ETV Bharat / city

টিকিয়াপাড়ায় ডাকাতিতে বাধা দিয়ে গিয়ে খুন বৃদ্ধ - howrah murder

ডাকাতি করতে গিয়ে বাধা পাওয়ায় গৃহকর্তাকে খুন করল দুষ্কৃতীরা । পাশাপাশি লুট করল নগদ টাকা সহ কয়েক লাখ টাকার সামগ্রী ।

মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে
author img

By

Published : Jun 29, 2019, 2:37 PM IST

টিকিয়াপাড়া, 29 জুন : ডাকাতি করতে গিয়ে বাধা পাওয়ায় গৃহকর্তাকে খুন করল দুষ্কৃতীরা । পাশাপাশি লুট করল নগদ টাকা সহ কয়েক লাখ টাকার সামগ্রী । ঘটনাটি হাওড়ার টিকিয়াপাড়া এলাকার । মৃতের নাম মহম্মদ জলিল (62) । তিনি অবসরপ্রাপ্ত রেলকর্মী । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জলিল ও তাঁর স্ত্রী টিকিয়াপাড়ার হারাচাঁদ মুখার্জি লেনে একটি আবাসনে থাকেন । জলিলসাহেবের স্ত্রী পক্ষাঘাতে শয্যাশায়ী । আজ সকালে কয়েকজন দুষ্কৃতী আবাসনে তাদের ফ্ল্যাটে ডাকাতি করতে ঢোকে । তাদের আটকাতে গিয়ে খুন হন জলিল । পরে বাড়ির কাজের মহিলা মৃত অবস্থায় তাঁকে বাথরুমে পড়ে থাকতে দেখেন । তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে ।

খবর পেয়ে ঘটনাস্থানে যান হাওড়ার পুলিশ কমিশনার গৌরব শর্মা । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ডাকা হয় ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে । খতিয়ে দেখা হচ্ছে এলাকার CCTV ফুটেজ । পুলিশের প্রাথমিক অনুমান, ডাকাতিতে বাধা দেওয়ার জন্যই খুন । তবে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

টিকিয়াপাড়া, 29 জুন : ডাকাতি করতে গিয়ে বাধা পাওয়ায় গৃহকর্তাকে খুন করল দুষ্কৃতীরা । পাশাপাশি লুট করল নগদ টাকা সহ কয়েক লাখ টাকার সামগ্রী । ঘটনাটি হাওড়ার টিকিয়াপাড়া এলাকার । মৃতের নাম মহম্মদ জলিল (62) । তিনি অবসরপ্রাপ্ত রেলকর্মী । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জলিল ও তাঁর স্ত্রী টিকিয়াপাড়ার হারাচাঁদ মুখার্জি লেনে একটি আবাসনে থাকেন । জলিলসাহেবের স্ত্রী পক্ষাঘাতে শয্যাশায়ী । আজ সকালে কয়েকজন দুষ্কৃতী আবাসনে তাদের ফ্ল্যাটে ডাকাতি করতে ঢোকে । তাদের আটকাতে গিয়ে খুন হন জলিল । পরে বাড়ির কাজের মহিলা মৃত অবস্থায় তাঁকে বাথরুমে পড়ে থাকতে দেখেন । তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে ।

খবর পেয়ে ঘটনাস্থানে যান হাওড়ার পুলিশ কমিশনার গৌরব শর্মা । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ডাকা হয় ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে । খতিয়ে দেখা হচ্ছে এলাকার CCTV ফুটেজ । পুলিশের প্রাথমিক অনুমান, ডাকাতিতে বাধা দেওয়ার জন্যই খুন । তবে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

Intro:ডাকাতি করতে এসে বাধা দেওয়ায় খুন গৃহ কর্তা । লুঠ লক্ষাধিক টাকা । ঘটনা হাওড়া টিকিয়াপারা এলাকার একটি আবাসনের । মৃতের নাম মোহাম্মদ জলিল (৬২) ।

জানা গিয়েছে আজ সকালে বাড়ির কাজের মহিলা তাকে বাথরুমে মৃত অবস্থাতে পড়ে থাকতে দেখেন।তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা । খবর দেওয়া হয় পুলিশে । প্রাক্তন রেল কর্মী জলিল বাবু পঙ্গু স্ত্রীর সঙ্গে একাই থাকতো টিকিয়াপাড়া হারা চাঁদ মুখার্জি লেনের আবাসনের । ঘটনাস্থলে আসেন হাওড়া পুলিশ কমিশনার গৌরব শর্মা ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ডাকা হয় ফিঙ্গাপ্রিন্ট এক্সপার্টকে । খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ । পুলিশ এর প্রাথমিক অনুমান লুঠে বাঁধা দেওয়ার কারণেই খুন, তবে অন্য কোনও কারণ রয়েছেকিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ।Body:GConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.