ETV Bharat / city

"গোলি মারো" স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আরও 1 - goli maro

"গোলি মারো" স্লোগান দিলে অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ এই স্লোগান দেওয়ার অভিযোগে আজ লিলুয়া থেকে আরও এক BJP কর্মীকে গ্রেপ্তার করা হল ৷

one arrested from howrah for goli maro slogan in kolkata
ভানু প্রতাপ সিং
author img

By

Published : Mar 4, 2020, 10:20 PM IST

হাওড়া, 4 মার্চ : "গোলি মারো" স্লোগান দেওয়ার অভিযোগে আরও এক BJP কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ভানু প্রতাপ সিং নামে লিলুয়ার ওই যুবককে আজ তাঁর নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে ৷ যদিও "দেশ কে গদ্দারোকো গোলি মারো" স্লোগান দেওয়ার মধ্যে অপরাধের কিছু দেখছে না ভানু প্রতাপের পরিবার ৷ এই নিয়ে ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

শহিদ মিনারে অমিত শাহর সভায় যাওয়ার পথে কয়েকজনকে ‘‘দেশ কে গদ্দারোকো গোলি মারো’’ স্লোগান দিতে দেখা যায় ৷ ঘটনার প্রতিবাদ জানায় অনেকে ৷ এরপর "গোলি মারো’ স্লোগান দিলে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মাও ৷ সেইমতো কয়েকজনকে গ্রেপ্তার করা হয় ৷ আজ লিলুয়া থেকে BJP কর্মী ভানু প্রতাপ সিংকে গ্রেপ্তার করে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, লিলুয়া থেকে যে মিছিল শহিদ মিনারের দিকে যাচ্ছিল তাতে নেতৃত্ব দিচ্ছিল ভানু ৷ ওই মিছিল থেকেই "গোলি মারো" স্লোগান দেওয়া বলে অভিযোগ ৷ উস্কানিমূলক স্লোগান দেওয়া ছাড়াও ভানুর বিরুদ্ধে জালিয়াতির একটি মামলায় দায়ের করেছে পুলিশ ৷ অভিযুক্তকে আজ জেলা নগর ও দায়রা আদালতে তোলা হলে তার সাতদিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

ভানুর পরিবার অবশ্য "গোলি মারো" স্লোগান দেওয়ার মধ্যে কোনও অপরাধ দেখছে না ৷ তাঁর দাদা এ পি সিং বলেন, ‘‘আমার ভাই এরকম কোনও স্লোগান দেয়নি ৷ ওকে ফাঁসানো হয়েছে ৷ এরাজ্যে যারা BJP করছে, তাদের গ্রেপ্তার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ অমিত শাহের সভার জন্য ভাই অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল ৷ তাই ওকে আগে থেকেই গ্রেপ্তারের পরিকল্পনা করে পুলিশ ৷ যদি স্লোগানও দেয় তাতে ভুল কী ? যারা দেশের শত্রু তাদের গুলি মারতে অসুবিধা কোথায়? তা ছাড়া ও নিজে গুলি মারার কথা বলছে না ৷ সেনা বা দেশের অন্যান্য রক্ষকদের বলা হচ্ছে দেশের শত্রুদের গুলি মারতে ৷ হিন্দিতে এই ধরনের প্রবাদও প্রচলিত রয়েছে ৷’’

‘গোলি মারো’ স্লোগান দেওয়া অপরাধ নয় বলে মনে করছেন ভানু প্রতাপের দাদা

হাওড়া, 4 মার্চ : "গোলি মারো" স্লোগান দেওয়ার অভিযোগে আরও এক BJP কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ভানু প্রতাপ সিং নামে লিলুয়ার ওই যুবককে আজ তাঁর নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে ৷ যদিও "দেশ কে গদ্দারোকো গোলি মারো" স্লোগান দেওয়ার মধ্যে অপরাধের কিছু দেখছে না ভানু প্রতাপের পরিবার ৷ এই নিয়ে ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

শহিদ মিনারে অমিত শাহর সভায় যাওয়ার পথে কয়েকজনকে ‘‘দেশ কে গদ্দারোকো গোলি মারো’’ স্লোগান দিতে দেখা যায় ৷ ঘটনার প্রতিবাদ জানায় অনেকে ৷ এরপর "গোলি মারো’ স্লোগান দিলে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মাও ৷ সেইমতো কয়েকজনকে গ্রেপ্তার করা হয় ৷ আজ লিলুয়া থেকে BJP কর্মী ভানু প্রতাপ সিংকে গ্রেপ্তার করে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, লিলুয়া থেকে যে মিছিল শহিদ মিনারের দিকে যাচ্ছিল তাতে নেতৃত্ব দিচ্ছিল ভানু ৷ ওই মিছিল থেকেই "গোলি মারো" স্লোগান দেওয়া বলে অভিযোগ ৷ উস্কানিমূলক স্লোগান দেওয়া ছাড়াও ভানুর বিরুদ্ধে জালিয়াতির একটি মামলায় দায়ের করেছে পুলিশ ৷ অভিযুক্তকে আজ জেলা নগর ও দায়রা আদালতে তোলা হলে তার সাতদিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

ভানুর পরিবার অবশ্য "গোলি মারো" স্লোগান দেওয়ার মধ্যে কোনও অপরাধ দেখছে না ৷ তাঁর দাদা এ পি সিং বলেন, ‘‘আমার ভাই এরকম কোনও স্লোগান দেয়নি ৷ ওকে ফাঁসানো হয়েছে ৷ এরাজ্যে যারা BJP করছে, তাদের গ্রেপ্তার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ অমিত শাহের সভার জন্য ভাই অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল ৷ তাই ওকে আগে থেকেই গ্রেপ্তারের পরিকল্পনা করে পুলিশ ৷ যদি স্লোগানও দেয় তাতে ভুল কী ? যারা দেশের শত্রু তাদের গুলি মারতে অসুবিধা কোথায়? তা ছাড়া ও নিজে গুলি মারার কথা বলছে না ৷ সেনা বা দেশের অন্যান্য রক্ষকদের বলা হচ্ছে দেশের শত্রুদের গুলি মারতে ৷ হিন্দিতে এই ধরনের প্রবাদও প্রচলিত রয়েছে ৷’’

‘গোলি মারো’ স্লোগান দেওয়া অপরাধ নয় বলে মনে করছেন ভানু প্রতাপের দাদা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.