হাওড়া,10 মে : ভিনরাজ্য থেকে হেঁটেই বাড়ি ফিরতে দেখা গেছে অনেককে । এবার সেই ছবি ধরা পড়ল ডোমজুড়ের নিবরায় । ছ'নম্বর জাতীয় সড়ক ধরে 54 জন শ্রমিককে বাড়ি ফিরতে দেখা গেল। তাদের মধ্যে 10 জন মহিলা ও 10 জন কিশোর রয়েছে । তারা হায়দরাবাদে রাজমিস্ত্রি ও জোগাড়ের কাজ করত।
লকডাউন শুরুর পরই তাদের কাজ বন্ধ হয়ে যায় । কম্পানি থেকেও কোনও আর্থিক সহযোগিতা পায়নি বলে অভিযোগ । কোনওদিন অর্ধাহারে আবার কোনওদিন না খেয়েই দিন কাটছিল । তাই তারা ওই রাজ্যের নোডাল অফিসারের দ্বারস্থ হয়। অভিযোগ, সেখানে পুলিশ দিয়ে তাদের মারধর করে হটিয়ে দেওয়া হয়েছে। তাদের কোনও সাহায্য করা হয়নি। আর কোনও উপায় না দেখে হেঁটে 8 মে তেলাঙ্গানা সীমান্তে পৌঁছায় তারা। সেখানে তাদের পারমিট দেয় পুলিশ । স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। পরে পুলিশের সহযোগিতায় 40 হাজার টাকা ভাড়া দিয়ে একটি লরিতে খড়গপুর পৌঁছায় । এপর হাতে অর্থ না থাকায় খড়গপুর থেকে হেঁটেই মালদায় ফেরার সিদ্ধান্ত নেয় তারা।
আজ দুপুরে ডোমজুড়ের নিবরাতে ছ'নম্বর জাতীয় সড়ক ধরে এগোতে থাকে তারা । সেখানে কয়েকজন স্থানীয় বাসিন্দা তাদের খাবারের বন্দোবস্ত করেন । পরে মন্ত্রী অরূপ রায় তাদের কথা জানতে পেরে দু'টি বাসের বন্দোবস্ত করেন।