হাওড়া, 10 জুন : হজরত মহম্মদের অপমানের প্রতিবাদে সারা দেশের সঙ্গে ইসলাম ধর্মাবলম্বীদের প্রতিবাদে জ্বলছে হাওড়া ৷ জেলার 116 নং জাতীয় সড়ক অবরোধ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের জমায়েত, টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন (Communal unrest in Howrah in protest of the insulting prophet) ৷ অথচ নিশ্চুপ হাওড়া সিটি পুলিশ ৷ বড়সড় অশান্তি আঁচ করে বৃহস্পতিবার রাতে হাওড়া সিটি পুলিশ জানায়, জাতীয় সড়ক সংলগ্ন সমস্ত থানাকে জানানো হয়েছে জাতীয় সড়ক সংলগ্ন এলাকাগুলোতে 144 ধারা জারি করা হয়েছে ৷ আগামী 15 জুন পর্যন্ত নির্দেশ কার্যকর রেখে যে কোনও রকম জমায়েতকে কড়া হাতে দমন করার সিদ্ধান্ত নেয় তারা ৷ অথচ বাস্তবে হাওড়া সিটি পুলিশের অকর্মণ্যতাই চোখে পড়ে ৷
হাওড়া শহরের বাঁকড়া কবরপাড়া, গোলাবাড়ি থানা এলাকায় হাওড়া এসি মার্কেটের কাছে, রামরাজাতলার দিকে নতুন রাস্তার সামনে, আরগড়িতে, বিভিন্ন স্থানে একই চিত্র ধরা পড়ে ৷ যদিও হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে উলটোটা ৷ পাশাপাশি অবরোধ করার জন্য গতকাল থেকে একাধিক ব্যাক্তিকে আটক করা হয়েছে। যদিও এই আটককে গ্রেফতার হিসাবে দেখানো হবে কি না, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে হাওড়া সিটি পুলিশ। কতজনকে গ্রেফতার করা হয়েছে আইন ভাঙার জন্য, তাও খোলসা করা হয়নি হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ৷ ডোমজুড় থানার এলাকার মধ্যে এই অবরোধ এবং জমায়েতের খবর সব চেয়ে বেশি এসেছে বলে সূত্রের খবর ৷ এপ্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা উমেশ রাই অভিযোগ করেন গোটা ঘটনা শাসক দলের মদতেই চলছে এবং হাওড়া সিটি পুলিশ শুধু মানুষকে বোকা বানানোর কাজ করছে।
এরইমধ্যে গতকাল রাতে হাওড়া সিটি পুলিশের কমিশনার ও হেড কোয়ার্টার অঙ্কুরহাটিতে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলতে গেলে তাদের উদ্দেশে ইট ছোড়া হয় বলে অভিযোগ ৷ উমেশ রাই'য়ের দাবি, নূপুর শর্মা কোনও অন্যায় কথা বলেননি। তিনি যে কথা বলেছেন সে কথা মুসলিম সম্প্রদায়ের মৌলবীরাও বলে থাকেন । তাও মুসলিম সম্প্রদায়ের লোকেদের ভাবাবেগে আঘাতের কথা চিন্তা করে ভারতীয় জনতা পার্টি নূপুর শর্মাকে পার্টি থেকে বহিষ্কার করেছে। কারণ তাদের দলের একটাই স্লোগান 'সব কা সাথ, সবকা বিকাশ, সব কা বিশ্বাস'।
আরও পড়ুন : নূপুরদের তিহাড় জেলে পাঠানোর দাবি ক্ষুব্ধ মমতার
প্রসঙ্গত, বিজেপি-র জাতীয় মুখপাত্র নুপূর শর্মার বক্তব্যে ইসলামের নবী মহম্মদের অপমান হওয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার থেকেই প্রতিবাদে সামিল হয়েছে মুসলিম ধর্মাবলম্বীরা । তাদের দাবি অবিলম্বে নূপুর শর্মাকে গ্রেফতার করতে হবে এবং তাঁকে ফাঁসিতে ঝোলাতে হবে। বৃহস্পতিবার হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত ১১৬ নম্বর জাতীয় সড়কের অঙ্কুরহাটির কাছে রাস্তায় নবী মহম্মদের উদ্দেশ্যে করা মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়। রাস্তায় পুলিশের গার্ড রেল দিয়ে ও কাঠের বাক্স ফেলে অবরোধ করে বিক্ষোভকারীরা।