ETV Bharat / city

হাওড়ায় চালু শিশু হাসপাতাল

author img

By

Published : Feb 6, 2021, 8:48 PM IST

হাওড়ায় চালু শিশু হাসপাতাল । এটি জেলার প্রথম হাসপাতাল যা সম্পূর্ণভাবে শুধুমাত্র শিশুদের জন্য তৈরি । হাওড়া ময়দানে রেডক্রস সোসাইটির উদ্যোগে তৈরি এই হাসপাতালটির উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় । ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় । ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞরাও ।

ছবি
ছবি

হাওড়া, 6 ফেব্রুয়ারি : হাওড়ায় চালু হল জেলার প্রথম শিশু হাসপাতাল । রেডক্রস সোসাইটির উদ্যোগে হাওড়া ময়দানে তৈরি হয়েছে হাসপাতালটি ৷ আজ এর উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় । ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ।

photo
হাওড়ায় শিশু হাসপাতাল উদ্বোধনে মন্ত্রী অরূপ রায়

অনেকদিন ধরেই হাওড়ায় দাবি উঠছিল শিশু হাসপাতালের ৷ এর আগে জেলায় কোনও শিশু অসুস্থ হলে হয় তাকে নিয়ে যেতে হত কলকাতায় অথবা হাওড়ারই কোনও সাধারণ হাসপাতালে ৷ ফলে সমস্যায় পড়তেন বাসিন্দারা ৷ সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতেন দরিদ্র মানুষজন ৷ সেকারণে সব কিছু মাথায় রেখে সম্পূর্ণ শিশু হাসপাতাল তৈরির উদ্যোগ নেয় হাওড়া রেডক্রস সোসাইটি । কয়েকজন শিশু রোগ বিশেষজ্ঞকে নিয়ে পরিকল্পনা বাস্তবায়িত করার কাজ শুরু হয় ।

আরও পড়ুন : দিদিকে টা টা, বাংলায় এবার পদ্ম ফুটবেই : নাড্ডা

প্রথমে হাওড়া ময়দান রেডক্রস সোসাইটির জায়গায় হাসপাতাল তৈরির চিন্তাভাবনা শুরু হলেও অর্থের জন্য কাজ আটকে যায় । তখনই এগিয়ে আসে রাজ্য সমবায় দপ্তর । হাসপাতাল তৈরি জন্য পঞ্চাশ লাখ টাকা দেওয়া হয় । এছাড়াও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় নিজেদের তহবিল থেকে মোট দশ লাখ টাকা দেন । তাছাড়া বহু মানুষ এই হাসপাতাল তৈরির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন । শিশু চিকিৎসক সুজয় চক্রবর্তী জানান," তিনতলা এই হাসপাতালে আউটডোর ও ইন্ডোর দু'টি বিভাগ থাকছে । আপাতত কুড়িটি শয্যা রয়েছে । এছাড়াও সদ্যজাত শিশুদের জটিল চিকিৎসার জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিট থাকছে । আউটডোর চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । মাত্র 70 টাকায় আউটডোরে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে ।" রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, "হাওড়ার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল সম্পূর্ণ শিশু হাসপাতাল । এই হাসপাতালে শিশুদের অস্ত্রপচারের ব্যবস্থা থাকছে । আগামীদিনে এই হাসপাতালকে আরও বড় করা হবে । জেলায় এই ধরনের আধুনিক শিশু হাসপাতাল তৈরি হওয়ায় খুশি শহরের মানুষ ।"

হাওড়া, 6 ফেব্রুয়ারি : হাওড়ায় চালু হল জেলার প্রথম শিশু হাসপাতাল । রেডক্রস সোসাইটির উদ্যোগে হাওড়া ময়দানে তৈরি হয়েছে হাসপাতালটি ৷ আজ এর উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় । ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ।

photo
হাওড়ায় শিশু হাসপাতাল উদ্বোধনে মন্ত্রী অরূপ রায়

অনেকদিন ধরেই হাওড়ায় দাবি উঠছিল শিশু হাসপাতালের ৷ এর আগে জেলায় কোনও শিশু অসুস্থ হলে হয় তাকে নিয়ে যেতে হত কলকাতায় অথবা হাওড়ারই কোনও সাধারণ হাসপাতালে ৷ ফলে সমস্যায় পড়তেন বাসিন্দারা ৷ সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতেন দরিদ্র মানুষজন ৷ সেকারণে সব কিছু মাথায় রেখে সম্পূর্ণ শিশু হাসপাতাল তৈরির উদ্যোগ নেয় হাওড়া রেডক্রস সোসাইটি । কয়েকজন শিশু রোগ বিশেষজ্ঞকে নিয়ে পরিকল্পনা বাস্তবায়িত করার কাজ শুরু হয় ।

আরও পড়ুন : দিদিকে টা টা, বাংলায় এবার পদ্ম ফুটবেই : নাড্ডা

প্রথমে হাওড়া ময়দান রেডক্রস সোসাইটির জায়গায় হাসপাতাল তৈরির চিন্তাভাবনা শুরু হলেও অর্থের জন্য কাজ আটকে যায় । তখনই এগিয়ে আসে রাজ্য সমবায় দপ্তর । হাসপাতাল তৈরি জন্য পঞ্চাশ লাখ টাকা দেওয়া হয় । এছাড়াও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় নিজেদের তহবিল থেকে মোট দশ লাখ টাকা দেন । তাছাড়া বহু মানুষ এই হাসপাতাল তৈরির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন । শিশু চিকিৎসক সুজয় চক্রবর্তী জানান," তিনতলা এই হাসপাতালে আউটডোর ও ইন্ডোর দু'টি বিভাগ থাকছে । আপাতত কুড়িটি শয্যা রয়েছে । এছাড়াও সদ্যজাত শিশুদের জটিল চিকিৎসার জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিট থাকছে । আউটডোর চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । মাত্র 70 টাকায় আউটডোরে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে ।" রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, "হাওড়ার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল সম্পূর্ণ শিশু হাসপাতাল । এই হাসপাতালে শিশুদের অস্ত্রপচারের ব্যবস্থা থাকছে । আগামীদিনে এই হাসপাতালকে আরও বড় করা হবে । জেলায় এই ধরনের আধুনিক শিশু হাসপাতাল তৈরি হওয়ায় খুশি শহরের মানুষ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.