ETV Bharat / city

ধর্মঘটের সমর্থনে হাওড়ায় মহামিছিল বামেদের - তৃণমূল

26 নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী ট্রেড ইউনিউন এবং সারা ভারত কিষাণ সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটি ৷ সেই ধর্মঘট সফল করতে সকাল থেকে বালিখাল থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত মিছিল CPI(M) সহ বামফ্রন্টের অন্যান্য শরিক দলের ৷

ছবি
ছবি
author img

By

Published : Nov 22, 2020, 3:13 PM IST

হাওড়া, 22 নভেম্বর : সাত দফা দাবি নিয়ে বামপন্থী ট্রেড ইউনিউন এবং সারা ভারত কিষাণ সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটির ডাকে দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ এই ধর্মঘটকে সফল করতে আজ সকাল থেকেই পথে CPI(M) সহ বামফ্রন্টের অন্যান্য শরিক দলের নেতারা-কর্মীরা ৷ বালিখাল থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত মিছিল করেন তাঁরা ৷

photo
ধর্মঘটের সমর্থনে হাওড়ায় মহামিছিল বামপন্থীদের

কোরোনা পরিস্থিতির সময়ে প্রত্যেক গরিব পরিবারকে 10 হাজার টাকা অনুদান, বেকারদের চাকরি, প্রত্যেকের জন্য ন্যূনতম 10 কেজি রেশন, কোরোনার বিনামূল্যে চিকিৎসা এবং নারী নিরাপত্তাসহ একগুচ্ছ দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে । CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য বলেন, " তৃণমূলের সঙ্গে BJP-র গোপন বোঝাপড়া রয়েছে । তাই তারা প্রশাসনকে ব্যবহার করে ধর্মঘট ভাঙার চেষ্টা করবে । কিন্ত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এই ধর্মঘট সফল করবেই ।"

হাওড়ায় মহামিছিল বামপন্থীদের

যদিও, তৃণমূলের তরফে সরাসরি এই ধর্মঘটের সরাসরি বিরোধিতা করা হচ্ছে ৷ রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ধর্মঘটকে কটাক্ষ করে বলেন, " CPI(M) আগে প্রত্যেক বছরে দুটো করে বন্ধ ডাকত । এটা তাদের রাজনৈতিক কর্মসূচির মধ্যে পড়ে । এই মহামারির সময় দেশ আর্থিক দুরবস্থা মধ্যে দিয়ে যাচ্ছে । এক্ষেত্রে ধর্মঘট যদি হয় তাহলে রুটিরুজি মার খাবে গরিব মানুষের । তাই এই ধর্মঘটের সরাসরি বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস ।"

হাওড়া, 22 নভেম্বর : সাত দফা দাবি নিয়ে বামপন্থী ট্রেড ইউনিউন এবং সারা ভারত কিষাণ সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটির ডাকে দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ এই ধর্মঘটকে সফল করতে আজ সকাল থেকেই পথে CPI(M) সহ বামফ্রন্টের অন্যান্য শরিক দলের নেতারা-কর্মীরা ৷ বালিখাল থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত মিছিল করেন তাঁরা ৷

photo
ধর্মঘটের সমর্থনে হাওড়ায় মহামিছিল বামপন্থীদের

কোরোনা পরিস্থিতির সময়ে প্রত্যেক গরিব পরিবারকে 10 হাজার টাকা অনুদান, বেকারদের চাকরি, প্রত্যেকের জন্য ন্যূনতম 10 কেজি রেশন, কোরোনার বিনামূল্যে চিকিৎসা এবং নারী নিরাপত্তাসহ একগুচ্ছ দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে । CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য বলেন, " তৃণমূলের সঙ্গে BJP-র গোপন বোঝাপড়া রয়েছে । তাই তারা প্রশাসনকে ব্যবহার করে ধর্মঘট ভাঙার চেষ্টা করবে । কিন্ত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এই ধর্মঘট সফল করবেই ।"

হাওড়ায় মহামিছিল বামপন্থীদের

যদিও, তৃণমূলের তরফে সরাসরি এই ধর্মঘটের সরাসরি বিরোধিতা করা হচ্ছে ৷ রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ধর্মঘটকে কটাক্ষ করে বলেন, " CPI(M) আগে প্রত্যেক বছরে দুটো করে বন্ধ ডাকত । এটা তাদের রাজনৈতিক কর্মসূচির মধ্যে পড়ে । এই মহামারির সময় দেশ আর্থিক দুরবস্থা মধ্যে দিয়ে যাচ্ছে । এক্ষেত্রে ধর্মঘট যদি হয় তাহলে রুটিরুজি মার খাবে গরিব মানুষের । তাই এই ধর্মঘটের সরাসরি বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.