ETV Bharat / city

কোরোনায় আক্রান্ত শিবপুরের তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী - হাওড়া জেলা

শিবপুরের তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী কোরোনায় আক্রান্ত ৷ কিছুদিন আগেই আক্রান্ত হয়েছিলেন হাওড়া পৌরসভার ডেপুটি মেয়র সহ মন্ত্রীর পরিবারের সদস্য। রাজ্যে কোরোনার প্রভাব বৃদ্ধির সাথে সাথেই হাওড়া জেলা ছিল প্রথম সারিতে। এই মুহূর্তে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী রাজ্যে হাওড়া জেলার স্থান তৃতীয়।

shibpur assembly,
কোরোনা আক্রান্ত
author img

By

Published : Aug 5, 2020, 6:01 AM IST

হাওড়া, 5 অগাস্ট : কোরোনা ভাইরাসে আক্রান্ত হলেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী । তাঁর পরিবার সূত্রে খবর গতকাল তিনি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভরতি হন। তাঁকে ভরতি করা হয়েছিল হাওড়ার নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে থেকে তাঁকে কলকাতার R N টেগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

গতকাল রাখি উৎসব পালনকে কেন্দ্র করে হাওড়া পৌরসভার 50 নম্বর ওয়ার্ডে অংশ নিয়ে ছিলেন। ওই অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদেরও কোয়ারানটিন করার চেষ্টা করা হচ্ছে বলে সূত্রের খবর। কিন্তু প্রশ্ন উঠছে কালকে যে সমস্ত পথ চলতি মানুষকে তিনি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার দিয়েছেন তাঁদেরও শনাক্তকরণ করাই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।


কিছুদিন আগেই আক্রান্ত হয়েছিলেন হাওড়া পৌরসভার ডেপুটি মেয়র সহ মন্ত্রীর পরিবারের সদস্য। রাজ্যে কোরোনার প্রভাব বৃদ্ধির সাথে সাথেই হাওড়া জেলা ছিল প্রথম সারিতে। এই মুহূর্তে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যে হাওড়া জেলার স্থান তৃতীয়। এই মুহুর্তে হাওড়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা 8632 জন। মৃত্যু হয়েছে 221 জন। গত 24 ঘণ্টায় আরও 190 জন আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত হাওড়ার 91 টি এলাকা কোয়ারানটিন জ়োনের মধ্যে রয়েছে।

হাওড়া, 5 অগাস্ট : কোরোনা ভাইরাসে আক্রান্ত হলেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী । তাঁর পরিবার সূত্রে খবর গতকাল তিনি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভরতি হন। তাঁকে ভরতি করা হয়েছিল হাওড়ার নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে থেকে তাঁকে কলকাতার R N টেগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

গতকাল রাখি উৎসব পালনকে কেন্দ্র করে হাওড়া পৌরসভার 50 নম্বর ওয়ার্ডে অংশ নিয়ে ছিলেন। ওই অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদেরও কোয়ারানটিন করার চেষ্টা করা হচ্ছে বলে সূত্রের খবর। কিন্তু প্রশ্ন উঠছে কালকে যে সমস্ত পথ চলতি মানুষকে তিনি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার দিয়েছেন তাঁদেরও শনাক্তকরণ করাই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।


কিছুদিন আগেই আক্রান্ত হয়েছিলেন হাওড়া পৌরসভার ডেপুটি মেয়র সহ মন্ত্রীর পরিবারের সদস্য। রাজ্যে কোরোনার প্রভাব বৃদ্ধির সাথে সাথেই হাওড়া জেলা ছিল প্রথম সারিতে। এই মুহূর্তে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যে হাওড়া জেলার স্থান তৃতীয়। এই মুহুর্তে হাওড়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা 8632 জন। মৃত্যু হয়েছে 221 জন। গত 24 ঘণ্টায় আরও 190 জন আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত হাওড়ার 91 টি এলাকা কোয়ারানটিন জ়োনের মধ্যে রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.