনুরাগীবৃন্দ কাল সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ।
শেষকৃত্য শুরু হবে আগামিকাল রাত ৯টা ১৫ মিনিট নাগাদ ৷

হাওড়া, 12 মার্চ : দেহত্যাগ করলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-অধ্যক্ষ স্বামী বাগীশনন্দজী মহারাজ । এই ঘটনায় শোকের ছায়া বেলুড় মঠে ।

আজ, শুক্রবার সন্ধ্যায় বেলুরমঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয় এই খবর ৷ এদিন সন্ধ্যা 7টা 10 মিনিটে তিনি রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর ।

মহারাজের পার্থিব শরীর আজ রাত ১০টা থেকে আগামিকাল, শনিবার সকাল সাড়ে 8টা পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত ও অনুরাগীদের শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাখা থাকবে । মহারাজের দেহ তারপরে বেলুড় মঠে নিয়ে আসা হবে এবং সংস্কৃতি ভবনে শায়িত থাকবে । ভক্ত ও অনুরাগীবৃন্দ কাল সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ।
শেষকৃত্য শুরু হবে আগামিকাল রাত ৯টা ১৫ মিনিট নাগাদ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.