ETV Bharat / city

হাওড়ায় গর্ভবতীকে ধর্ষণের অভিযোগ - পাঁচ মাসের এক গর্ভবতী মহিলাকে ধর্ষণের অভিযোগ

হাওড়ার পাঁচ মাসের এক গর্ভবতীকে ধর্ষণের অভিযোগ । প্রতিবেশী এক যুবক যুবতির স্বামীকে মদের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য করে দেয় বলে অভিযোগ । তারপর যুবতিকে ধর্ষণ করা হয় ৷

physical harassment
গৃহবধূকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য
author img

By

Published : Feb 11, 2020, 5:45 PM IST

হাওড়া,11 ফেব্রুয়ারি : হাওড়ার নাজিরগঞ্জ থানা এলাকায় এক গর্ভবতী যুবতিকে ধর্ষণের অভিযোগ ৷ পাঁচ মাসের গর্ভবতী ওই যুবতিকে এক প্রতিবেশী যুবক ধর্ষণ করে বলে অভিযোগ । যুবতিকে হাওড়া সদর হাসপাতালে ভরতি করা হয় । ঘটনায় নাজিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার স্বামী দিন মজুরের কাজ করেন । স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন তিনি । গতরাতে প্রাকৃতিককর্ম সারতে স্বামী-স্ত্রী বাইরে যান ৷ অভিযোগ, সেখান থেকে ফেরার পথে প্রতিবেশী ভাড়াটে সন্তোষ মাহাত যুবতির স্বামীকে সিগারেট কিনে আনতে বলে ।

যুবতির স্বামী তা দিতে অস্বীকার করেন । তখন তাঁকে বাইকে করে সিগারেট কিনে আনার কথা বলে সন্তোষ । এরপর সন্তোষ ও মহিলার স্বামী বাইকে চেপে চলে যান । সিগারেট কেনার নাম করে সন্তোষ মদ, কিছু স্ন্যাক্স কিনে মহিলার বাড়িতে আসে ৷ ওই মহিলার স্বামী নেশা করে ছিলেন । তবে আবারও মদ খাবার ইচ্ছে প্রকাশ করেন ৷ যুবতি অভিযোগপত্রে জানিয়েছেন, তাঁর স্বামীর মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয় ৷ সেই সুযোগে তাঁকে ধর্ষণ করে সন্তোষ ৷

আজ সকালে নাজিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন যুবতি ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভরতি করা হয় । গোটা ঘটনার তদন্ত করে দেখছে নাজিরগঞ্জ থানার পুলিশ । অভিযুক্ত সন্তোষ মাহাত পলাতক । তার খোঁজ ইতিমধ্যে শুরু করেছে নাজিরগঞ্জ থানার পুলিশ।

হাওড়া,11 ফেব্রুয়ারি : হাওড়ার নাজিরগঞ্জ থানা এলাকায় এক গর্ভবতী যুবতিকে ধর্ষণের অভিযোগ ৷ পাঁচ মাসের গর্ভবতী ওই যুবতিকে এক প্রতিবেশী যুবক ধর্ষণ করে বলে অভিযোগ । যুবতিকে হাওড়া সদর হাসপাতালে ভরতি করা হয় । ঘটনায় নাজিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার স্বামী দিন মজুরের কাজ করেন । স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন তিনি । গতরাতে প্রাকৃতিককর্ম সারতে স্বামী-স্ত্রী বাইরে যান ৷ অভিযোগ, সেখান থেকে ফেরার পথে প্রতিবেশী ভাড়াটে সন্তোষ মাহাত যুবতির স্বামীকে সিগারেট কিনে আনতে বলে ।

যুবতির স্বামী তা দিতে অস্বীকার করেন । তখন তাঁকে বাইকে করে সিগারেট কিনে আনার কথা বলে সন্তোষ । এরপর সন্তোষ ও মহিলার স্বামী বাইকে চেপে চলে যান । সিগারেট কেনার নাম করে সন্তোষ মদ, কিছু স্ন্যাক্স কিনে মহিলার বাড়িতে আসে ৷ ওই মহিলার স্বামী নেশা করে ছিলেন । তবে আবারও মদ খাবার ইচ্ছে প্রকাশ করেন ৷ যুবতি অভিযোগপত্রে জানিয়েছেন, তাঁর স্বামীর মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয় ৷ সেই সুযোগে তাঁকে ধর্ষণ করে সন্তোষ ৷

আজ সকালে নাজিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন যুবতি ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভরতি করা হয় । গোটা ঘটনার তদন্ত করে দেখছে নাজিরগঞ্জ থানার পুলিশ । অভিযুক্ত সন্তোষ মাহাত পলাতক । তার খোঁজ ইতিমধ্যে শুরু করেছে নাজিরগঞ্জ থানার পুলিশ।

Intro:হাওড়ার নাজিরগঞ্জ থানা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য।
হাওড়ার পাঁচপড়া পঞ্চায়েতের কোলে পাড়ায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহতাবস্থায় অবস্থায় তাকে হাওড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী দিন মজুরের কাজ করেন। ৫ মাসের সন্তানসম্ভবা এই মহিলা তার স্বামীর সাথেই ভাড়া বাড়িতে থাকেন। শনিবার মধ্য রাতে বাথরুমের প্রয়োজনে স্বামী ও স্ত্রী উঠে বাথরুমে যায়। বাথরুম থেকে ফেরার সময় ওপর আরেক প্রতিবেশী ভাড়াটে সন্তোষ মাহাতো খুসবুর স্বামীকে ডাকে ও তাকে সিগারেট এনে দিতে বলে। তার স্বামী পারবে না বললে তাকে বাইকে করে সিগারেট কিনে আনার কথা বলে। এরপর তারা দুজনে বাইকে চেপে চলে যায়। সিগারেট কেনার নাম করে অভিযুক্ত মদ, মদের সাথে খাবার জিনিষ কিনে তাদের বাড়িতে বসে খাবার প্রস্তাব দেয়। খুসবুর স্বামী ইতিমধ্যেই নেশা করে ছিলো। আবার মদ খাবার ইছেতে সেও রাজি হয়ে যায়। এরপর বাড়ি ফিরে তারা মদ্যপান করে। মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়ায় সে অচৈতন্য হয়ে পড়ে। সেই পরিস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত খুশবুকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরে সকালে সে অন্যান্য প্রতিবেশীদের জানায়। নাজিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনার তদন্ত করে দেখছে নাজিরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত সন্তোষ মাহাতো পলাতক। তার খোঁজ ইতিমধ্যে শুরু করেছে নাজিরগঞ্জ থানার পুলিশ।Body:BConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.