ETV Bharat / city

Jamai Sasthi 2022 : জামাইষষ্ঠীর বাজারে হাওড়ায় বিকোচ্ছে বার্মার ইলিশ

বাংলাদেশের ইলিশ জোগান কম ৷ তবে তার জায়গায় চাহিদা মেটাচ্ছে সুদূর বার্মা থেকে আসা ইলিশ ৷ গোটা রাজ্যের পাশাপাশি পাওয়া যাচ্ছে হাওড়ার বিভিন্ন বাজারে (Ilish from Myanmar available at Howrah markets) ৷ পাইকারি দর কেজি প্রতি হাজার-বারোশো টাকা ৷

Jamai Sasthi Myanmar Ilish
হাওড়ার পাইকারি বাজারে মায়ানমারের ইলিশ পাওয়া যাচ্ছে কেজি প্রতি হাজার-বারোশো টাকায়
author img

By

Published : Jun 4, 2022, 9:45 PM IST

হাওড়া, 4 মে : জামাইষষ্ঠীতে জামাইয়ের পাতে ইলিশ দিতে হিমশিম খাচ্ছে বাঙালি । ইলিশের দামে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্ত বাঙালির হাতে । বাংলাদেশের ইলিশ নাগালের বাইরে ৷ তবে আগামিকাল বাঙালির জামাই আদরের শখ মিটবে বার্মার ইলিশ দিয়ে ৷ মায়ানমারের ইলিশ এসেছে এরাজ্যে ৷ বিকোচ্ছে বিভিন্ন বাজারে ৷ পাওয়া যাচ্ছে হাওড়ার বাজারগুলিতেও (Ilish from Myanmar available at Howrah markets)

রাত পোহালেই জামাইষষ্ঠী ৷ রুপোলি শস্যের সমাদর বাঙালির কাছে আগাগোড়াই ৷ জামাইষষ্ঠীতে ইলিশ ছাড়া শাশুড়ি মায়েরা ভাবতেই পারেন না ৷ তাই জামাইষষ্ঠীর আগে বাজারগুলিতে ইলিশের চাহিদা তুঙ্গে ৷ একই ছবি হাওড়াতেও ৷ এখানে পাইকারি মাছের বাজারে মাছের চাহিদা তুঙ্গে। তবে চাহিদা থাকলেও ইলিশ মাছে হাত দিতে হাত পুড়ছে বাঙালির ৷ কয়েকদিন আগে থেকেই বাজারে মাছের দাম চড়েছে ৷ যদিও এবারে বাংলাদেশের পদ্মা ইলিশ পাওয়া যাবে না, তার পরিবর্তে বার্মা থেকে আসা ইলিশই পাতে পড়বে জামাইদের ।

হাওড়া পাইকারি মাছের বাজারের সভাপতি সৈয়দ অনবর মনসুদ আহমেদ জানান, 2012 সাল থেকে থেকে সারা বছর ধরে বাংলাদেশ থেকে যে ইলিশ আসত, তা বন্ধ রয়েছে । এখন তা পাওয়া যায় শুধু উৎসবের সময়গুলিতে ৷ তবে এবার থেকে পাওয়া যাচ্ছে মায়ানমার থেকে আসা ইলিশ মাছ ৷ পাইকারি দাম কেজি প্রতি হাজার-বারোশো টাকা ৷ কেজি দেড়েক ওজনের মাছগুলির দাম পনেরোশোর মধ্যে ৷

হাওড়ার পাইকারি বাজারে মায়ানমারের ইলিশ পাওয়া যাচ্ছে কেজি প্রতি হাজার-বারোশো টাকায়

শুধু ইলিশই নয়, জামাই ষষ্ঠী উপলক্ষ্য অন্যান্য মাছের চাহিদাও বেড়েছে গত দু-তিনদিনে । চেঙ্গাইলের মাছ ব্যবসায়ী সমীর হাজরা জানান, হাওড়া পাইকারি মাছ বাজারে বিপুল পরিমাণ মাছ রয়েছে ৷ এদিন তিনি এই বাজারে এসেছেন মূলত জামাই ষষ্ঠীর বাজারের কথাই মাথায় রেখে ৷ ইলিশের পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের মাছ কিনতেই এই পাইকারি বাজারে এসেছেন তিনি ৷

