হাওড়া, 26 জুন : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিককে খুনে অভিযুক্ত মহিলা । আজ সকালে মহিলার বাড়ির বিছানা থেকে উদ্ধার ওই ব্যক্তির মৃতদেহ ৷ ঘটনা হাওড়ার ফজিরবাজার জেলেপাড়া এলাকায় ৷ স্থানীয় সূত্রে খবর, ওই মহিলা পেটে কাঁচি ঢুকিয়ে প্রেমিককে খুন করেছে ৷ মৃতের নাম আশিস কুমার সিং (45) ৷ অভিযুক্ত কবিতা দুবেকে আটক করেছে হাওড়া থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেরায় কবিতা খুনের কথা স্বীকার করে নিয়েছে ৷
আজ সকাল 11 টা । কবিতাদেবীর বাড়ি থেকে হঠাৎ চিৎকার শুনতে পায় স্থানীয়রা । চিৎকার শুনে তড়িঘড়ি তাঁর বাড়িতে জড়ো হন প্রতিবেশীরা । বিছানায় পড়ে তখন কাতরাচ্ছেন আশিস । রক্তাক্ত । পেটে কাঁচি গেঁথে রয়েছে । রক্তে ভেসে যাচ্ছে বিছানা । ঘরের এক কোণায় পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছেন কবিতাদেবী । ধস্তাধস্তির চিহ্ন তাঁর শরীরেও স্পষ্ট । কপালে এবং গলার পাশে দাগ । ধারালো কোনও অস্ত্র দিয়ে আঘাত করলে যেমন হয়, ঠিক তেমনই ।
স্থানীয়সূত্রে খবর, আশিস কুমার সিং ও কবিতা দুবে নিত্যদিন সোশাল মিডিয়ায় কথাবার্তা বলতেন । আশিস ওই মহিলার বাড়িতে মাঝেমধ্যে আসতেনও । আজও সকাল সাড়ে দশটা নাগাদ আশিস ওই মহিলার সঙ্গে তাঁর বাড়িতে দেখা করতে আসেন । বাড়িতে তখন কবিতাদেবীর স্বামী ছিলেন না । এরপর হঠাৎই বচসা । চিৎকারের শব্দ শুনেই তড়িঘড়ি কবিতাদেবীর বাড়িতে পৌঁছায় স্থানীয়রা । সঙ্গে সঙ্গে খবর পাঠানো হাওড়া থানায় । পুলিশ ঘটনাস্থানে এসে জখম আশিসকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর । কবিতাকে ভরতি করা হয় হাওড়া জেলা হাসপাতালে ।
মৃত আশিসের বাড়ি দক্ষিণ 24 পরগনার জিনজিরা বাজার এলাকা । পেশায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী । ঘটনার পর আশিসের ছেলে হাওড়া থানায় খুনের মামলা দায়ের করে । মামলার প্রেক্ষিতে কবিতাদেবী এবং তাঁর ছেলেকে আটক করেছে পুলিশ ।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কবিতাদেবী ঘরে সেলাইয়ের কাজের পাশাপাশি ভজনও গান । অন্য শিল্পীদের নিয়ে নিজস্ব একটি দল চালান । বছর দু'য়েক আগে কবিতাদেবী মৃত আশিসের বাড়িতে একটি অনুষ্ঠান করে এসেছিলেন । সেই থেকে দু'জনের পরিচয় । এরপর নিয়মিত সোশাল মিডিয়ার মাধ্যমে আলাপচারিতায় তাঁদের এই পরিচয় গভীর হয় । এদিকে সম্পর্কের টানাপোড়েন থেকে কবিতা বেরিয়ে আসতে চাইছিলেন বলে খবর । সেই থেকেই গন্ডগোলের সূত্রপাত । কবিতার স্বামী নিরাপত্তারক্ষীর কাজ করেন । ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে ।