ETV Bharat / city

শ্রমিক পরিবারকে কোয়ারানটিন সেন্টারে রাখা নিয়ে গণ্ডগোল, ধৃত 3 - শ্রমিক পরিবারকে কোয়ারানটিন সেন্টারে রাখা নিয়ে গণ্ডগোল

ডোমজুড়ের সলপে পরিযায়ী শ্রমিকের পরিবারকে ইনস্টিটিউশনাল কোয়ারানটিনে রাখায় তুমুল গণ্ডগোল । ভাঙচুর হয় স্থানীয় প্রধানের বাড়ি । পরিবারটিকে অবশেষে স্থানীয় নীলাঞ্জনা পার্কের কোয়ারানটিন সেন্টারে থাকার বন্দোবস্ত করেছে পুলিশ ।

scuffled keeping migrant worker family in quarantine centre in howrah
শ্রমিক পরিবারকে কোয়ারানটিন সেন্টারে রাখা নিয়ে গণ্ডগোল, ধৃত 3
author img

By

Published : Jun 9, 2020, 7:16 PM IST

হাওড়া, 9 জুন : কোয়ারানটিন সেন্টার তৈরি করা নিয়ে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর । গ্রেপ্তার 3 । সোমবার রাতে ডোমজুড়ের সলপের ঘটনা ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ঝাড়খন্ড থেকে হাওড়ায় ফিরেছেন একটি পরিযায়ী শ্রমিকের পরিবার । সলপের বাসিন্দা । স্থানীয় বিবেকানন্দ ইনস্টিটিউশন স্কুলে কোয়ারানটিনে থাকার সিদ্ধান্ত নেয় প্রশাসন । সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাত 10টা নাগাদ ওই পরিযায়ী শ্রমিকের পরিবারটিকে স্কুলে ঢোকানোর সময় স্থানীয়রা বাঁধা দেয় । উত্তেজিত জনতা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান কেয়া নস্করের বাড়িতে ইঁট ছোড়ে । ভাঙচুর চালায় প্রধানের বাড়িতে ।

খবর পেয়ে ঘটনাস্থানের পরিস্থিতি সামাল দিতে নামে RAF ও বিশাল পুলিশবাহিনী । উত্তেজিত জনতাকে লাঠিচার্জ করে সরানো হয় । ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে । ধৃতদের মধ্যে একজন CPIM-র জেলা কমিটির সদস্য । নাম উত্তম বেরা ।

আপাতত বিবেকানন্দ ইনস্টিটিউশন স্কুলের কোয়ারানটিন সেন্টারটি বন্ধ করে দিয়েছে প্রশাসন । অন্যদিকে ওই পরিযায়ী শ্রমিকের পরিবারকে স্থানীয় অপর একটি কোয়ারানটিন সেন্টারে তথা নীলাঞ্জনা পার্কের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে ।

হাওড়া, 9 জুন : কোয়ারানটিন সেন্টার তৈরি করা নিয়ে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর । গ্রেপ্তার 3 । সোমবার রাতে ডোমজুড়ের সলপের ঘটনা ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ঝাড়খন্ড থেকে হাওড়ায় ফিরেছেন একটি পরিযায়ী শ্রমিকের পরিবার । সলপের বাসিন্দা । স্থানীয় বিবেকানন্দ ইনস্টিটিউশন স্কুলে কোয়ারানটিনে থাকার সিদ্ধান্ত নেয় প্রশাসন । সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাত 10টা নাগাদ ওই পরিযায়ী শ্রমিকের পরিবারটিকে স্কুলে ঢোকানোর সময় স্থানীয়রা বাঁধা দেয় । উত্তেজিত জনতা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান কেয়া নস্করের বাড়িতে ইঁট ছোড়ে । ভাঙচুর চালায় প্রধানের বাড়িতে ।

খবর পেয়ে ঘটনাস্থানের পরিস্থিতি সামাল দিতে নামে RAF ও বিশাল পুলিশবাহিনী । উত্তেজিত জনতাকে লাঠিচার্জ করে সরানো হয় । ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে । ধৃতদের মধ্যে একজন CPIM-র জেলা কমিটির সদস্য । নাম উত্তম বেরা ।

আপাতত বিবেকানন্দ ইনস্টিটিউশন স্কুলের কোয়ারানটিন সেন্টারটি বন্ধ করে দিয়েছে প্রশাসন । অন্যদিকে ওই পরিযায়ী শ্রমিকের পরিবারকে স্থানীয় অপর একটি কোয়ারানটিন সেন্টারে তথা নীলাঞ্জনা পার্কের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.