ETV Bharat / city

Bullet Train from Howrah : এবার হাওড়া থেকে বারাণসী ছুটবে বুলেট ট্রেন, ঘোষণা রেলের - decision of Indian Railway

দেশের সাতটি রেল করিডরে বুলেট ট্রেন (Bullet Train in India) চালানোর সিদ্ধান্ত রেলের ৷

Bullet Train from Howrah
হাওড়া থেকে বারাণসী এবার ছুটবে বুলেট ট্রেন, ঘোষণা রেলের
author img

By

Published : Feb 11, 2022, 7:15 PM IST

Updated : Feb 11, 2022, 8:03 PM IST

হাওড়া, 11 ফেব্রুয়ারি : হাওড়ার মুকুটে জুড়তে চলেছে নয়া পালক । সৌজন্যে ভারতীয় রেল ৷

দেশে সাতটি রেল করিডর দিয়ে নতুন চারটি রুটে বুলেট ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে ভারতীয় রেল (decision of Indian Railway) ৷ সেই তালিকায় রয়েছে হাওড়া স্টেশনও ৷ রেলের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এরাজ্যের বুক চিরেও ছুটবে জাপানের মতো বুলেট ট্রেন ৷ শুক্রবার রেলের তরফে দেশে নতুন এই চারটি রুটে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে ৷ এর মাধ্যমে দেশের প্রধান ন‘টি শহরকে উচ্চগতির রেল নেটওয়ার্কের সঙ্গে যোগ করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল । সেই তালিকাতেই রয়েছে হাওড়া স্টেশনের নাম ৷ বারাণসী-পাটনা-হাওড়া, 760 কিমি দীর্ঘ এই রুটে বুলেট ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল ৷ এই রেল করিডরের সম্ভাব্য স্টেশনগুলি হল বারাণসী, বক্সার, আরা, পাটনা, গয়া, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এবং হাওড়া । এই প্রকল্প বাস্তবায়িত হলে মাত্র কয়েক ঘণ্টায় কলকাতা থেকে বারাণসী পৌঁছে যাবেন যাত্রীরা ৷

এছাড়াও দেশের মোট সাতটি বড় শহরকে এই বুলেট ট্রেন প্রকল্পের মাধ্যমে জোড়ার সিদ্ধান্ত নিয়েছে রেল ৷ তালিকায় আছে হায়দরাবাদ-বেঙ্গালুরু (618 কিমি), নাগপুর-বারাণসী (855 কিমি), পাটনা-গুয়াহাটি (850 কিমি) রুট ৷ এছাড়াও অমৃতসর, পাঠানকোট এবং জম্মুকে নিয়ে তৈরি 190 কিমি দীর্ঘ রেল করিডরেও বুলেট ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : বন্দে ভারত এক্সপ্রেস তৈরিতে তোড়জোড়, তালিকাভুক্ত 9 কোম্পানি

এই বুলেট ট্রেন প্রকল্পের জন্য সম্পূর্ণ আলাদা রেল লাইন তৈরি করা হবে বলে জানা গিয়েছে ৷ বারাণসী-হাওড়া হাইস্পিড রেল করিডরকে ভবিষ্যতে দিল্লি-কলকাতা হাইস্পিড রেল করিডরের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে ৷ তবে এই রেল প্রকল্পগুলির ব্যয় কত হবে তা এখনও চূড়ান্ত হয়নি ৷ বুলেট ট্রেনের রুটগুলি দিয়ে ট্রেন যেহেতু অত্যন্ত দ্রুত গতিতে ছুটবে, তাই রেললাইন নির্মাণ, ট্রেনের বিশেষ কোচ তৈরি ও লাইনের সুরক্ষার উপর জোর দিচ্ছেন রেল কর্তারা ৷ প্রয়োজনে ওই রেল লাইনগুলির দুই ধার উঁচু পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার প্রস্তাবও রেলের কাছে রয়েছে ৷ এই মুহূর্তে ভারতের প্রথম উচ্চগতির রেল করিডর নির্মাণের কাজ চলছে মুম্বই থেকে আমদাবাদের মধ্যে । যেখানে সর্বোচ্চ ৫০৮ কিলোমিটার বেগে ছুটতে পারবে ট্রেন ৷ 2026-27 সালের মধ্যে এই রেল প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ।

