ETV Bharat / city

বকেয়ার দাবিতে বিক্ষোভ মেট্রোর ঠিকাকর্মীদের - বেতনের দাবি

বছরের পর বছর ধরে মেট্রো প্রকল্পের কাজ করলেও মিলছে না বেতন ৷ জমা হয়নি পিএফের টাকাও ৷ বকেয়া মেটানোর দাবিতে বিক্ষোভে বসলেন তাঁরা ৷ হাওড়া ময়দানে চলল কর্মী বিক্ষোভ ৷ সমস্য়া সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের ৷

wb_hwh_05_agitation at metro channel_wb10026
বকেয়া মেটানোর দাবিতে বিক্ষোভ মেট্রোর ঠিকা শ্রমিকদের
author img

By

Published : Feb 27, 2021, 4:20 PM IST

হাওড়া, 27 ফেব্রুয়ারি: বকেয়ার দাবিতে হাওড়া ময়দানে মেট্রোর নির্মীয়মাণ প্রকল্পে বিক্ষোভ কর্মীদের ৷ শ্রমিকদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই প্রকল্পে কাজ করছেন তাঁরা ৷ কাজ চলছে ঠিকাদারের অধীনে ৷ অথচ বোনাস দেওয়ার সময় এলেই পুরনো সংস্থা বন্ধ করে দেওয়া হয় ৷ ফলে কোনও দিনই প্রাপ্য বোনাস আর হাতে আসে না ৷ এরপর নতুন সংস্থা খুলে কাজ চালু হলেও সময়মতো মেলে না বেতন ৷

শ্রমিকদের অভিযোগ, এই ব্য়বস্থায় আদতে তাঁদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে ৷ এরই প্রতিবাদে শনিবার হাওড়া ময়দানে মেট্রো চ্যানেলে কর্মরত কর্মীরা বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতি মাসের বেতন 60 থেকে 70 দিনের ব্য়বধানে হাতে পান তাঁরা ৷ ফলে একমাসের বেতনেই দু’ মাসের খরচ টানতে হয় ৷ শ্রমিকদের কারও কারও মাসিক বেতন মাত্র সাত হাজার টাকা ৷ এই সামান্য় রোজগারে সংসার চালাতে নাভিশ্বাস ওঠে শ্রমিকদের ৷

হাওড়া ময়দানে বিক্ষোভরত ঠিকা শ্রমিকরা জানান, এদিন কলকাতাতেও বিক্ষোভ দেখিয়েছেন তাঁদের সহকর্মীরা ৷ সব মিলিয়ে কর্তৃপক্ষের এই আচরণে সমস্য়ায় পড়েছেন 170 জন শ্রমিক ৷ বেতন, বোনাসের পাশাপাশি তাঁদের পিএফের টাকাও জমা দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ অবিলম্বে সেসব মেটানোর দাবি তুলেছেন তাঁরা ৷ না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে বলে জানান বিক্ষোভকারীরা ৷

আরও পড়ুন: ন’বছরেও মেলেনি চাকরি, 57 দিন ধরে অবস্থান ডিপিএলের প্রয়াত কর্মীদের পরিজনদের

এই প্রসঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার ম্যানেজার জানান, করোনার কারণে তাদের তহবিলে টান পড়েছিল ৷ সেই কারণেই সকলকে সময়মতো বেতন দেওয়া যায়নি ৷ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন ম্য়ানেজার ৷ যদিও বোনাস না দেওয়ার অভিযোগ সঠিক নয় বলেই দাবি তাঁর ৷ তিনি বলেন, গত চার বছর ধরে নিয়মিত বোনাস পাচ্ছেন কর্মীরা ৷

হাওড়া, 27 ফেব্রুয়ারি: বকেয়ার দাবিতে হাওড়া ময়দানে মেট্রোর নির্মীয়মাণ প্রকল্পে বিক্ষোভ কর্মীদের ৷ শ্রমিকদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই প্রকল্পে কাজ করছেন তাঁরা ৷ কাজ চলছে ঠিকাদারের অধীনে ৷ অথচ বোনাস দেওয়ার সময় এলেই পুরনো সংস্থা বন্ধ করে দেওয়া হয় ৷ ফলে কোনও দিনই প্রাপ্য বোনাস আর হাতে আসে না ৷ এরপর নতুন সংস্থা খুলে কাজ চালু হলেও সময়মতো মেলে না বেতন ৷

শ্রমিকদের অভিযোগ, এই ব্য়বস্থায় আদতে তাঁদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে ৷ এরই প্রতিবাদে শনিবার হাওড়া ময়দানে মেট্রো চ্যানেলে কর্মরত কর্মীরা বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতি মাসের বেতন 60 থেকে 70 দিনের ব্য়বধানে হাতে পান তাঁরা ৷ ফলে একমাসের বেতনেই দু’ মাসের খরচ টানতে হয় ৷ শ্রমিকদের কারও কারও মাসিক বেতন মাত্র সাত হাজার টাকা ৷ এই সামান্য় রোজগারে সংসার চালাতে নাভিশ্বাস ওঠে শ্রমিকদের ৷

হাওড়া ময়দানে বিক্ষোভরত ঠিকা শ্রমিকরা জানান, এদিন কলকাতাতেও বিক্ষোভ দেখিয়েছেন তাঁদের সহকর্মীরা ৷ সব মিলিয়ে কর্তৃপক্ষের এই আচরণে সমস্য়ায় পড়েছেন 170 জন শ্রমিক ৷ বেতন, বোনাসের পাশাপাশি তাঁদের পিএফের টাকাও জমা দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ অবিলম্বে সেসব মেটানোর দাবি তুলেছেন তাঁরা ৷ না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে বলে জানান বিক্ষোভকারীরা ৷

আরও পড়ুন: ন’বছরেও মেলেনি চাকরি, 57 দিন ধরে অবস্থান ডিপিএলের প্রয়াত কর্মীদের পরিজনদের

এই প্রসঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার ম্যানেজার জানান, করোনার কারণে তাদের তহবিলে টান পড়েছিল ৷ সেই কারণেই সকলকে সময়মতো বেতন দেওয়া যায়নি ৷ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন ম্য়ানেজার ৷ যদিও বোনাস না দেওয়ার অভিযোগ সঠিক নয় বলেই দাবি তাঁর ৷ তিনি বলেন, গত চার বছর ধরে নিয়মিত বোনাস পাচ্ছেন কর্মীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.