ডোমজুড়, 8 জুন : জঙ্গলে তাঁবু খাটিয়ে কোয়ারানটিন সেন্টার । সেখানেই জঙ্গলের কাঠ কেটে উনুন জ্বালানো । বাড়ি থেকে পৌঁছে দেওয়া চাল-ডাল-সবজি । কাঠের ধোঁয়ার মধ্যে কোনও রকমে সেই উনুনে রান্না করা । এভাবেই দিন কাটছিল 22 জন পরিযায়ী শ্রমিকের । প্রশাসন চেয়েছিল পরিযায়ী শ্রমিকদের জন্য স্থানীয় স্কুলে কোয়ারানটিন সেন্টার তৈরি করতে। কিন্তু স্থানীয় মানুষের বাধায় স্কুলের তালা খোলা যায়নি । ফলে পরিযায়ী শ্রমিকরা বাধ্য হয়ে জঙ্গলেই তাঁবু খাটিয়ে থাকতে বাধ্য হচ্ছিল । ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের রুদ্রপুরে । স্থানীয় BDO পুলিশ দিয়ে খোলার চেষ্টা করেও সফল হননি।
ডোমজুড়ের রুদ্রপুরে শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক হাই স্কুল । এখানেই প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগে কোয়ারানটিন সেন্টার তৈরির ব্যবস্থা করা হয় । সম্প্রতি ওই এলাকায় 22 জন পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য থেকে আসে। তাদের থাকার জন্য ওখানে ব্যবস্থা করা হয়। স্কুলের পাশেই মাঝিপাড়া । সেখানকার বাসিন্দারা এই সেন্টার তৈরি করতে বাধা দেয়। তাদের অভিযোগ, কিছুদিন আগে বাইরে থেকে ওই পাড়ার কিছু লোক আসলে তখন তাদের ওই স্কুলে থাকতে দেওয়া হয়নি। তারা হোম কোয়ারানটিনে অথবা অন্য ফাঁকা বাড়িতে বসবাস করছিল। কিন্তু পাশে দরগাপাড়ার বাসিন্দাদের জন্য তারা স্কুল খুলতে দেবে না। ঘটনাস্থানে ডোমজুড় থানার পুলিশ গেলেও স্কুল খুলতে পারেনি। বাধ্য হয়ে দরগাপাড়ার পরিযায়ী শ্রমিকরা জঙ্গলে তাঁবু খাটিয়ে থাকতে বাধ্য হয় ।
জঙ্গলে বন্যপ্রাণী এবং সাপের ভয়ে আতঙ্কিত হলেও কিছুই করার ছিল না এই শ্রমিকদের। স্থানীয় BDO আশ্বাস দিয়েছিলেন দ্রুত সমস্যা সমাধান করা হবে। আশ্বাস দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ওই পরিযায়ী শ্রমিকদের জন্য ইনস্টিটিউশনাল কোয়ারানটিনের ব্যবস্থা করলেন স্থানীয় BDO । আতঙ্কের জঙ্গলবাস থেকে মুক্তি পেতে চলেছেন এই শ্রমিকেরা ।