ETV Bharat / city

বাবলুকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বাড়ির সামনে ভিড় - pulwama attack

শহিদ CRPF জওয়ান বাবলু সাঁতরাকে শেষ শ্রদ্ধা
author img

By

Published : Feb 16, 2019, 4:36 PM IST

হাওড়া, ১৬ ফেব্রুয়ারি : আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শেষবারের মত নিজের বাড়িতে ফিরছে কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ CRPF জওয়ান বাবলু সাঁতরার মৃতদেহ। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে হাওড়ার বাউরিয়ার চককাশি রাজবংশী পাড়া।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাবলুর বাড়ি সংলগ্ন মাঠে ভিড় বাড়ছে সাধারণ মানুষের। গতকালের মত আজও তারা বাবলুর ছবির সামনে মোমবাতি জ্বেলে শ্রদ্ধা জানিয়েছেন। যদিও এত কিছুর মাঝে এখনও শোকে কথা বলতে পারছেন না বাবলুর স্ত্রী। বাবলু বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে তাঁর ছয় বছরের মেয়ে ও মা। শোকে পাথর সন্তান হারা মা-ও।

গোটা এলাকাকে ইতিমধ্যেই ঘিরে ফেলেছে পুলিশ। পুলিশের তরফেও শহিদ জওয়ানকে শ্রদ্ধা জানানোর জন্য চলছে প্রস্তুতি।

হাওড়া, ১৬ ফেব্রুয়ারি : আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শেষবারের মত নিজের বাড়িতে ফিরছে কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ CRPF জওয়ান বাবলু সাঁতরার মৃতদেহ। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে হাওড়ার বাউরিয়ার চককাশি রাজবংশী পাড়া।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাবলুর বাড়ি সংলগ্ন মাঠে ভিড় বাড়ছে সাধারণ মানুষের। গতকালের মত আজও তারা বাবলুর ছবির সামনে মোমবাতি জ্বেলে শ্রদ্ধা জানিয়েছেন। যদিও এত কিছুর মাঝে এখনও শোকে কথা বলতে পারছেন না বাবলুর স্ত্রী। বাবলু বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে তাঁর ছয় বছরের মেয়ে ও মা। শোকে পাথর সন্তান হারা মা-ও।

গোটা এলাকাকে ইতিমধ্যেই ঘিরে ফেলেছে পুলিশ। পুলিশের তরফেও শহিদ জওয়ানকে শ্রদ্ধা জানানোর জন্য চলছে প্রস্তুতি।

New Delhi, Feb 15 (ANI): While speaking to ANI on Pulwama terror attack that took place on Thursday, Minister of State for External Affairs and former Army Chief VK Singh said, "Appropriate action will be taken, it's a very sad incident, it's deplorable, it's something which should lead us to taking action, so that this should not happen again. Pakistan must take action against Jaish-e-Mohammed (JeM) and Masood Azhar, the onus is on Pak now."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.