ETV Bharat / city

মণিরুলের যোগদানে ক্ষুব্ধ নিচুতলার কর্মীরা, অনুপমকে নিয়ে প্রশ্ন রন্তিদেবের - bjp

সোশাল মিডিয়ায় মণিরুলের BJP-তে যোগদান সংক্রান্ত বিষয় নিয়ে গর্জে উঠেছেন অনেকেই । কেউ কেউ বলছেন, "যে মণিরুল কথায় কথায় BJP কর্মীদের মারার হুমকি দিতেন, তাঁকে কেন আগ বাড়িয়ে দলে নেওয়া হল ?"

রন্তিদেব
author img

By

Published : May 30, 2019, 2:53 AM IST

হাওড়া, 30 মে : তৃণমূল ছেড়ে BJP-তে যোগদানের পালা অব্যাহত । সম্প্রতি শুভ্রাংশু রায়-সহ তিন বিধায়ক যোগ দিয়েছেন BJP-তে । এরপর গতকাল বীরভূমের লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । অনুপম হাজরার হাত ধরে মণিরুলের BJP-তে যোগদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ । তবে, BJP কর্মীদের একাংশ তাঁকে মেনে নিতে পারছেন না ।

AD
BJP-তে যোগ দিচ্ছেন মণিরুল ইসলাম

সোশাল মিডিয়ায় মণিরুলের BJP-তে যোগদান সংক্রান্ত বিষয় নিয়ে গর্জে উঠেছেন অনেকেই । কেউ কেউ বলছেন, "যে মণিরুল কথায় কথায় BJP কর্মীদের মারার হুমকি দিতেন, তাঁকে কেন আগ বাড়িয়ে দলে নেওয়া হল ?" অনেকে আবার তুলে ধরছেন, মণিরুলের সেই বিতর্কিত উক্তি । একটি সভা থেকে লাভপুরের বিধায়ক বলেছিলেন, "তিনজনকে পায়ের তল দিয়ে পিষে মেরেছিলুম ।" BJP কর্মীদের প্রশ্ন, "একজন খুনিকে দলে নেওয়াটা কি আদৌ উচিত ?"

এই সংক্রান্ত আরও খবর : অনুব্রতর জেলায় তৃণমূলে ভাঙন, সপুত্র BJP-তে যোগ মণিরুলের

একাংশ আবার অনুপম হাজরাকে দুষছেন । তাঁর কর্মকাণ্ডেও হতবাক নেতৃত্ব । অনুপমকে নিয়ে প্রশ্ন তুলেছেন রন্তিদেব সেনগুপ্ত । তিনি এবার হাওড়া লোকসভা কেন্দ্রে BJP-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন । RSS ঘনিষ্ঠ এই নেতা গতকাল ফেসবুকে পোস্ট করেন । লেখেন, "অনুপম হাজরার হাত ধরে মণিরুল ইসলাম প্রবেশ করলেন BJP-তে । এতে BJP-র কতখানি লাভ হল বা হবে তা আমি জানি না । তবে এটুকু বলতে পারি বীরভূম জেলাটির সঙ্গে আমার সামান্য একটু যোগাযোগ আছে। মণিরুলদের তাণ্ডবের প্রতিবাদে ওই জেলার মানুষ BJP-কে ভোট দিয়েছিলেন । এখন BJP সম্পর্কে তাদের কী ধারণা হবে ? আর একটি বিষয়ও আমার জানতে ইচ্ছে করছে । এই অনুপম হাজরা নামক লোকটি ঠিক কী করতে BJP-তে ঢুকেছে ? ভোটের সময় এই লোকটি অনুব্রত মণ্ডলের গলা জড়িয়ে ধরল । ভোট মিটতে মুনমুন সেনের সঙ্গে ছবি । অবশেষে মণিরুল ইসলামকে সাদরে BJP-তে ডেকে আনা । আর কী কী করতে চাইছে অনুপম ?"

