হাওড়া, 24 সেপ্টেম্বর: মহালয়ার আগের দিন বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হাওড়ায় ৷ শনিবার পাঁচলা থানার পুলিশ উদ্ধার করেছে 70 কেজি গাঁজা ৷ পাঁচলা থানার অন্তর্গত 16 নম্বর জাতীয় সড়কের ধামসিয়া মোড় এলাকায় থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ গাঁজা ৷
পুলিশ সূত্রে খবর, গাঁজা শুদ্ধ গাড়িটিকে ধরতে 16 নম্বর জাতীয় সড়কের ধামসিয়া মোড় এলাকায় ওৎ পেতে থাকে পুলিশ। সেখানেই সন্দেহজনক একটি আটক করে ৷ উদ্ধার হয় প্রায় 70 কেজি গাঁজা। যার বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা। গাঁজা সমেত গাড়ি ও গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। কোথা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতেই ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে আধিকারিকরা।
আরও পড়ুন: গাঁজা পাচার চক্রে জামতারা গ্যাং! বারাবনিতে গ্রেফতার দুই
প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাশের রাজ্য ওড়িশা থেকে এই গাঁজা রাজ্যে নিয়ে আসা হচ্ছিল । তবে দুর্গাপুজোর আগে এতো বিপুল পরিমাণ গাঁজা পাচারের ঘটনায় তদন্তকারীরাও নড়েচড়ে বসেছেন। ঘটনার সঙ্গে আন্তর্জাতিক ও জাতীয় মাদক চক্রের যোগ আছে কি না, তাও খতিয়ে দেখছেন আধিকারিকরা। ধৃতের বিরুদ্ধে ভারতীয় মাদক বিরোধী আইনের ধারাতে মামলা রুজু করা হবে বলেই জানা গিয়েছে ৷ পাশাপাশি আটক হওয়া গাড়ির মালিককে খোঁজ করার চেষ্টা চালানো হচ্ছে। গাড়িটি চুরির গাড়ি কি না, তাও খতিয়ে দেখা হবে বলে পাঁচলা থানা সূত্রে খবর।