হাওড়া, 23 জুন : ছেলে কোরোনা আক্রান্ত হয়ে ভরতি কোভিড হাসপাতলে। তাই তার বাবা-মাকে ঘরে ঢুকতে দিল না বাড়ির মালিক ও প্রতিবেশীরা। এই ঘটনাটি ডোমজুড়ের সলপ বটতলা এলাকার । এর প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখায় দম্পতি। পরে পুলিশের হস্তক্ষেপে সমস্যা সমাধান হয়।
স্থানীয় সূত্রে খবর, ডোমজুড়ের বটতলা এক যুবক গত বৃহস্পতিবার হাওড়া জেলা হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করতে আসেন। তাঁর লালারসের নমুনা পরীক্ষা করলে দেখা যায় কোরোনা আক্রান্ত। এরপরে গতকাল ডোমজুড় হাসপাতাল থেকে তার বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। সেই অ্যাম্বুলেন্সে করে তাঁকে ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে চিকিৎসাধীন। এই খবর এলাকায় চাউর হতেই ওই যুবকের বাবা- মায়ের উপর বাড়ির মালিক এবং প্রতিবেশীরা চাপ দিতে থাকেন বাড়ি ছেড়ে দেবার জন্য। অবশেষে বাড়িতে থাকতে না পেরে ওই দম্পতি পুলিশের দ্বারস্থ হন ।
অভিযোগ পুলিশের পক্ষ থেকেও তাঁদের কোনও সহযোগিতা করা হয়নি। পরে ওই দুজনের সলপ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা হয়। তারা কোরোনার উপসর্গহীন ছিল। বাড়ি ফিরতে না পেরে ওই দম্পতি রাস্তাতেই রাত কাটাযন। মঙ্গলবার সকালে স্বামী- স্ত্রী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাযন। ঘটনাস্থানে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। পরে প্রশাসনের হস্তক্ষেপে ওই দম্পতিকে একটি কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডোমজুড়ের BDO রাজা ভৌমিক। এছাড়া কোরোনা নিয়ে মানুষকে সচেতন করার কাজ চলছে বলে তিনি জানান।