ETV Bharat / city

ট্রেন চালু হলেও হকারি করতে পারছেন না, দুশ্চিন্তায় হকাররা

কোরোনার মোকাবিলায় মার্চ মাস থেকে ট্রেন চলাচল বন্ধ করা হয় । তখন থেকে রোজগার বন্ধ হকারদের ।

author img

By

Published : Nov 30, 2020, 10:52 PM IST

hawkers of howrah station during coronavirus situation
কোরোনা পরিস্থিতিতে আর্থিক অনটনে হকাররা

হাওড়া, 30 নভেম্বর : ট্রেন চালু হলেও রোজগারের উপায় নেই হকারদের । কোরোনা পরিস্থিতিতে এখনই রেলের তরফে হকারিতে অনুমতি দেওয়া হয়নি । একে সাত-আট মাস ধরে রোজগার বন্ধ । তার উপর ধার-দেনায় জর্জরিত হকাররা হন্যে হয়ে আয়ের উপায় খুঁজছেন ।

কয়েক মাস আগেও ছবিটা অন্যরকম ছিল । স্টেশন থেকে ট্রেন ছাড়লে হকারদের ঝুলি থেকে বের হত নানাবিধ জিনিস । তা সে খাবার হোক কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিস কিংবা শখের জিনিস । যাতায়াতের পথে যাত্রীদের জন্য পছন্দের জিনিস নিয়ে হাজির হতেন তাঁরা । তবে মার্চ মাসের শেষ থেকে কেমন সব পালটে গেল । কোরোনার জন্য দেশে লকডাউন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার । ট্রেন-বাস সব বন্ধ । সাধারণ মানুষ তখন কোরোনা থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে । হকারদের তো দিন আনা দিন খাওয়া অবস্থা । ট্রেন বন্ধ হওয়াতে রোজগারে টান পড়ল । দু-একদিন নয় । টানা সাত থেকে আট মাস ট্রেন বন্ধ । বন্ধ হকারিও । কিছুদিন আগে ট্রেন চালু হলেও হকারিতে অনুমতি মেলেনি । রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অনেকে ধার-দেনা করে সংসার চালিয়েছেন । কেউ আবার অন্য কাজে যোগ দিয়েছেন ।

কোরোনা পরিস্থিতিতে আর্থিক অনটনে হকাররা

পল্টু মাঝি, কাশীনাথ দাসের মতো হকাররা এখন আশঙ্কায় ভুগছেন । কবে হকারির জন্য অনুমতি পাওয়া যাবে জানেন না । অনেকেই RPF-র চোখ এড়িয়ে কখনও সখনও হকারি করছেন পেটের দায়ে । অনেকে সেটাও করতে ভয় পাচ্ছেন । কবি পরিস্থিতি পালটাবে? ভাঙা টিনের ঘরের দাওয়ায় বসে শূন্য চোখে তাকিয়ে থাকেন হকাররা ।

হাওড়া, 30 নভেম্বর : ট্রেন চালু হলেও রোজগারের উপায় নেই হকারদের । কোরোনা পরিস্থিতিতে এখনই রেলের তরফে হকারিতে অনুমতি দেওয়া হয়নি । একে সাত-আট মাস ধরে রোজগার বন্ধ । তার উপর ধার-দেনায় জর্জরিত হকাররা হন্যে হয়ে আয়ের উপায় খুঁজছেন ।

কয়েক মাস আগেও ছবিটা অন্যরকম ছিল । স্টেশন থেকে ট্রেন ছাড়লে হকারদের ঝুলি থেকে বের হত নানাবিধ জিনিস । তা সে খাবার হোক কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিস কিংবা শখের জিনিস । যাতায়াতের পথে যাত্রীদের জন্য পছন্দের জিনিস নিয়ে হাজির হতেন তাঁরা । তবে মার্চ মাসের শেষ থেকে কেমন সব পালটে গেল । কোরোনার জন্য দেশে লকডাউন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার । ট্রেন-বাস সব বন্ধ । সাধারণ মানুষ তখন কোরোনা থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে । হকারদের তো দিন আনা দিন খাওয়া অবস্থা । ট্রেন বন্ধ হওয়াতে রোজগারে টান পড়ল । দু-একদিন নয় । টানা সাত থেকে আট মাস ট্রেন বন্ধ । বন্ধ হকারিও । কিছুদিন আগে ট্রেন চালু হলেও হকারিতে অনুমতি মেলেনি । রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অনেকে ধার-দেনা করে সংসার চালিয়েছেন । কেউ আবার অন্য কাজে যোগ দিয়েছেন ।

কোরোনা পরিস্থিতিতে আর্থিক অনটনে হকাররা

পল্টু মাঝি, কাশীনাথ দাসের মতো হকাররা এখন আশঙ্কায় ভুগছেন । কবে হকারির জন্য অনুমতি পাওয়া যাবে জানেন না । অনেকেই RPF-র চোখ এড়িয়ে কখনও সখনও হকারি করছেন পেটের দায়ে । অনেকে সেটাও করতে ভয় পাচ্ছেন । কবি পরিস্থিতি পালটাবে? ভাঙা টিনের ঘরের দাওয়ায় বসে শূন্য চোখে তাকিয়ে থাকেন হকাররা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.