আরও পড়ুন : Jamai Sasthi 2022 : ইলিশের দাম আগুন, জামাই ষষ্ঠীতে হাত পুড়ছে মালদাবাসীর

হাওড়া, 4 মে : জামাইষষ্ঠীতে জামাইয়ের পাতে ইলিশ দিতে হিমশিম খাচ্ছে বাঙালি । ইলিশের দামে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্ত বাঙালির হাতে । বাংলাদেশের ইলিশ নাগালের বাইরে ৷ তবে আগামিকাল বাঙালির জামাই আদরের শখ মিটবে বার্মার ইলিশ দিয়ে ৷ মায়ানমারের ইলিশ এসেছে এরাজ্যে ৷ বিকোচ্ছে বিভিন্ন বাজারে ৷ পাওয়া যাচ্ছে হাওড়ার বাজারগুলিতেও (Ilish from Myanmar available at Howrah markets)

রাত পোহালেই জামাইষষ্ঠী ৷ রুপোলি শস্যের সমাদর বাঙালির কাছে আগাগোড়াই ৷ জামাইষষ্ঠীতে ইলিশ ছাড়া শাশুড়ি মায়েরা ভাবতেই পারেন না ৷ তাই জামাইষষ্ঠীর আগে বাজারগুলিতে ইলিশের চাহিদা তুঙ্গে ৷ একই ছবি হাওড়াতেও ৷ এখানে পাইকারি মাছের বাজারে মাছের চাহিদা তুঙ্গে। তবে চাহিদা থাকলেও ইলিশ মাছে হাত দিতে হাত পুড়ছে বাঙালির ৷ কয়েকদিন আগে থেকেই বাজারে মাছের দাম চড়েছে ৷ যদিও এবারে বাংলাদেশের পদ্মা ইলিশ পাওয়া যাবে না, তার পরিবর্তে বার্মা থেকে আসা ইলিশই পাতে পড়বে জামাইদের ।

হাওড়া পাইকারি মাছের বাজারের সভাপতি সৈয়দ অনবর মনসুদ আহমেদ জানান, 2012 সাল থেকে থেকে সারা বছর ধরে বাংলাদেশ থেকে যে ইলিশ আসত, তা বন্ধ রয়েছে । এখন তা পাওয়া যায় শুধু উৎসবের সময়গুলিতে ৷ তবে এবার থেকে পাওয়া যাচ্ছে মায়ানমার থেকে আসা ইলিশ মাছ ৷ পাইকারি দাম কেজি প্রতি হাজার-বারোশো টাকা ৷ কেজি দেড়েক ওজনের মাছগুলির দাম পনেরোশোর মধ্যে ৷

হাওড়ার পাইকারি বাজারে মায়ানমারের ইলিশ পাওয়া যাচ্ছে কেজি প্রতি হাজার-বারোশো টাকায়

শুধু ইলিশই নয়, জামাই ষষ্ঠী উপলক্ষ্য অন্যান্য মাছের চাহিদাও বেড়েছে গত দু-তিনদিনে । চেঙ্গাইলের মাছ ব্যবসায়ী সমীর হাজরা জানান, হাওড়া পাইকারি মাছ বাজারে বিপুল পরিমাণ মাছ রয়েছে ৷ এদিন তিনি এই বাজারে এসেছেন মূলত জামাই ষষ্ঠীর বাজারের কথাই মাথায় রেখে ৷ ইলিশের পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের মাছ কিনতেই এই পাইকারি বাজারে এসেছেন তিনি ৷

আরও পড়ুন : Jamai Sasthi 2022 : ইলিশের দাম আগুন, জামাই ষষ্ঠীতে হাত পুড়ছে মালদাবাসীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.