হাওড়া, 19 জানুয়ারি : রক্তদান করলেই মিলছে ফ্যান এবং প্রেসার কুকার । আর সেই কারণেই কোভিডবিধি শিকেয় তুলে মাস্ক ছাড়াই হাজির রক্তদাতারা । এমনই নজিরবিহীন কাণ্ড ঘটে গেল তৃণমূল নেতার আয়োজিত রক্তদান শিবিরে । রাজ্যে কোভিডের তৃতীয় ঢেউ চলছে । তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ওমিক্রনের সংক্রমণও । এরই মাঝে চূড়ান্ত অনিয়ম দেখা গেল হাওড়ার ডোমজুড় এলাকায় আয়োজিত এক রক্তদান শিবিরে (Covid Rules are violated in a blood donetion camp in Howrah) ।
স্থানীয় তৃণমূল নেতা এবং জেলার সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি হানিফ শেখের উদ্যোগে বুধবার আয়োজন করা হয়েছিল একটি রক্তদান শিবির । কিন্তু এই শিবিরেই দেখা গেল চুড়ান্ত অনিয়ম, যাঁরা রক্ত দিতে এসেছেন তাঁদের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখেই নেই মাস্ক । সামাজিক দূরত্বের যে বালাই নেই তা তো বলাই বাহুল্য় । শুধু তাই নয় রাজ্যে যেখানে যেকোনও রক্তদান শিবিরে রক্তের বিনিময়ে উপহার দেওয়া নিষিদ্ধ । সেখানে তৃণমূল নেতার আয়োজিত এই শিবিরে দেওয়া হচ্ছে ঢালাও উপহার । এক ইউনিট রক্তের বিনিময়ে মিলছে টেবিল ফ্যান এবং রান্নার প্রেসার কুকার ।
প্রায় দু‘শো জন রক্তদাতা এখানে রক্তদান করবেন বলে জানিয়েছেন আয়োজকরা । তাঁদের শিবিরে নিয়ে আসার জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা । টোটো অথবা ভ্যান রিক্সাতে তাঁদের আনা হচ্ছে রক্তদান শিবিরে । কিন্তু এইমুহূর্তে সবচেয়ে জরুরি যে কোভিডবিধি, সেটাই কোনও মান্য়তা পেল না শিবিরে ৷ ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের নির্দেশিকাতে কোভিড আবহে রক্তদান প্রসঙ্গে দেশজুড়ে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, তাতে স্পষ্ট করে সামাজিক দূরত্ব মেনে চলা এবং অন্য়ান্য কোভিড বিধি পালনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল । যদিও এই রক্তদান শিবিরে নির্দেশিকা পালনের বিষয়টাই অবহেলিত থেকে গেল ।
আরও পড়ুন : করোনার বাড়বাড়ন্তে রুপোলি রেখা, রাজ্যে 20 শতাংশের নিচে নামল সংক্রমণের হার
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে উদ্যোক্তার তরফ থেকে । পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত হাওড়া সদরের জেলা সভাপতি কল্যাণ ঘোষ দাবি করেন, কাউকে কোনও উপহার দেওয়া হয়েছে এমনটা তাঁর নজরে আসেনি ৷ পাশাপাশি ৫০ জনের বেশি মানুষ রক্ত দিতে চলে এলে কিছু করার থাকে না বলেই দাবি করেন তিনি।