বেলুড়, 3 সেপ্টেম্বর: হাওড়ার বেলুড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই আন্তর্জাতিক হ্যাকারকে (International Hackers) ৷ দুই ধৃতের নাম অমিত কুমার ওরফে অস্টিন ও তার সঙ্গী সুমন মণ্ডল ওরফে বাপি ।
জানা গিয়েছে, হাওড়ার বেলুড়ের ধর্মতলা রোডের মণ্ডল মিনি মার্কেটের একটি ফ্ল্যাট থেকে এই দুই যুবক হ্যাকিং করার কাজ চালাচ্ছে ৷ এমন অভিযোগ পেয়ে বালি থানাকে সঙ্গে নিয়ে শুক্রবার রাতে ওই ফ্ল্যাটে বিশেষ অভিযান চালায় হাওড়া গোয়েন্দা দফতরের আধিকারিকেরা । সারারাত তল্লাশি চালানোর পর ওই দুই যুবকের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সাত থেকে আটটি ল্যাপটপ, একাধিক মোবাইল-সিমকার্ড, ডিভাইস-সহ নগদ 70 হাজার টাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী । এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেছেন গোয়েন্দা দফতরের আধিকারিকরা, এমনটাই পুলিশ সূত্রে খবর ।
জানা গিয়েছে, ধৃত অমিত ও সুমন বেলুড়ে একটি ফ্ল্যাট কিনে থাকত । তারা অস্ট্রেলিয়া-সহ বিশ্বের বিভিন্ন দেশে ফাইভ জি কানেকশন দেওয়ার নাম করে ফোন করত । আর সেই ফোনের সূত্র ধরে ব্যাঙ্ক-সহ, অনলাইন ইউপিআই ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিত বলে পুলিশের অনুমান ।
আরও পড়ুন: দত্তক নেওয়া সন্তানের চক্রান্তেই খুন ব্যবসায়ী, হাওড়ায় গ্রেফতার 2
ধৃতদের আজকে হাওড়া আদালতে বিচারকের সামনে পেশ করা হয় । এই ঘটনায় তাদের সঙ্গে আর কারা জড়িত তা অমিত ও সুমনকে জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা (Howrah Police Arrested two International Hackers) ।