হাওড়া, ১৬ ফেব্রুয়ারি : আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শেষবারের মত নিজের বাড়িতে ফিরছে কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ CRPF জওয়ান বাবলু সাঁতরার মৃতদেহ। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে হাওড়ার বাউরিয়ার চককাশি রাজবংশী পাড়া।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাবলুর বাড়ি সংলগ্ন মাঠে ভিড় বাড়ছে সাধারণ মানুষের। গতকালের মত আজও তারা বাবলুর ছবির সামনে মোমবাতি জ্বেলে শ্রদ্ধা জানিয়েছেন। যদিও এত কিছুর মাঝে এখনও শোকে কথা বলতে পারছেন না বাবলুর স্ত্রী। বাবলু বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে তাঁর ছয় বছরের মেয়ে ও মা। শোকে পাথর সন্তান হারা মা-ও।
গোটা এলাকাকে ইতিমধ্যেই ঘিরে ফেলেছে পুলিশ। পুলিশের তরফেও শহিদ জওয়ানকে শ্রদ্ধা জানানোর জন্য চলছে প্রস্তুতি।