ETV Bharat / city

ফের হাওড়ায় উদ্ধার অস্ত্র

author img

By

Published : May 31, 2019, 11:52 PM IST

Updated : Jun 1, 2019, 12:10 AM IST

আবার হাওড়ায় উদ্ধার বেআইনি অস্ত্র । শিবপুরের ফজিরবাজারে একটি ঘর থেকে উদ্ধার হয় 20 টি সেমি ফিনিশড 7mm পিস্তল ।

হাওড়ায় উদ্ধার অস্ত্র

হাওড়া, 31 মে : ফের বেআইনি অস্ত্র উদ্ধার হাওড়ায়। এবার শিবপুরের ফজিরবাজার এলাকার একটি ঘর থেকে উদ্ধার হয় 20 টি সেমি ফিনিশড 7mm পিস্তল ।

এর আগে গতকাল স্যান্ড রোডের সাদ্দাম হাউজ়ে অভিযান চালায় কলকাতা পুলিশের STF । 22টা সেমি ফিনিশড 7 mm পিস্তল সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় । ধৃতদের নাম মহম্মদ চাঁদ, মহম্মদ সুলতান, মহম্মদ সিল্টু । তাদের জেরা করে হাওড়ার পিলখানায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ মেলে । STF ও গোলাবাড়ি থানার পুলিশ আজ সকালে যৌথ অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার করে 26টি সেমি ফিনিশড 7 mm পিস্তল । এরপর ধৃত মহম্মদ চাঁদকে ফের জেরা করে জানা যায় ফজিরবাজারে রেহানা খাতুনের বাড়িতে অস্ত্র মজুত করে রাখা আছে । আজ রাত 8 টা 15 নাগাদ ফের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 20 টি সেমি ফিনিশড 7mm পিস্তল । পুলিশ সূত্রে খবর, অস্ত্র কারখানায় পিস্তল তৈরির পর ওই বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হত ।

ভিডিয়োয় দেখুন

হাওড়া, 31 মে : ফের বেআইনি অস্ত্র উদ্ধার হাওড়ায়। এবার শিবপুরের ফজিরবাজার এলাকার একটি ঘর থেকে উদ্ধার হয় 20 টি সেমি ফিনিশড 7mm পিস্তল ।

এর আগে গতকাল স্যান্ড রোডের সাদ্দাম হাউজ়ে অভিযান চালায় কলকাতা পুলিশের STF । 22টা সেমি ফিনিশড 7 mm পিস্তল সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় । ধৃতদের নাম মহম্মদ চাঁদ, মহম্মদ সুলতান, মহম্মদ সিল্টু । তাদের জেরা করে হাওড়ার পিলখানায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ মেলে । STF ও গোলাবাড়ি থানার পুলিশ আজ সকালে যৌথ অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার করে 26টি সেমি ফিনিশড 7 mm পিস্তল । এরপর ধৃত মহম্মদ চাঁদকে ফের জেরা করে জানা যায় ফজিরবাজারে রেহানা খাতুনের বাড়িতে অস্ত্র মজুত করে রাখা আছে । আজ রাত 8 টা 15 নাগাদ ফের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 20 টি সেমি ফিনিশড 7mm পিস্তল । পুলিশ সূত্রে খবর, অস্ত্র কারখানায় পিস্তল তৈরির পর ওই বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হত ।

ভিডিয়োয় দেখুন
Intro:রেহানা খাতুনের থেকে এগারো মাসের এগ্রিমেন্টে ঘর ভাড়া নিয়েছিল মহ চাঁদ।এই ঘরে পুরানো ওয়াসিং মেশিনের মধ্যে লুকিয়ে রেখেছিল আগ্নেয়াস্ত্র।Body:HConclusion:
Last Updated : Jun 1, 2019, 12:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.