ETV Bharat / city

Suvendu Adhikari এরাজ্যে তেরঙা নিয়ে মিছিল করতে অনুমোদন লাগে, কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা, অভিযোগ শুভেন্দুর - বাংলার অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সোমবার অভিযোগ করেন, তেরঙা পতাকা নিয়ে মিছিলের জন্য অনুমতি নিতে হয় না কাশ্মীরে ৷ কিন্তু এখানে নিতে হয় ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Aug 15, 2022, 10:43 PM IST

হাওড়া, 15 অগস্ট: "কাশ্মীরে তেরঙা ঝান্ডা নিয়ে মিছিল করতে অনুমতি লাগে না, কিন্তু পশ্চিমবঙ্গে লাগে ৷ এই দেশের কাশ্মীরেও তেরঙা পতাকা নিয়ে মিছিলের জন্য অনুমতি নিতে হয় না । তবে পশ্চিমবঙ্গের মাটিতে তেরঙা নিয়ে মিছিল করতে অনুমতির প্রয়োজন হয় ।" সোমবার স্বাধীনতা দিবসের দিন হাওড়া গ্রামীণ এলাকার উলুবেড়িয়াতে বিজেপি'র সাংগঠনিক সভাতে এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রামের বিজেপি বিধায়কের মতে, এই রাজ্যের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ (Suvendu Adhikari Attacks WB Government) ৷

শুভেন্দু এদিন অভিযোগ করে বলেন, "পাঁচলা ব্লকের ভূমি রাজস্ব দফতরের আরও শ্রেয়সী দাস ওখানে একজনের বাড়িতে গিয়ে বলেছেন প্রধানমন্ত্রী বললেও 15 তারিখের আগে বাড়িতে পতাকা টাঙানো যাবে না । প্রধানমন্ত্রীর 'হর ঘর তিরঙ্গা' এই রাজ্যে করা যাবে না ৷ এটাই বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা ৷" রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, "মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের প্রাককালে বেহলার সভায় স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটি কথাও বলেননি ৷ পরাধীন ভারতবর্ষের কালাপানির সেলুলার জেলে সবচেয়ে বেশি বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা জেল খেটেছেন । যার সংখ্যা 398 জন । তাঁদের নিয়ে একটি কথাও তিনি বলেননি ৷ বলেছেন কেষ্টর আত্মকথা ৷ প্রধানমন্ত্রীকে তুই বলছেন !"

কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা বাংলার, অভিযোগ শুভেন্দুর

আরও পড়ুন: রাজভবনে মমতা, সঙ্গে ফিরহাদ ও ব্রাত্য

এদিন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন (Suvendu Adhikari Criticises Mamata Banerjee), "আমাকে মুখ্যমন্ত্রী যা বলেছেন, তার জবাব সঠিক সময়ে সুদে আসলে আমি দিয়ে দেব ৷ নন্দীগ্রামে 1956 ভোটে হারার যন্ত্রণা তিনি ভুলতে পারছেন না আর এই জীবনে পারবেন না । সারাক্ষণ কানের কাছে বাজবে শুভেন্দুর কাছে হেরেছি ৷" এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে 'কমপার্টমেন্টাল মুখ্যমন্ত্রী' বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ৷

হাওড়া, 15 অগস্ট: "কাশ্মীরে তেরঙা ঝান্ডা নিয়ে মিছিল করতে অনুমতি লাগে না, কিন্তু পশ্চিমবঙ্গে লাগে ৷ এই দেশের কাশ্মীরেও তেরঙা পতাকা নিয়ে মিছিলের জন্য অনুমতি নিতে হয় না । তবে পশ্চিমবঙ্গের মাটিতে তেরঙা নিয়ে মিছিল করতে অনুমতির প্রয়োজন হয় ।" সোমবার স্বাধীনতা দিবসের দিন হাওড়া গ্রামীণ এলাকার উলুবেড়িয়াতে বিজেপি'র সাংগঠনিক সভাতে এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রামের বিজেপি বিধায়কের মতে, এই রাজ্যের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ (Suvendu Adhikari Attacks WB Government) ৷

শুভেন্দু এদিন অভিযোগ করে বলেন, "পাঁচলা ব্লকের ভূমি রাজস্ব দফতরের আরও শ্রেয়সী দাস ওখানে একজনের বাড়িতে গিয়ে বলেছেন প্রধানমন্ত্রী বললেও 15 তারিখের আগে বাড়িতে পতাকা টাঙানো যাবে না । প্রধানমন্ত্রীর 'হর ঘর তিরঙ্গা' এই রাজ্যে করা যাবে না ৷ এটাই বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা ৷" রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, "মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের প্রাককালে বেহলার সভায় স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটি কথাও বলেননি ৷ পরাধীন ভারতবর্ষের কালাপানির সেলুলার জেলে সবচেয়ে বেশি বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা জেল খেটেছেন । যার সংখ্যা 398 জন । তাঁদের নিয়ে একটি কথাও তিনি বলেননি ৷ বলেছেন কেষ্টর আত্মকথা ৷ প্রধানমন্ত্রীকে তুই বলছেন !"

কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা বাংলার, অভিযোগ শুভেন্দুর

আরও পড়ুন: রাজভবনে মমতা, সঙ্গে ফিরহাদ ও ব্রাত্য

এদিন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন (Suvendu Adhikari Criticises Mamata Banerjee), "আমাকে মুখ্যমন্ত্রী যা বলেছেন, তার জবাব সঠিক সময়ে সুদে আসলে আমি দিয়ে দেব ৷ নন্দীগ্রামে 1956 ভোটে হারার যন্ত্রণা তিনি ভুলতে পারছেন না আর এই জীবনে পারবেন না । সারাক্ষণ কানের কাছে বাজবে শুভেন্দুর কাছে হেরেছি ৷" এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে 'কমপার্টমেন্টাল মুখ্যমন্ত্রী' বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.