হাওড়া, 11 ফেব্রুয়ারি : হাওড়ার মুকুটে জুড়তে চলেছে নয়া পালক । সৌজন্যে ভারতীয় রেল ৷

দেশে সাতটি রেল করিডর দিয়ে নতুন চারটি রুটে বুলেট ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে ভারতীয় রেল (decision of Indian Railway) ৷ সেই তালিকায় রয়েছে হাওড়া স্টেশনও ৷ রেলের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এরাজ্যের বুক চিরেও ছুটবে জাপানের মতো বুলেট ট্রেন ৷ শুক্রবার রেলের তরফে দেশে নতুন এই চারটি রুটে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে ৷ এর মাধ্যমে দেশের প্রধান ন‘টি শহরকে উচ্চগতির রেল নেটওয়ার্কের সঙ্গে যোগ করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল । সেই তালিকাতেই রয়েছে হাওড়া স্টেশনের নাম ৷ বারাণসী-পাটনা-হাওড়া, 760 কিমি দীর্ঘ এই রুটে বুলেট ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল ৷ এই রেল করিডরের সম্ভাব্য স্টেশনগুলি হল বারাণসী, বক্সার, আরা, পাটনা, গয়া, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এবং হাওড়া । এই প্রকল্প বাস্তবায়িত হলে মাত্র কয়েক ঘণ্টায় কলকাতা থেকে বারাণসী পৌঁছে যাবেন যাত্রীরা ৷

এছাড়াও দেশের মোট সাতটি বড় শহরকে এই বুলেট ট্রেন প্রকল্পের মাধ্যমে জোড়ার সিদ্ধান্ত নিয়েছে রেল ৷ তালিকায় আছে হায়দরাবাদ-বেঙ্গালুরু (618 কিমি), নাগপুর-বারাণসী (855 কিমি), পাটনা-গুয়াহাটি (850 কিমি) রুট ৷ এছাড়াও অমৃতসর, পাঠানকোট এবং জম্মুকে নিয়ে তৈরি 190 কিমি দীর্ঘ রেল করিডরেও বুলেট ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : বন্দে ভারত এক্সপ্রেস তৈরিতে তোড়জোড়, তালিকাভুক্ত 9 কোম্পানি

এই বুলেট ট্রেন প্রকল্পের জন্য সম্পূর্ণ আলাদা রেল লাইন তৈরি করা হবে বলে জানা গিয়েছে ৷ বারাণসী-হাওড়া হাইস্পিড রেল করিডরকে ভবিষ্যতে দিল্লি-কলকাতা হাইস্পিড রেল করিডরের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে ৷ তবে এই রেল প্রকল্পগুলির ব্যয় কত হবে তা এখনও চূড়ান্ত হয়নি ৷ বুলেট ট্রেনের রুটগুলি দিয়ে ট্রেন যেহেতু অত্যন্ত দ্রুত গতিতে ছুটবে, তাই রেললাইন নির্মাণ, ট্রেনের বিশেষ কোচ তৈরি ও লাইনের সুরক্ষার উপর জোর দিচ্ছেন রেল কর্তারা ৷ প্রয়োজনে ওই রেল লাইনগুলির দুই ধার উঁচু পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার প্রস্তাবও রেলের কাছে রয়েছে ৷ এই মুহূর্তে ভারতের প্রথম উচ্চগতির রেল করিডর নির্মাণের কাজ চলছে মুম্বই থেকে আমদাবাদের মধ্যে । যেখানে সর্বোচ্চ ৫০৮ কিলোমিটার বেগে ছুটতে পারবে ট্রেন ৷ 2026-27 সালের মধ্যে এই রেল প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ।

Last Updated : Feb 11, 2022, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.