হাওড়া, 30 মে : তৃণমূল ছেড়ে BJP-তে যোগদানের পালা অব্যাহত । সম্প্রতি শুভ্রাংশু রায়-সহ তিন বিধায়ক যোগ দিয়েছেন BJP-তে । এরপর গতকাল বীরভূমের লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । অনুপম হাজরার হাত ধরে মণিরুলের BJP-তে যোগদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ । তবে, BJP কর্মীদের একাংশ তাঁকে মেনে নিতে পারছেন না ।
সোশাল মিডিয়ায় মণিরুলের BJP-তে যোগদান সংক্রান্ত বিষয় নিয়ে গর্জে উঠেছেন অনেকেই । কেউ কেউ বলছেন, "যে মণিরুল কথায় কথায় BJP কর্মীদের মারার হুমকি দিতেন, তাঁকে কেন আগ বাড়িয়ে দলে নেওয়া হল ?" অনেকে আবার তুলে ধরছেন, মণিরুলের সেই বিতর্কিত উক্তি । একটি সভা থেকে লাভপুরের বিধায়ক বলেছিলেন, "তিনজনকে পায়ের তল দিয়ে পিষে মেরেছিলুম ।" BJP কর্মীদের প্রশ্ন, "একজন খুনিকে দলে নেওয়াটা কি আদৌ উচিত ?"
এই সংক্রান্ত আরও খবর : অনুব্রতর জেলায় তৃণমূলে ভাঙন, সপুত্র BJP-তে যোগ মণিরুলের
একাংশ আবার অনুপম হাজরাকে দুষছেন । তাঁর কর্মকাণ্ডেও হতবাক নেতৃত্ব । অনুপমকে নিয়ে প্রশ্ন তুলেছেন রন্তিদেব সেনগুপ্ত । তিনি এবার হাওড়া লোকসভা কেন্দ্রে BJP-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন । RSS ঘনিষ্ঠ এই নেতা গতকাল ফেসবুকে পোস্ট করেন । লেখেন, "অনুপম হাজরার হাত ধরে মণিরুল ইসলাম প্রবেশ করলেন BJP-তে । এতে BJP-র কতখানি লাভ হল বা হবে তা আমি জানি না । তবে এটুকু বলতে পারি বীরভূম জেলাটির সঙ্গে আমার সামান্য একটু যোগাযোগ আছে। মণিরুলদের তাণ্ডবের প্রতিবাদে ওই জেলার মানুষ BJP-কে ভোট দিয়েছিলেন । এখন BJP সম্পর্কে তাদের কী ধারণা হবে ? আর একটি বিষয়ও আমার জানতে ইচ্ছে করছে । এই অনুপম হাজরা নামক লোকটি ঠিক কী করতে BJP-তে ঢুকেছে ? ভোটের সময় এই লোকটি অনুব্রত মণ্ডলের গলা জড়িয়ে ধরল । ভোট মিটতে মুনমুন সেনের সঙ্গে ছবি । অবশেষে মণিরুল ইসলামকে সাদরে BJP-তে ডেকে আনা । আর কী কী করতে চাইছে অনুপম ?"