হাওড়া, 22 নভেম্বর : সাত দফা দাবি নিয়ে বামপন্থী ট্রেড ইউনিউন এবং সারা ভারত কিষাণ সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটির ডাকে দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ এই ধর্মঘটকে সফল করতে আজ সকাল থেকেই পথে CPI(M) সহ বামফ্রন্টের অন্যান্য শরিক দলের নেতারা-কর্মীরা ৷ বালিখাল থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত মিছিল করেন তাঁরা ৷
কোরোনা পরিস্থিতির সময়ে প্রত্যেক গরিব পরিবারকে 10 হাজার টাকা অনুদান, বেকারদের চাকরি, প্রত্যেকের জন্য ন্যূনতম 10 কেজি রেশন, কোরোনার বিনামূল্যে চিকিৎসা এবং নারী নিরাপত্তাসহ একগুচ্ছ দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে । CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য বলেন, " তৃণমূলের সঙ্গে BJP-র গোপন বোঝাপড়া রয়েছে । তাই তারা প্রশাসনকে ব্যবহার করে ধর্মঘট ভাঙার চেষ্টা করবে । কিন্ত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এই ধর্মঘট সফল করবেই ।"
যদিও, তৃণমূলের তরফে সরাসরি এই ধর্মঘটের সরাসরি বিরোধিতা করা হচ্ছে ৷ রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ধর্মঘটকে কটাক্ষ করে বলেন, " CPI(M) আগে প্রত্যেক বছরে দুটো করে বন্ধ ডাকত । এটা তাদের রাজনৈতিক কর্মসূচির মধ্যে পড়ে । এই মহামারির সময় দেশ আর্থিক দুরবস্থা মধ্যে দিয়ে যাচ্ছে । এক্ষেত্রে ধর্মঘট যদি হয় তাহলে রুটিরুজি মার খাবে গরিব মানুষের । তাই এই ধর্মঘটের সরাসরি বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস ।"