নিশ্চিন্দা, 30 অক্টোবর : পারিবারিক অশান্তির জেরে মাকে এলোপাথাড়ি কাটারির কোপ ৷ পরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী ব্যক্তি ৷ মৃতের নাম তারক পাল(45) ৷ ঘটনাকে কেন্দ্র করে গতরাতে শোরগোল পড়ে যায় নিশ্চিন্দা থানার জামতলা সুভাষপল্লি এলাকায় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
গতরাতে তারকের সঙ্গে তার মা সুভদ্রা পালের অশান্তি হয় ৷ অভিযোগ, অশান্তির জেরে মাকে কাটারির কোপ মারে তারক ৷ তাতে গুরুতর জখম হন সুভদ্রাদেবী ৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বেলুড় হাসপাতালে নিয়ে যান ৷ তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷
অন্যদিকে বাড়ি ফাঁকা থাকার সুযোগে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় তারক ৷ তাকেও স্থানীয়রা বেলুড় হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতের ভাইয়ের দাবি, মা ও দাদার মধ্যে মধ্যে নিত্যদিন অশান্তি লেগে থাকত ৷ গতকাল তা চরমে পৌঁছায় ৷
পুলিশ ঘটনার তদন্তে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে ৷