ETV Bharat / city

Howrah Station : হাওড়া স্টেশনেই হাতের মুঠোয় প্যাথলজি পরিষেবা - হাওড়া স্টেশনেই শুরু হচ্ছে প্যাথলজি পরিষেবা

এবার হাওড়া স্টেশনে শুরু হচ্ছে প্যাথলজি পরিষেবা । বাইরের যেকোনও টেস্ট সেন্টার বা প্যাথলজিক্যাল ল্যাবের তুলনায় কিছুটা কম মূল্যেই এই পরিষেবা পাবেন সাধারণ মানুষ । প্রাথমিকভাবে ঠিক হয়েছে, হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে কাউন্টার তৈরি করা হবে ।

Hawrah Station
বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এবার হাওড়া স্টেশনে শুরু হচ্ছে প্যাথলজি পরিষেবা
author img

By

Published : Nov 16, 2021, 11:00 PM IST

Updated : Nov 17, 2021, 8:10 PM IST

হাওড়া, 16 নভেম্বর : বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এবার হাওড়া স্টেশনে শুরু হচ্ছে প্যাথলজি পরিষেবা । ফলে এবার নিত্যযাত্রীরা চাইলেই অফিস কিংবা গন্তব্যে যাওয়ার আগে রক্ত, প্রস্রাব, কফ ইত্যাদি প্যাথলজিক্যাল পরীক্ষা করে নিতে পারবেন । রিপোর্ট পাওয়ার জন্যও অপেক্ষা করতে হবে না যাত্রীদের । যাত্রীদের মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করলেই রিপোর্ট সরাসরি মোবাইলে মেসেজ কিংবা অনলাইন মাধ্যমে চলে যাবে রোগীর কাছে ।

পাশাপাশি বাজার মূল্যে বা তার চেয়েও কিছুটা কম মূল্যে এই পরিষেবা পাবেন যাত্রীরা । রেল সূত্রে জানা গিয়েছে, দেশের নামী একটি বেসরকারি সংস্থাকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে হাওড়া স্টেশনে প্যাথলজিক্যাল সেন্টার করার জন্য । তারা স্টেশন চত্বরেই ছোট ছোট কাউন্টার করবে । সেই কাউন্টারেই অফিসযাত্রী থেকে সাধারণ ট্রেনযাত্রীরা তাদের প্রয়োজন মতো রক্ত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা করে নিতে পারবেন । এমনকি দূরপাল্লার যাত্রীদেরও যদি প্যাথলজিক্যাল পরীক্ষার দরকার পড়ে তবে তাঁরাও ব্যবহার করতে পারবেন এই কাউন্টার ।

হাওড়া স্টেশনেই হাতের মুঠোয় প্যাথলজি পরিষেবা

আরও পড়ুন : Mamata-Modi : ফের মমতার দিল্লি সফরের সম্ভাবনা, দেখা করতে পারেন মোদির সঙ্গেও

বাইরের যেকোনও টেস্ট সেন্টার বা প্যাথলজিক্যাল ল্যাবের তুলনায় কিছুটা কম মূল্যেই এই পরিষেবা পাবেন সাধারণ মানুষ । ফলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে, হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে কাউন্টার তৈরি করা হবে । যদিও পাকাপাকিভাবে জায়গা নির্বাচন এখনও বাকি । তা চুড়ান্ত হলেই কাউন্টার তৈরি করে ফেলা হবে । হাওড়া ডিভিশনের ডিআরএম মণীশ জৈন বলেন, ‘‘দেশের অন্যতম ব্যস্ত স্টেশন হাওড়া । বহু মানুষ নিত্য এই স্টেশন ব্যবহার করে । স্টেশনেই প্যাথলজিক্যাল সেন্টার হলে তা অনেক মানুষের উপকারে লাগবে । ব্যস্ত সময়েই তাঁরা একটি গুরুত্বপূর্ণ কাজ সেরে নিতে পারবেন । রেলের অনুমতিক্রমে একটি বেসরকারি সংস্থা এই সেন্টার চালাবে । যাতায়াতের পথে যাত্রীরা স্যাম্পেল দিয়ে চলে গেলে রিপোর্ট তাঁদের মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে ।’’

হাওড়া, 16 নভেম্বর : বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এবার হাওড়া স্টেশনে শুরু হচ্ছে প্যাথলজি পরিষেবা । ফলে এবার নিত্যযাত্রীরা চাইলেই অফিস কিংবা গন্তব্যে যাওয়ার আগে রক্ত, প্রস্রাব, কফ ইত্যাদি প্যাথলজিক্যাল পরীক্ষা করে নিতে পারবেন । রিপোর্ট পাওয়ার জন্যও অপেক্ষা করতে হবে না যাত্রীদের । যাত্রীদের মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করলেই রিপোর্ট সরাসরি মোবাইলে মেসেজ কিংবা অনলাইন মাধ্যমে চলে যাবে রোগীর কাছে ।

পাশাপাশি বাজার মূল্যে বা তার চেয়েও কিছুটা কম মূল্যে এই পরিষেবা পাবেন যাত্রীরা । রেল সূত্রে জানা গিয়েছে, দেশের নামী একটি বেসরকারি সংস্থাকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে হাওড়া স্টেশনে প্যাথলজিক্যাল সেন্টার করার জন্য । তারা স্টেশন চত্বরেই ছোট ছোট কাউন্টার করবে । সেই কাউন্টারেই অফিসযাত্রী থেকে সাধারণ ট্রেনযাত্রীরা তাদের প্রয়োজন মতো রক্ত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা করে নিতে পারবেন । এমনকি দূরপাল্লার যাত্রীদেরও যদি প্যাথলজিক্যাল পরীক্ষার দরকার পড়ে তবে তাঁরাও ব্যবহার করতে পারবেন এই কাউন্টার ।

হাওড়া স্টেশনেই হাতের মুঠোয় প্যাথলজি পরিষেবা

আরও পড়ুন : Mamata-Modi : ফের মমতার দিল্লি সফরের সম্ভাবনা, দেখা করতে পারেন মোদির সঙ্গেও

বাইরের যেকোনও টেস্ট সেন্টার বা প্যাথলজিক্যাল ল্যাবের তুলনায় কিছুটা কম মূল্যেই এই পরিষেবা পাবেন সাধারণ মানুষ । ফলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে, হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে কাউন্টার তৈরি করা হবে । যদিও পাকাপাকিভাবে জায়গা নির্বাচন এখনও বাকি । তা চুড়ান্ত হলেই কাউন্টার তৈরি করে ফেলা হবে । হাওড়া ডিভিশনের ডিআরএম মণীশ জৈন বলেন, ‘‘দেশের অন্যতম ব্যস্ত স্টেশন হাওড়া । বহু মানুষ নিত্য এই স্টেশন ব্যবহার করে । স্টেশনেই প্যাথলজিক্যাল সেন্টার হলে তা অনেক মানুষের উপকারে লাগবে । ব্যস্ত সময়েই তাঁরা একটি গুরুত্বপূর্ণ কাজ সেরে নিতে পারবেন । রেলের অনুমতিক্রমে একটি বেসরকারি সংস্থা এই সেন্টার চালাবে । যাতায়াতের পথে যাত্রীরা স্যাম্পেল দিয়ে চলে গেলে রিপোর্ট তাঁদের মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে ।’’

Last Updated : Nov 17, 2021, 8:10 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.