ETV Bharat / city

কাটমানি ইশুতে বালিতে BJP ও তৃণমূলকর্মীদের মারপিট, গ্রেপ্তার 12

গতরাতে বালির 54 নম্বর ওয়ার্ডের সরোজিনী নায়ডু কলোনিতে কাটমানি ইশুতে তৃণমূল কংগ্রেস ও BJP কর্মী-সমর্থকদের মধ্যে মারপিট হয় ।

author img

By

Published : Jul 10, 2019, 1:31 AM IST

Updated : Jul 10, 2019, 3:31 PM IST

কাটমানির অভিযোগে উত্তাল হল বালি

হাওড়া, 10 জুলাই : এবার কাটমানির অভিযোগে উত্তাল হল বালি। গতরাতে বালির 54 নম্বর ওয়ার্ডের সরোজিনী নায়ডু কলোনিতে কাটমানি ইশুতে তৃণমূল কংগ্রেস ও BJP কর্মী-সমর্থকদের মধ্যে মারপিট হয় ।

দেখুন ভিডিয়ো...

কারখানা বিক্রি ও কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয় । পরে BJP ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে মারপিট শুরু হয় । এই ঘটনায় দু'পক্ষের কয়েকজন জখম হন ।

ঘটনার জেরে বালি থানার সামনে BJP কর্মী ও সমর্থকরা বিক্ষোভ দেখায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । আশপাশের পাঁচটি থানার পুলিশ ও হাওড়ার পদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থানে যান । দু'পক্ষের প্রায় 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে । বর্তমানে এলাকা থমথমে ।

হাওড়া, 10 জুলাই : এবার কাটমানির অভিযোগে উত্তাল হল বালি। গতরাতে বালির 54 নম্বর ওয়ার্ডের সরোজিনী নায়ডু কলোনিতে কাটমানি ইশুতে তৃণমূল কংগ্রেস ও BJP কর্মী-সমর্থকদের মধ্যে মারপিট হয় ।

দেখুন ভিডিয়ো...

কারখানা বিক্রি ও কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয় । পরে BJP ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে মারপিট শুরু হয় । এই ঘটনায় দু'পক্ষের কয়েকজন জখম হন ।

ঘটনার জেরে বালি থানার সামনে BJP কর্মী ও সমর্থকরা বিক্ষোভ দেখায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । আশপাশের পাঁচটি থানার পুলিশ ও হাওড়ার পদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থানে যান । দু'পক্ষের প্রায় 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে । বর্তমানে এলাকা থমথমে ।

Intro:এবার কাট মানির অভিযোগে উত্তাল বালি। বালির 54 নম্বর ওয়ার্ডের সরোজনী নাইডু কলোনিতে একটি বন্ধ বেসরকারি সুতো কারখানা বিক্রি কে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। এই নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ। থানার সামনেও বিজেপির বিক্ষোভ। তৃণমূলের সঙ্গে মারপিট। পাশাপাশি পাঁচটা থানার পুলিশ এবং হাওড়ার পদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে হাজির। পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। দু'পক্ষের প্রায় 12 জন গ্রেপ্তার এবং বেশ কয়েকজন আহতBody:BConclusion:
Last Updated : Jul 10, 2019, 3:31 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.