হাওড়া, 30 অগস্ট: ইন্টার লকিংয়ের কাজের জন্য বেশ কয়েকটি ট্রেন বাতিলের (Multiple trains cancelled) ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল । নাগপুর ডিভিশনে (Nagpur Division) কাজের জন্যে এই ট্রেনগুলি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) তরফে বলে জানা গিয়েছে ৷ জেনে নিন কোন দিন কোন ট্রেন বাতিল হয়েছে ।
বাতিল ট্রেনগুলির তালিকা (Cancelled Train List):
- 18109 টাটানগর-ইটওয়ারী এক্সপ্রেস, অগস্ট 30 থেকে সেপ্টেম্বর 4 পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
- 18110 ইটওয়ারী - টাটানগর এক্সপ্রেস, অগস্ট 30 থেকে সেপ্টেম্বর 6 পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
- 18030 শালিমার - এলটিটি এক্সপ্রেস, অগস্ট 30 তারিখ থেকে সেপ্টেম্বর 4 পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
- 18029 এলটিটি-শালিমার এক্সপ্রেস, অগস্ট 30 থেকে সেপ্টেম্বর 4 পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
- 12810 হাওড়া - মুম্বই সিএসএমটি এক্সপ্রেস, অগস্ট 30 থেকে সেপ্টেম্বর 4 পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
- 12809 মুম্বই সিএসএমটি- হাওড়া এক্সপ্রেস, অগস্ট 30 থেকে সেপ্টেম্বর 4 পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
- 12834 হাওড়া - আহমেদাবাদ এক্সপ্রেস, অগস্ট 30 থেকে সেপ্টেম্বর 4 পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
- 12833 আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস, অগস্ট 30 থেকে সেপ্টেম্বর 4 তারিখ পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
- 12130 হাওড়া- পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, অগস্ট 30 থেকে সেপ্টেম্বর 4 তারিখ পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
- 12129 পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস-হাওড়া এক্সপ্রেস, অগস্ট 30 থেকে সেপ্টেম্বর 4 তারিখ পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
আরও পড়ুন: স্পেশাল ট্রেনের ইঞ্জিন বিকল, ব্যান্ডেল-কাটোয়া শাখায় ব্যাহত পরিষেবা
- 12101 এলটিটি-শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, অগস্ট 30, সেপ্টেম্বর 2 ও সেপ্টেম্বর 3 বাতিল করা হয়েছে ।
- 12102 শালিমার-এলটিটি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, সেপ্টেম্বর 1, 4, 5 বাতিল ঘোষণা করা হয়েছে ।
- 22846 হাতিয়া-পুনে এক্সপ্রেস, সেপ্টেম্বর 2 বাতিল করা হয়েছে ।
- 22845 পুনে-হাতিয়া এক্সপ্রেস, সেপ্টেম্বর 4 বাতিল করা হয়েছে ।
- 12812 হাতিয়া-এলটিটি এক্সপ্রেস সেপ্টেম্বর 2,3 বাতিল ঘোষণা করা হয়েছে।
- 12811 এলটিটি-হাতিয়া এক্সপ্রেস, সেপ্টেম্বর 4,5 বাতিল ঘোষণা করা হয়েছে ।
- 12905 পোরবন্দর - শালিমার এক্সপ্রেস, অগস্ট 31 ও সেপ্টেম্বর 1 বাতিল করা হয়েছে ।
- 12906 শালিমার-পোরবন্দর এক্সপ্রেস, সেপ্টেম্বর 2,3 বাতিল করা হয়েছে ।
- 20822 সাঁতরাগাছি -পুনে হামসফর এক্সপ্রেস, সেপ্টেম্বর 3 বাতিল করা হয়েছে ।
- 20821 পুনে-সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস, সেপ্টেম্বর 5 বাতিল করা হয়েছে ।
আরও পড়ুন: হাওড়া ও শিয়ালদা শাখায় একাধিক ট্রেন বাতিল, সমস্যায় যাত্রীরা
- 22894 হাওড়া-শ্রীনগর শিরডি এক্সপ্রেস, সেপ্টেম্বর 1 বাতিল করা হয়েছে ।
- 22893 শ্রীনগর-হাওড়া এক্সপ্রেস, সেপ্টেম্বর 3 বাতিল করা হয়েছে ।
- 22905 ওখা- শালিমার এক্সপ্রেস, সেপ্টেম্বর 4 বাতিল করা হয়েছে ।
- 22906 শালিমার-ওখা এক্সপ্রেস, সেপ্টেম্বর 6 বাতিল করা হয়েছে ৷