ETV Bharat / city

Memu Express Train Service: সিউড়ি- শিয়ালদহ মেমু এক্সপ্রেস ট্রেন পরিষেবার সূচনা - rail minister inaugurates sealdah sari up and down memu express train service

সোমবার থেকে চাকা গড়াবে সিউড়ি-শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেস ট্রেনের (Memu Express Train Service) । রবিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী অশ্বিনী বৈষ্ণব এই পরিষেবার উদ্বোধন করলেন ।

Memu Express Train Service
মেমু এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু
author img

By

Published : Jul 31, 2022, 11:03 PM IST

হাওড়া, 31 জুলাই: সোমবার থেকে চালু হতে চলেছে সিউড়ি-শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেস ট্রেন পরিষেবা (Memu Express Train Service) ৷ রবিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুায়ালি এই ট্রেন পরিষেবার উদ্বোধন করেছেন । দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনি সূচনা করেন এই ট্রেনের ৷

এদিনের অনুষ্ঠানে সিউড়ি স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ লোকসভার সাংসদ শতাব্দী রায়, এলাকার বিধায়ক বিকাশ রায়চৌধুরী । যাত্রীদের উন্নত পরিষেবা দিতে এই মেমু এক্সপ্রেস ট্রেন চালু কার হয়েছে বলে উল্লেখ করেন রেলমন্ত্রী। এই অনুষ্ঠানে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘ভারতীয় রেল নতুন পরিকাঠামো প্রদান, তার নেটওয়ার্কের ক্ষমতা বৃদ্ধি এবং গ্রাহকদের আরও ভালো সুবিধা প্রদানের চেষ্টা করছে।’’

আরও পড়ুন: দু'বছর পর রবিবার ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা

মনে করা হচ্ছে, আগামী দিনে সিউরি এবং দিল্লিতেও সরাসরি সংযোগ প্রদান করবে এই ট্রেন । পাশাপাশি বীরভূম জেলার আর্থ-সামাজিক উন্নয়নকেও আরও এগিয়ে নিয়ে যাবে ৷ রাজ্যের জন্য গতিশীলতা ও ব্যবসায়িক উন্নয়নের নতুন পথ খুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ট্রেন পরিষেবা।

হাওড়া, 31 জুলাই: সোমবার থেকে চালু হতে চলেছে সিউড়ি-শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেস ট্রেন পরিষেবা (Memu Express Train Service) ৷ রবিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুায়ালি এই ট্রেন পরিষেবার উদ্বোধন করেছেন । দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনি সূচনা করেন এই ট্রেনের ৷

এদিনের অনুষ্ঠানে সিউড়ি স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ লোকসভার সাংসদ শতাব্দী রায়, এলাকার বিধায়ক বিকাশ রায়চৌধুরী । যাত্রীদের উন্নত পরিষেবা দিতে এই মেমু এক্সপ্রেস ট্রেন চালু কার হয়েছে বলে উল্লেখ করেন রেলমন্ত্রী। এই অনুষ্ঠানে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘ভারতীয় রেল নতুন পরিকাঠামো প্রদান, তার নেটওয়ার্কের ক্ষমতা বৃদ্ধি এবং গ্রাহকদের আরও ভালো সুবিধা প্রদানের চেষ্টা করছে।’’

আরও পড়ুন: দু'বছর পর রবিবার ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা

মনে করা হচ্ছে, আগামী দিনে সিউরি এবং দিল্লিতেও সরাসরি সংযোগ প্রদান করবে এই ট্রেন । পাশাপাশি বীরভূম জেলার আর্থ-সামাজিক উন্নয়নকেও আরও এগিয়ে নিয়ে যাবে ৷ রাজ্যের জন্য গতিশীলতা ও ব্যবসায়িক উন্নয়নের নতুন পথ খুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ট্রেন পরিষেবা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.