হাওড়া, 30 মে : তৃণমূল ছেড়ে BJP-তে যোগদানের পালা অব্যাহত । সম্প্রতি শুভ্রাংশু রায়-সহ তিন বিধায়ক যোগ দিয়েছেন BJP-তে । এরপর গতকাল বীরভূমের লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । অনুপম হাজরার হাত ধরে মণিরুলের BJP-তে যোগদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ । তবে, BJP কর্মীদের একাংশ তাঁকে মেনে নিতে পারছেন না ।

AD
BJP-তে যোগ দিচ্ছেন মণিরুল ইসলাম

সোশাল মিডিয়ায় মণিরুলের BJP-তে যোগদান সংক্রান্ত বিষয় নিয়ে গর্জে উঠেছেন অনেকেই । কেউ কেউ বলছেন, "যে মণিরুল কথায় কথায় BJP কর্মীদের মারার হুমকি দিতেন, তাঁকে কেন আগ বাড়িয়ে দলে নেওয়া হল ?" অনেকে আবার তুলে ধরছেন, মণিরুলের সেই বিতর্কিত উক্তি । একটি সভা থেকে লাভপুরের বিধায়ক বলেছিলেন, "তিনজনকে পায়ের তল দিয়ে পিষে মেরেছিলুম ।" BJP কর্মীদের প্রশ্ন, "একজন খুনিকে দলে নেওয়াটা কি আদৌ উচিত ?"

এই সংক্রান্ত আরও খবর : অনুব্রতর জেলায় তৃণমূলে ভাঙন, সপুত্র BJP-তে যোগ মণিরুলের

একাংশ আবার অনুপম হাজরাকে দুষছেন । তাঁর কর্মকাণ্ডেও হতবাক নেতৃত্ব । অনুপমকে নিয়ে প্রশ্ন তুলেছেন রন্তিদেব সেনগুপ্ত । তিনি এবার হাওড়া লোকসভা কেন্দ্রে BJP-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন । RSS ঘনিষ্ঠ এই নেতা গতকাল ফেসবুকে পোস্ট করেন । লেখেন, "অনুপম হাজরার হাত ধরে মণিরুল ইসলাম প্রবেশ করলেন BJP-তে । এতে BJP-র কতখানি লাভ হল বা হবে তা আমি জানি না । তবে এটুকু বলতে পারি বীরভূম জেলাটির সঙ্গে আমার সামান্য একটু যোগাযোগ আছে। মণিরুলদের তাণ্ডবের প্রতিবাদে ওই জেলার মানুষ BJP-কে ভোট দিয়েছিলেন । এখন BJP সম্পর্কে তাদের কী ধারণা হবে ? আর একটি বিষয়ও আমার জানতে ইচ্ছে করছে । এই অনুপম হাজরা নামক লোকটি ঠিক কী করতে BJP-তে ঢুকেছে ? ভোটের সময় এই লোকটি অনুব্রত মণ্ডলের গলা জড়িয়ে ধরল । ভোট মিটতে মুনমুন সেনের সঙ্গে ছবি । অবশেষে মণিরুল ইসলামকে সাদরে BJP-তে ডেকে আনা । আর কী কী করতে চাইছে অনুপম ?"

Intro:28-05-19


সুজয় ঘোষ, কলকাতা




কলকাতাঃ আজ বিকেলেই দিল্লিতে বিজেপিতে যোগদিচ্ছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতেই শুভ্রাংশু রায় সহ ৫ জন বিধায়ক বিজেপির পতাকা তুলে নেবে বলে বিজেপি সূত্রে খবর।


বিজেপি সূত্রে খবর, বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য, গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস ও হেমতাবাদের বাম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ও বিজেপিতে যোগ দিতে পারে সূত্র মারফৎ জানা গিয়েছে।

বিজেপি সূত্রে খবর, হেমতাবাদ এর (সিপিআইএম) বিধায়াক দেবন্দ্রনাথ রায়ও আজ বিজেপিতে যোগ দিচ্ছে।
ইতিমধ্যেই তিনি দিল্লিতে পৌচ্ছে গিয়েছে।
এছাড়া, কাচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়ার চেয়ারম্যান কাউন্সিল মিলিয়ে মোট ৪৫ জন বিজেপিতে যোগ দিচ্ছেন।
আজ দিল্লিতে ভাটপাড়া পুরসভার ৮ জন কাউন্সিল বিজেপিতে যোগ দিচ্ছেন।

অন্যদিকে, আজ দিল্লিতে মুকুল রায় এর বাড়িতে বিশেষ খাওয়া দাওয়ার আয়েজন করতে দেখা যায়। সেখানে শুভ্রাংশু রায় কে খাবার পরিবেশন করতে দেখাও যায়।

বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, " রাজ্যে এখন গেরুয়া ঝড় উঠেছে। সেই ঝড় কে মুখ্যমন্ত্রী আটকাতে পারবে না। আজকের পর আমরা ৫ টি পুরসভাও দখল করব"



Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.