ETV Bharat / city

সরকার গড়বে বাম-কংগ্রেস, দাবি কংগ্রেস বিধায়কের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

ব্রিগেডের সমাবেশ হবে ঐতিহাসিক ৷ দাবি বাম-কংগ্রেসের ৷ কংগ্রেস বিধায়ক অসিত মিত্রের দাবি, এবার সরকার গড়বে তাঁদেরই জোট ৷ যা শুনে পাল্টা কটাক্ষা করেছেন রাজ্য়ের মন্ত্রী অরূপ রায় ৷

left-congress-will-form-next-government-in-the-state-said-congress-mla
left-congress-will-form-next-government-in-the-state-said-congress-mla
author img

By

Published : Feb 28, 2021, 1:50 PM IST

Updated : Feb 28, 2021, 2:14 PM IST

হাওড়া, 28 ফেব্রুয়ারি: ফেব্রুয়ারির শেষ রবিবার জোটের ব্রিগেড সমাবেশ ৷ আর এই কর্মসূচি নিয়েই উচ্ছ্বসিত বাম-কংগ্রেস ৷ তাদের দাবি, এই সমাবেশই তৃণমূল-বিজেপিকে বুঝিয়ে দেবে এখনও পোক্ত রয়েছে বাম-কংগ্রেসের ভিত ৷ রবিবার কংগ্রেস বিধায়ক অসিত মিত্র দাবি করেন, তৃণমূল বা বিজেপি নয় ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে জয় আসবে বাম-কংগ্রেসের ঝুলিতেই ৷ সরকারও গড়বে তারাই ৷ যা শুনে কটাক্ষ করতে ছাড়েননি হাওড়ার আর এক বিধায়ক তথা তৃণমূল নেতা অরূপ রায় ৷ তিনি বলেন, এখন কংগ্রেসকে দূরবীন দিয়েও দেখা যায় না ৷

এদিন ব্রিগেড সমাবেশে যোগ দিতে রাজ্য়ের নানা প্রান্তের মানুষ দলে দলে কলকাতায় আসেন ৷ অনেকেরই সফর শুরু হয় শনিবার রাত থেকে ৷ রবিবার সকালে ট্রেনে হাওড়া স্টেশনে পৌঁছন অনেকে ৷ কেউ আসেন জলপথে লঞ্চে সওয়ার হয়ে ৷ তারপর হেঁটেই রওনা দেন ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে ৷

ঠিক ছিল, হাওড়া জেলা থেকে ব্রিগেডমুখী মূল মিছিলটি হবে শুরু হবে এদিন সকাল এগারোটায়। মিছিলে অংশগ্রহণকারীদের স্বাগত জানাতে হাওড়া লঞ্চ ঘাটে উপস্থিত ছিলেন আমতার কংগ্রেস বিধায়ক অসিত মিত্র ৷ তাঁর দাবি, রাজ্য রাজনীতিতে বাম-কংগ্রেস কতটা গুরুত্বপূর্ণ তা এদিনের এই সমাবেশই বুঝিয়ে দেবে বিজেপি-তৃণমূলকে ৷

আরও পড়ুন: পট পরিবর্তনের খোঁজে ব্রিগেডের পথে বামেরা

অসিতের কথা প্রসঙ্গে মন্তব্য় করতে গিয়ে তৃণমূল বিধায়ক তথা রাজ্য়ের মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘একসময় কংগ্রেস করতাম ৷ আর এখন কংগ্রেসেকে দূরবীণ দিয়েও দেখা যায় না ৷ খুব কষ্ট লাগে এই অবস্থা দেখে ৷ আর এবার জোট করে আরও সর্বনাশ করেছে ওরা ৷ এসব সমাবেশ করে কোনও লাভ হবে না ৷ মানুষ তৃণমূল কংগ্রেসকে চায় ৷ খেলা হবে উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে ৷ বিজেপি ইভিএম নিয়ে খেলতে চায় ৷ কিন্তু সেই প্যাঁচ আটকে দিয়েছি আমরা ৷’’

প্রসঙ্গত, এদিন শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত ‘দিদির দূত’ হিসাবে জনসংযোগ সারেন তৃণমূলের নেতা-কর্মীরা ৷

হাওড়া, 28 ফেব্রুয়ারি: ফেব্রুয়ারির শেষ রবিবার জোটের ব্রিগেড সমাবেশ ৷ আর এই কর্মসূচি নিয়েই উচ্ছ্বসিত বাম-কংগ্রেস ৷ তাদের দাবি, এই সমাবেশই তৃণমূল-বিজেপিকে বুঝিয়ে দেবে এখনও পোক্ত রয়েছে বাম-কংগ্রেসের ভিত ৷ রবিবার কংগ্রেস বিধায়ক অসিত মিত্র দাবি করেন, তৃণমূল বা বিজেপি নয় ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে জয় আসবে বাম-কংগ্রেসের ঝুলিতেই ৷ সরকারও গড়বে তারাই ৷ যা শুনে কটাক্ষ করতে ছাড়েননি হাওড়ার আর এক বিধায়ক তথা তৃণমূল নেতা অরূপ রায় ৷ তিনি বলেন, এখন কংগ্রেসকে দূরবীন দিয়েও দেখা যায় না ৷

এদিন ব্রিগেড সমাবেশে যোগ দিতে রাজ্য়ের নানা প্রান্তের মানুষ দলে দলে কলকাতায় আসেন ৷ অনেকেরই সফর শুরু হয় শনিবার রাত থেকে ৷ রবিবার সকালে ট্রেনে হাওড়া স্টেশনে পৌঁছন অনেকে ৷ কেউ আসেন জলপথে লঞ্চে সওয়ার হয়ে ৷ তারপর হেঁটেই রওনা দেন ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে ৷

ঠিক ছিল, হাওড়া জেলা থেকে ব্রিগেডমুখী মূল মিছিলটি হবে শুরু হবে এদিন সকাল এগারোটায়। মিছিলে অংশগ্রহণকারীদের স্বাগত জানাতে হাওড়া লঞ্চ ঘাটে উপস্থিত ছিলেন আমতার কংগ্রেস বিধায়ক অসিত মিত্র ৷ তাঁর দাবি, রাজ্য রাজনীতিতে বাম-কংগ্রেস কতটা গুরুত্বপূর্ণ তা এদিনের এই সমাবেশই বুঝিয়ে দেবে বিজেপি-তৃণমূলকে ৷

আরও পড়ুন: পট পরিবর্তনের খোঁজে ব্রিগেডের পথে বামেরা

অসিতের কথা প্রসঙ্গে মন্তব্য় করতে গিয়ে তৃণমূল বিধায়ক তথা রাজ্য়ের মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘একসময় কংগ্রেস করতাম ৷ আর এখন কংগ্রেসেকে দূরবীণ দিয়েও দেখা যায় না ৷ খুব কষ্ট লাগে এই অবস্থা দেখে ৷ আর এবার জোট করে আরও সর্বনাশ করেছে ওরা ৷ এসব সমাবেশ করে কোনও লাভ হবে না ৷ মানুষ তৃণমূল কংগ্রেসকে চায় ৷ খেলা হবে উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে ৷ বিজেপি ইভিএম নিয়ে খেলতে চায় ৷ কিন্তু সেই প্যাঁচ আটকে দিয়েছি আমরা ৷’’

প্রসঙ্গত, এদিন শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত ‘দিদির দূত’ হিসাবে জনসংযোগ সারেন তৃণমূলের নেতা-কর্মীরা ৷

Last Updated : Feb 28, 2021, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.